এই মুহূর্তে




অসম থেকে NRC নোটিশ নদিয়ার ২ পরিবারে, উদ্বেগে কাটছে দিন

নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর : অসম থেকে NRC নোটিশ রাজ্যে আসা নিয়ে আগেও উদ্বেগ ছড়িয়েছে। এবার ফের পুজোর পর যখন এসআইআর নিয়ে উত্তাল রাজ্য, ঠিক তখনই নদিয়ায় এল এনআরসি নোটিশ। দেশজুড়ে SIR এর আবহে  আসাম থেকে NRC নোটিশ আসাকে কেন্দ্র করে শুরু চাঞ্চল্য।

আসাম থেকে NRC র নোটিশ আসায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। জানা গিয়েছে, নদিয়ার কৃষ্ণনগর ২নং ব্লকের ধুবুলিয়া থানার সোনাডাঙা মাঝেরপাড়া এলাকার দুই পরিবারে এসেছে এনআরসি নোটিশ। ওই এলাকার বাসিন্দা সঞ্জু শেখ ও আরশাদ শেখ নামক দুই যুবকের বাড়িতে ৩ অক্টোবর একটি কাগজ আসে।  অসমীয়া ভাষায় লেখা থাকায় পরিবারের সদস্যরা কিছুই বুঝতে পারেনি। পরে সেই কাগজটি নিয়ে এলাকার জনপ্রতিনিধিদের দেখালে তারা জানায় অসম থেকে NRC র নোটিশ এসেছে। এরপরেই অবাক হয়ে যায় পরিবারের সদস্যরা। প্রশ্ন উঠছে, কয়েকদিন কাজ করতে যাওয়া সঞ্জু ও আরশাদ তাঁদের নাম কীভাবে সেই রাজ্যের ভোটার বা বসবাসকারী হিসেবে চিহ্নিত করা হল? এই প্রশ্ন ঘিরে তৈরি হয়েছে ধোঁয়াশা।

সূত্রের খবর, ১৫ বছর আগে এলাকার বেশ কিছু যুবক অসমে কাজ করতে গিয়েছিলেন। পরিযায়ী শ্রমিক হিসেবে তাঁরা কাজ করতে গিয়েছিলেন। সেই ১৫ জনের মধ্যে ছিলেন সঞ্জু ও আরশাদও। সেখানে কয়েকদিন কাজ করে ফিরে এসেছিলেন তাঁরা। সেটাও দীর্ঘদিন হয়ে গিয়েছে। তারপরেও কীভাবে তাঁদের নামে এনআরসি নোটিশ পাঠানো হয়েছে, তা নিয়ে উদ্বেগ ছড়িয়েছে পরিবারে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বার বার বলেছেন, রাজ্যে এনআরসি হবে না। তারপরেও একাধিকবার এনআরসি নোটিশ পাঠাচ্ছে অসম সরকার। এর আগেও রাজ্যে এনআরসি নোটিশ পাঠিয়েছে অসম সরকার। কোচবিহারের মাথাভাঙার বাসিন্দা উত্তরমকুমার ব্রজবাসী, নিশিকান্ত দাস, আলিপুরদুয়ারের ফালাকাটার বাসিন্দা অঞ্জলি শীলের পর মোমিনা বিবিকে নোটিশ পাঠানোর খবর সামনে এসেছে। তারপরেও এনআরসি নোটিশ পাঠাচ্ছে অসম সরকার।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

দিনে গরম রাতে শীত, প্রকৃতির খামখেয়ালিপনা, সুস্থ থাকতে চিকিৎসকদের পরামর্শ কী, জেনে নিন

ভোটারদের মতামত জানতে নিজের বিধানসভায় জনবাক্স বসালেন পার্থ চট্টোপাধ্যায়

সুকান্ত মজুমদারকে ‘কান কাটা খলিল’বলে কটাক্ষ করলেন তৃণমূল বিধায়ক আব্দুল রহিম বক্সি

বাংলার মনীষীদের কলুষিত করতে চাইছে বিজেপি, কটাক্ষ শশী পাঁজার

SIR আবহে তপ্ত ঠাকুর বাড়ি, একদিকে আমরণ অনশন অপরদিকে CAA তে আবেদনের পাল্টা প্রচার ক্যাম্প

২২ জন দরিদ্র যুবক-যুবতীকে বিবাহ বন্ধনে আবদ্ধ করল গণবিবাহের ছাদনাতলা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ