এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

লোকসভা নির্বাচনের পরে শিয়ালগিরি সম্প্রদায়ের মানুষেরা পেতে পারেন জাতিগত শসংসাপত্র

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: ‘শিয়ালগিরি’(Sialgiri) ভারতীয় উপমহাদেশের একটি লুপ্তপ্রায় সম্প্রদায় বা জনজাতির নাম। প্রায় ২৫০ বছর ধরে এই যাযাবর শ্রেণির মানুষরা কেবলমাত্র মেদিনীপুর জেলায় বাস করত। আজও দক্ষিণবঙ্গের পশ্চিম মেদিনীপুর(Paschim Midnapur) জেলার খড়গপুর মহকুমার ওড়িশা সীমানায় অবস্থিত দাঁতন ও মোহনপুর থানায় এদের বসতি। তবে বাংলার পাশাপাশি ওড়িশার বালিয়াপাল, ভোগরাই ও সুগো অঞ্চলেও এদের বসবাস চোখে পড়ে। দুই রাজ্য মিলিয়ে শেষ জনসুমারি অনুযায়ী প্রায় ৭ হাজার মানুষের বসবাস বাংলা-ওড়িশা সীমানা জুড়ে। ব্রিটিশ আমলে এরা গুজরাত-মধ্যপ্রদেশ সীমানার ‘ভিল’ জনজাতির একটি শাখা হিসাবে চিহ্নিত হলেও পরবর্তীকালে অনেকেই এদের মারাঠা বর্গীদের সঙ্গে আসা জংলি উপজাতিদের বংশধর হিসাবে দেখে থাকেন। আর তাঁদের জাতিগত সত্ত্বা নিয়ে এই প্রশ্ন থাকায় এরা আজও না তফশিলি জাতি(SC) না তফশিলি উপজাতির মানুষ হিসাবে কোনও স্বীকৃতি পেয়েছে। তবে নবান্ন সূত্রে জানা গিয়েছে, লোকসভা নির্বাচনের(Loksabha Election 2024) পরে পরেই এই সমস্যার সমাধান হতে পারে। শিয়ালগিরি সম্প্রদায়ের মানুষেরা পেতে পারেন জাতিগত শসংসাপত্র(Caste Certificate)। 

পশ্চিম মেদিনীপুর জেলার প্রশাসনিক নানা দস্তাবেজ থেকে জানা যায় যে, শিয়ালগিরিরা নিজেদের অতীতকে ধরে রাখতে পারেনি। তাঁরা তাঁদের নিজেদের লোকায়ত সংস্কৃতি, রীতি ও ভাষা ভুলে গিয়েছে বেমালুম। তাই এখন এটা বের করা খুব কঠিন যে এরা ঠিক কোন জনজাতির অংশ এবং এরা এখানে ঠিক কবে এল। কেলার পুরাতন বাসিন্দাদের দাবি, তাঁরা পূর্বপুরুষদের মুখে শুনেছেন যে, একসময়ে শিয়ালগিরিরা বন্যপশুর কাঁচা মাংস খেত, শিকার করত বনের গভীরে, চুরি করে দিন গুজরান করত। এরা নিজেদের হিন্দু বলে দাবি করলেও এদের মৃতদেহ চিতায় ওঠে না, বরং কবরে যায়। এদের কোনও ধর্মস্থান নেই। বাড়ির এক কোণে কলসিতে সিঁদুর লাগিয়ে এরা বংশপরম্পরায় প্রেত পুজো করতো। যদিও পরে এরা সামাজিক হয়েছে। যাযাবর দিন ত্যাগ করে ঘর বেঁধে বসবাস করতে শিখেছে। তাঁদের সমাজজীবন ও খাদ্যাভাসে এসেছে বহুল পরিবর্তন। নিজেদের সংস্কৃতি, রীতি ও ভাষা ভুলে তাঁরা বাংলা ভাষা, বাংলার মাটিকে আপন করে নিয়েছে। এমনকি তাঁদের পদবিও এখন সব বাঙালিদেরই মতো। কেউ দাস, কেউ পাত্র, কেউ জানা, কেউ বারিক।

এই শিয়ালগিরি সম্প্রদায়ের মানুষেরা বিগত কয় দশক ধরেই জাতিগত শংসাপত্রের দাবি জানিয়ে আসছেন। কিন্তু তাঁদের শিকড়ের ইতিহাস সুদৃঢ় না হওয়ায় সেই দাবি মানেনি বামফ্রন্ট সরকার বা তার আগেকার কংগ্রেসি সরকার। তবে ২০১৭ সালে ওড়িশা সরকার শিয়ালগিরি সম্প্রদায়ের মানুষদের তফশিলি জাতির মান্যতা দিয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, লোকসভা নির্বাচনের পরে এই বিষয়ে পশ্চিমবঙ্গ সরকারও কিছু পদক্ষেপ করতে পারে। তবে সেটা যে তফশিলি জাতি হিসাবে চিহ্নিত করার পদক্ষেপই হবে, তা এখনই বলা সম্ভব নয়। যদি পমাণ্য নথির অভাবে তফশিলি জাতির স্বীকৃতি শিয়ালগিরি সম্প্রদায়ের মানুষদের না দেওয়া যায়, তাহলে দেখা হবে যে তাঁদের অনগ্রসর শ্রেনীর তালিকা ভুক্ত করা যাবে কিনা। তবে তফশিলি উপজাতির তকমা কোনও ভাবেই মিলবে না।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

কোন্নগরে বৃদ্ধার মৃতদেহ আগলে বসে স্ত্রী-মেয়ে, এলাকায় ছড়াল দুর্গন্ধ

তিন দিন ধরে আত্মজার মৃতদেহ আগলে, অবশেষে বুধবার মৃত্যুর কোলে ঢলে পড়লেন গর্ভধারিনী

তৃণমূল-কংগ্রেসের মধ্যে সংঘর্ষ, চলল গুলি ! ভোটের আগেই উত্তপ্ত খড়গ্রাম   

রায়গঞ্জে ভোঁতা হল ভিক্টর অস্ত্র, সংখ্যালঘুরা জোড়াফুলেই

‘চোরে চোরে মাসতুতো ভাই’, অধীরকে তোপ অভিষেকের

‘ইন্ডিয়া’র বড় গদ্দার উনি, সকালে বিজেপির পা ধরেন, বিকেলে সিপিএমের পা ধরেন’, আক্রমণ মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর