এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

রামনবমীর প্রাক্কালে সর্বধর্ম সমন্বয়ের বার্তা নিয়ে মঙ্গলে শিলিগুড়িতে পদযাত্রা মমতার

Courtesy - Facebook

নিজস্ব প্রতিনিধি: আগামী বুধবার অর্থাৎ ১৭ এপ্রিল দেশজুড়ে সাড়ম্বরে পালিত হবে রামনবমী(Ram Navami)। গত কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই রামনবমীর দিনে ধর্মীয় শোভাযাত্রাকে কেন্দ্র করে রাজ্যের(Bengal) বিভিন্ন প্রান্তে গোষ্ঠী সংঘর্ষের ঘটনা ছড়িয়ে পড়েছে। এবারে তো আবার লোকসভা নির্বাচনের(Loksabha Election 2024) আবহে রামনবমী পড়েছে। কেননা রামনবমীর ঠিক ২ দিন পরে ১৯ এপ্রিল দেশে লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ করা হবে। সেদিন বাংলার ৩টি লোকসভা কেন্দ্রেও ভোটগ্রহণ করা হবে। এই ৩ কেন্দ্র হল কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি। ঘটনাচক্রে এদিনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) রামনবমীর দিনে হিংসাত্মক ঘটনার আশঙ্কা প্রকাশ করেছেন ও রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের সতর্ক ও শান্ত থাকার বার্তা দিয়েছেন। তবুও রাজ্যে যাতে রামনবমীকে ঘিরে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় তার জন্য মুখ্যমন্ত্রী আগামিকাল শিলিগুড়িতে(Silliguri) সর্বধর্ম সমন্বয়ের বার্তা নিয়ে একটি পদযাত্রা(Rally) করতে চলেছেন।

জানা গিয়েছে, আগামিকাল দুপুরে শিলিগুড়ি শহরের বুকে মুখ্যমন্ত্রীর এই পদযাত্রার আয়োজন করা হয়েছে। পদযাত্রা শুরু হবে শিলিগুড়ির এয়ারভিউ মোড় থেকে এবং শেষ হবে বাঘাযতীন পার্কে। এয়ারভিউ থেকে পদযাত্রাটি শুরু হয়ে বাঁদিকে ১০ নম্বর ওয়ার্ড এবং ডানদিকে ৪ নম্বর ওয়ার্ড ধরে হিলকার্ট রোডের দিকে এগিয়ে চলবে। সেখান থেকে বাম দিকে ১১ এবং ডানদিকে ৬ নম্বর ওয়ার্ড পার করে হাসমিচক, হাসপাতাল মোড় হয়ে বাঘাযতীন পার্কে গিয়ে শেষ হবে। দুপুর ২টোয় পদযাত্রা শুরুর সময় ঠিক করা হলেও বেলা ১২টা থেকেই পদযাত্রার জন্য জমায়েত শুরু হয়ে যাবে বলে তৃণমূল নেতৃত্বের দাবি। মিছিলের জেরে যাতে শহরের যানজট কোনও সমস্যা না হয় তার জন্য শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের সিপি এবং ট্রাফিকের সঙ্গে একপ্রস্থ আলোচনা সেরে রেখেছে ঘাসফুল শিবির। ঠিক করা হয়েছে, আগামিকাল বিভিন্ন এলাকা থেকে দলীয় কর্মীদের নিয়ে আসা ছোট ও বড় গাড়ি দার্জিলিং মোড়ের কাছে দাগাপুরে পার্কিং করা হবে। একই সঙ্গে বৈশাখের কাঠফাটা রোদে মিছিলে শামিল দলের কর্মীদের জন্য সেভক রোড ও হিলকার্ট রোডের একাধিক মোড়ে খোলা হবে জলসত্র। তাতে লেবুজল, গ্লুকোজ, ঠান্ডা পানীয়ের ব্যবস্থা করা হবে।

তবে আগামিকালের পদযাত্রা গুরুত্ব পেতে চলেছে রামনবমীর প্রাক্কালে সর্বধর্ম সমন্বয়ের বার্তা দেওয়ার জন্য। শিলিগুড়ি শহরের ৩৩টি ওয়ার্ড  ও মহকুমার চারটি ব্লক থেকে দলের কর্মী-সমর্থকরা মুখ্যমন্ত্রীর সঙ্গে এই পদযাত্রায় সামিল হবেন। সেই পদযাত্রা থেকে আমজনতাকে ধর্মীয় মেরুকরণ নয়, সর্বধর্ম সমন্বয়ের বার্তা দেবেন তৃণমূলনেত্রী। আর তাই এই পদযাত্রায় একদিকে যেমন দলের নেতা-কর্মীরা থাকবেন, অন্যদিকে ধর্মীয় মেরুকরণের ঊর্ধ্বে উঠে এই পদযাত্রা সর্বধর্মের সমন্বয়ের বার্তা দেওয়া হবে। ধর্মীয় মেলবন্ধনের পাশাপাশি সমস্ত ভাষাভাষির মানুষও বাংলার অগ্নিকন্যার সঙ্গে পায়ে পা মিলিয়ে যাতে ঐক্যবদ্ধ বাংলার ছবি তুলে ধরতে পারেন সেই চেষ্টাও করা হবে। মমতার সঙ্গে পায়ে পা মিলিয়ে রাজ্যবাসীর কাছে সংহতির বার্তা পৌঁছে দেবেন জোড়াফুলের কর্মী থেকে সমর্থকেরা। মিছিলে উপস্থিত থাকার জন্য মন্দির, মসজিদ, গির্জা সহ সমস্ত ধর্মের ধর্মগুরুদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাতে সবাই সামিল হতে সায়ও দিয়েছেন। উল্লেখ্য এর আগে চলতি বছরেই ২২ জানুয়ারি খাস কলকাতা শহরের বুকে মুখ্যমন্ত্রী এই ধরনেরই সর্বধর্ম সমন্বয়ের বার্তা নিয়ে মিছিলে হেঁটেছিলেন। এবার সেই ছবি আগামিকাল দেখা যেতে চলেছে শিলিগুড়ির বুকে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

কোন্নগরে বৃদ্ধার মৃতদেহ আগলে বসে স্ত্রী-মেয়ে, এলাকায় ছড়াল দুর্গন্ধ

তিন দিন ধরে আত্মজার মৃতদেহ আগলে, অবশেষে বুধবার মৃত্যুর কোলে ঢলে পড়লেন গর্ভধারিনী

তৃণমূল-কংগ্রেসের মধ্যে সংঘর্ষ, চলল গুলি ! ভোটের আগেই উত্তপ্ত খড়গ্রাম   

রায়গঞ্জে ভোঁতা হল ভিক্টর অস্ত্র, সংখ্যালঘুরা জোড়াফুলেই

‘চোরে চোরে মাসতুতো ভাই’, অধীরকে তোপ অভিষেকের

‘ইন্ডিয়া’র বড় গদ্দার উনি, সকালে বিজেপির পা ধরেন, বিকেলে সিপিএমের পা ধরেন’, আক্রমণ মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর