এই মুহূর্তে




“পুলিশ যদি ট্যাক্স তোলে…”, উত্তরবঙ্গের বাণিজ্য সম্মেলন থেকে কড়া বার্তা মমতার




নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: একাধিক কর্মসূচি নিয়ে সোমবারই (১৯ মে) উত্তরবঙ্গ সফরে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সফরের প্রথম দিনেই তিনি শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে শিল্পপতিদের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠক থেকে পুলিশের উদ্দেশে কড়া বার্তা দিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। ব্যবসায়ীদের কাছ থেকে পুলিশের ‘তোলা’ আদায় নিয়ে কড়া বার্তা দিয়েছেন।

এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনায় উপস্থিত ছিলেন একাধিক শিল্পপতি। তাঁরা ব্যবসা ও তার বৃদ্ধির প্রয়াস-পরিকল্পনা নিয়ে বিস্তারিত ভাবে কথা বলেন। সোমবার এই বৈঠকে কার, কোথায় ও কী ক্ষেত্রে অসুবিধা হচ্ছে, সেগুলি নিয়েও তাঁরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যের সঙ্গে আলোচনা করেন। শিলিগুড়ির এই বৈঠক থেকেই মুখ্যমন্ত্রী তাঁদের সমস্ত সমস্যার কথা শুনে অধিকাংশ বিষয়ের সমাধানের রাস্তা বাতলে দেন। এর মাঝেই এক ছোট ব্যবসায়ী মুখ্যমন্ত্রীর কাছে একটি বিষয় তুলে ধরেন। মুখ্যমন্ত্রী বলেন, “রাস্তায় শিল্পপতিদের গাড়ি যখন যায়, টোল ট্যাক্স, জিএসটি, পুলিশ ইত্যাদির হয়রানিতে কস্টিং বেড়ে যায়। এটা গোটা দেশ জুড়ে। এটা আমাদের চরম কষ্টকর একটা ব্যাপার হয়ে দাঁড়িয়ে গিয়েছে। গাড়ি ভাড়াও বেড়ে গিয়েছে। ওরা যদি কোনও জায়গায় একশো টাকা খরচ করে, আমাদের কাছে পাঁচশোর টাকা কথা এসে শোনায়।”

ওই ছোট ব্যবসায়ীর কথা শেষ হওয়ার আগেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “টোল ট্যাক্স, জিএসটি, পুরোটাই কেন্দ্রীয় সরকারের। এখন তো একটাই ট্যাক্স। আগে রাজ্য নিত। রাজ্যের হলে আমি এখনই বলে দিতাম আমি নেব না। তবে আমরা একটা অনুরোধ করে দেখতে পারি। কেন ছোট ব্যবসায়ীদের ছাড় দেওয়া হবে না।” তার পর তিনি বলেন, “তবে পুলিশ যাতে কোনও ট্যাক্স না নেয়, সেটা দেখার দায়িত্ব পুলিশের।”

পুলিশের ভূমিকা নিয়ে এর আগেও ক্ষোভ প্রকাশ করতে দেখা গিয়েছে পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। পুলিশের বিরুদ্ধে এর আগেও টাকা তোলার অভিযোগ সামনে এনেছেন ছোট ব্যবসায়ীরা। তার জেরে একাধিকবার প্রতিবাদে সামিল হয়েছিল ছোট গাড়ির চালকরাও। এবার মুখ্যমন্ত্রীর সামনেই সরাসরি তুলে ধরা হল সেই বিষয়টি।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

কংসাবতী নদী সাঁতরে বাড়ি ফিরতে গিয়ে জলের স্রোতে তলিয়ে গেলেন বলরামপুরের এক ব্যক্তি

কদম্বগাছির পীরগাছাতে শিশুদের ব্যবহৃত প্যাম্পারস কারখানার গোডাউনে বিধ্বংসী অগ্নিকাণ্ড

চন্দ্রকোনাতে বন্যায় ফের প্রাণ কাড়ল এক যুবকের, উদ্ধার মৃতদেহ

শৌচাগার পরিস্কার করতে নেমে বিষাক্ত গ্যাসে প্রাণ গেল ২ ভাইয়ের

মালদায় ‘ম্যাঙ্গো হাব ‘করার দাবি জানিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠি আম ব্যবসায়ী সংগঠনের

মেমারিতে অঙ্গনওয়াড়ির খিচুড়িতে টিকটিকি, ব্যাপক শোরগোল

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ