এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

মাত্র ৩ হাজার টাকাতেই মিলছে আধার কার্ড, পোয়াবারো অনুপ্রবেশকারীদের

নিজস্ব প্রতিনিধি: লাখ লাখ টাকা নয়, হাজার হাজার টাকাও নয়, গুচ্ছ গুচ্ছ নথিও নয়, দিতে হবে মাত্র ৩ হাজার টাকা। তাহলেই হাতে হাতে মিলে যাচ্ছে আধার কার্ড(Aadhar Card)। জাল নয়, একদম আসল। এক আধ জায়গায় নয়, মালদা(Malda), মুর্শিদাবাদ(Murshidabad), নদিয়া(Nadia) ও উত্তর ২৪ পরগনা(North 24 Pargana) জেলায় চলছে এই আধার কার্ড করিয়ে দেওয়ার চক্র। নিচ্ছেন কারা? মূলত অপার বাংলা থেকে আসা মানুষজনেরা যাদের সরকারি ভাবে অনুপ্রবেশকারী(Bangladeshi Infiltrator) বলে চিহ্নিত করা হয়। আর সব থেকে চমকে দেওয়ার মতো তথ্য এটাই যে সেই চক্রে সামিল এক শ্রেনীর ব্যাঙ্ককর্মী(Bank Employees), বিএসএফের(BSF) কিছু জওয়ান ও আধিকারিক এবং সীমান্তবর্তী এলাকার কিছু মাতব্বর। এই চক্র নজরে এসেছে রাজ্যেরই গোয়েন্দাদের। আর তার জেরে এই চক্র ভাঙতে এখন উঠে পড়ে লেগেছেন পুলিশের আধিকারিকেরা। যদিও এই চক্র নিয়ে এখনও পর্যন্ত কেউ কোনও লিখিত অভিযোগ দায়ের করেননি।

আরও পড়ুন বাংলার দলীয় সাংসদের আসন বদলের পথে বিজেপি

জানা গিয়েছে, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া ও উত্তর ২৪ পরগনা জেলায় ভারত-বাংলাদেশ সীমান্তের ৩০ কিমি’র মধ্যেই প্রায় ৩০০টি আধার কেন্দ্র রয়েছে। এই সব কেন্দ্র থেকে আধার কার্ড তৈরি করে দেওয়া হয়। তার জন্য আবেদনকারীকে জরুরি ভিত্তিতে কয়েকটি নথি জমা দিতে হয়। তবে বিনা নথিতেও আধার কার্ড মেলে। তার জন্য ৬ নম্বর ফর্মে আবেদন করতে হয়। সেই ফর্মে স্থানীয় পঞ্চায়েত প্রধান বা জনপ্রতিনিধি সিলমোহর দেন। গোয়েন্দারা জানতে পেরেছেন এই ফর্মকে কেন্দ্র করেই এই আধার চক্র চলছে। জনপ্রতিনিধি বা পঞ্চায়েত প্রধানদের সই নকল করে মাত্র ৩ হাজার টাকার বিনিময়ে ওপার বাংলা থেকে আসা মানুষদের আধার কার্ড করিয়ে দেওয়া হচ্ছে। তাঁরাই হয়ে যাচ্ছেন দেশের নাগরিক। এই ঘটনার সঙ্গে ব্যাঙ্ক কর্মীদের যোগসাজশও মিলেছে গোয়েন্দাদের, যা তাঁদেরও রীতিমত ভাবাচ্ছে। ব্যাঙ্ক কর্মীরা কীভাবে এই চক্রে জড়িত?

আরও পড়ুন এবার WBCS-ও নম্বর দুর্নীতি, নজরে ৫ আধিকারিক

জানা গিয়েছে আগে ব্যাঙ্ক কর্মীরা অফিসে বসেই আধারের কাজ করতেন। তখন প্রতিবার মেশিন চালুর সময়ে GPS ব্যবস্থায় নিজের অবস্থান জানানো বাধ্যতামূলক ছিল। কিন্তু এখন একবার ওয়েবসাইটে Log In করার পরে দিনভর তা দিয়ে কাজ করা যায়। তার জেরে ব্যাঙ্কের যে সব কর্মীরা এই আধার কার্ড দেওয়ার কাজ করেন তাঁদের একাংশ প্রথমে ব্যাঙ্কের মধ্যে থাকা ল্যাপটপের মাধ্যবে নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে Log In করতে হচ্ছে। তারপর সেই ল্যাপটপ নিয়েই তাঁরা বেড়িয়ে যাচ্ছেন ও তা দিয়ে তাঁরা সারাদিন কাজ করছেন। তাঁরা যান কোথায়? যান তাঁরা এই আধার কেন্দ্রগুলিতে। সেখানে হাজির হন স্থানীয় জনপ্রতিনিধি বা পঞ্চায়েতের সই জোগাড় করে আনা ওপার বাংলার মানুষেরা। এরপর হাতে হাতে নগদ ৩ হাজার টাকার বিনিময়ে তাদের আধার কার্ড করে দেওয়া হয়। এই টাকার একটা অংশ পান এলাকার মাতব্বররা যারা এই ওপার বাংলার মানুষদের স্থানীয় জনপ্রতিনিধি বা পঞ্চায়েত প্রধানদের আসল বা নকল সই জোগাড় করে দেন। আধার কেন্দ্র থেকে মেলে ৬ নম্বর ফর্ম। তাঁরাও টাকার একটা অংশ পান। বাকি টাকা ঢোকে ব্যাঙ্ক কর্মী ও BSF-এর কিছু জওয়ান ও আধিকারিকদের পকেটে যারা এই ওপার বাংলার মানুষদের এপারে আসতে সাহায্য করেন। গোয়েন্দারা জানতে পেরেছেন এই মানুষেরা পায়ে হেঁটে হিলি, গেদে, পেট্রাপোল সীমান্ত দিয়ে এদেশে আসেন। তারপর এখানে আধার কার্ডবাগিয়ে এদেশেরই নাগরিক হয়ে থাকতে শুরু করেন। কেউ বাড়ি ভাড়া নিয়ে কেউ বা বাড়ি বা ফ্ল্যাট কিনে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘রাজনীতিতে নেমেও মেকআপ করতে হচ্ছে, নয়তো কালো হয়ে যাব’: রচনা

সন্দেশখালিতে ইডি অফিসারদের ওপর হামলার ঘটনায় ধৃত ৩ জনের জামিন

মালদাতে ভোররাতে রহস্যজনকভাবে বাড়ি থেকে নিখোঁজ স্কুল ছাত্রী, তদন্তে পুলিশ

পুরুলিয়ার মাটিতে জ্যোতির্ময়ের পাশ থেকে সরে দাঁড়ালো আজসুও

ইজরায়েলে থাকা বোনের চিন্তায় ঘুম উবেছে জলপাইগুড়িতে থাকা দুই সহোদরার

হাড়োয়ার দাপুটে সিপিএম নেতার ঝুলন্ত দেহ উদ্ধার ,এলাকায় চাঞ্চল্য

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর