এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

পঞ্চায়েতে তৃণমূলের প্রার্থী বাছবে প্রশান্ত কিশোরের আইপ্যাক

নিজস্ব প্রতিনিধি: একুশের পুনঃরাবৃত্তিই এবার ঘটতে চলেছে তেইশের বুকে। শাসক দল সূত্রে তেমনটাই জানা গিয়েছে। একুশের বিধানসভা নির্বাচনে কোন বিধানসভা কেন্দ্রে তৃণমূলের(TMC) কে প্রার্থী হবেন, কারা কারা বাদ পড়বেন আর কারা ফের টিকিট পাবেন তার তালিকা অনেকটাই তৈরি করে দিয়েছিল ভোট কুশলী প্রশান্ত কিশোরের(Prashant Kishore) সংস্থা আইপ্যাক((I-PAC)। সেই তালিকা তৈরি হয়েছিল তৃণমূল বিধায়কদের বিগত বছরগুলির কার্যকলাপ, মানুষের প্রতি তাঁর দায়বদ্ধতা, এলাকাবাসীর কাছে তাঁর ইমেজ, দলের প্রতি তাঁর আনুগত্য, ভাবমূর্তির জোর এই সব দেখে। তার জেরেই বাদ পড়েছিলেন দলের বেশ কিছু বর্ষীয়াণ বিধায়ক। পুরানোদের সরিয়ে আবার বেশ কিছু আসনে নতুন মুখ তুলেও আনা হয়। আবার সব ক্ষেত্রে যে আইপ্যাকের সুপারিশ কাজ করেছে এমনও নয়। কেননা প্রার্থী তালিকা চূড়ান্ত করা নিয়ে শেষ কথা বলেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ই(Mamata Banerjee)। এবারেও সেই ছবিটা দেখা যেতে পারে পঞ্চায়েত নির্বাচনের(Panchayat Election) সময়।

আরও পড়ুন সভা তো হবে গন্ডায় গন্ডায়, কিন্তু আসন আসবে কত…

তৃণমূল সূত্রে জানা গিয়েছে, আবাস যোজনার ক্ষোভ কার্যত বলে দিচ্ছে জেলায় জেলায় পঞ্চায়েত এলাকায় ঘাসফুল কিছুটা হলেও ধাক্কা খেতে পারে। নেপথ্যে একশ্রেনীর পঞ্চায়েত সদস্যের দুর্নীতি। সেই ধাক্কা যাতে দলের গায়ে না লাগে তার জন্য সময় থাকতে থাকতেই পদক্ষেপ নিচ্ছে জোড়াফুল। দলের দুর্নীতিগ্রস্থ পঞ্চায়েত সদস্য ও মানুষের কাছে গ্রহণযোগ্যতা হারানো দলীয় পঞ্চায়েত সদস্যদের খুঁজে বের করে তা৬দের চিহ্নিত করার কাজ প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাককেই দিয়েছে বাংলার শাসক দল। সেই সংস্থার প্রতিনিধিরা ইতিমধ্যেই সেই কাজ শুরু করে দিয়েছেন। তার জেরে তৃণমূলের হাতে আগে থেকে যে তালিকা প্রস্তুত হয়ে ছিল সেই প্রার্থী তালিকা এখন অনেকটাই বদলে যেতে চলেছে বলে জোড়াফুল সূত্রে জানা গিয়েছে। এমনিতেই তৃণমূল এবার মহিলাদের সব থেকে বেশি টিকিট দিতে চলেছে গ্রাম পঞ্চায়েত এলাকায়। ৫ বছর আগে যাদের টিকিট দেওয়া হয়েছিল এবারেও যে তাঁরা সবাই টিকিট পাবেন তা কিন্তু একদমই নয়। বিধানসভা নির্বাচনের মতোই ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনেও তৃণমূলের প্রার্থী কারা হবেন আর কারা হবেন না সেই বিষয়েও ছাপ ফেলতে চলেছেন প্রশান্ত কিশোর।

আরও পড়ুন কোলাঘাটে সমবায় নির্বাচনে নিরঙ্কুশ জয় তৃণমূলের

জানা গিয়েছে, অনুব্রতহীণ বীরভূম, বিজেপির গড় হিসাবে পরিচিত হয়ে ওঠা পুরুলিয়া এবং গোষ্ঠীদ্বন্দ্বে দীর্ণ নদিয়া জেলার প্রার্থী তালিকা এখন আইপ্যাকের রিপোর্ট দেখে চূড়ান্ত করার পথে হাঁটা দিয়েছে তৃণমূল। গুরুত্ব দেওয়া হচ্ছে পূর্ব মেদিনীপুরের প্রার্থী তালিকাতেও। অধিকারীদের এবার জোর ধাক্কা দিতে চায় বাংলার শাসক দল। তাই সেখানে ভীষণ রকম জোর দেওয়া হচ্ছে স্বচ্ছ ভাবমূর্তির প্রার্থী বেছে নিতে। সংখ্যালঘু অধ্যুষিত জেলা দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ, মালদা ও উত্তর দিনাজপুর জেলাতেই প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে জোর দেওয়া হচ্ছে। তবে যেখানে খুব ভাল উন্নয়ন হয়েছে সেখানে যদি আগেরবারের জয়ীদের আসন সংরক্ষণের গেরোয় না পড়ে তাহলে আগেকার প্রার্থীদেরই এবারেও বেছে নেওয়ার সিদ্ধান্ত নিয়ে রাখা হয়েছে। এখন দেখার বিষয় আইপ্যাকের ঝাড়াইবাছাই তৃণমূলকে আগামী পঞ্চায়েত নির্বাচনে ঠিক কতটা অ্যাডভান্টেজ দেয়।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মদ থেকে অস্ত্র, সন্দেশখালিতে ভোটের বরাত কত, ফাঁস গঙ্গাধরের মুখে

বিজেপি নেতার বাড়ি থেকে উদ্ধার তাজা বোমা, রানাঘাটে ছড়িয়েছে উত্তেজনা

বামভূমে রামের উত্থান ঠেকিয়ে এসেছিল জয়, বোলপুরে সক্রিয় কেষ্ট ক্যারিশ্মা

স্ত্রী বিজেপিতে যোগদানের পরেই জগন্নাথ সরকারকে বেনজির আক্রমণ মুকুটমণির

বহরমপুরে রোড শো’ তে বেরিয়ে লস্যিতে চুমুক ইউসুফ পাঠানের

দেবাংশুর প্রচারে গিয়ে আক্রান্ত তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা ,প্রতিবাদে নন্দীগ্রামে পথ অবরোধ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর