এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

শুভেন্দুকে গ্রেফতারির দাবি নিয়ে কাঁথিতে রাস্তায় নামছে তৃণমূল

নিজস্ব প্রতিনিধি: উত্তেজনার পারা গত দুই দিন ধরেই একটু একটু করে চড়ছিল। শুক্রবার রাতে তা কার্যত তুঙ্গে উঠল। হাতাহাতি, মারধর, শাসক দলের কার্যালয় ভাঙচুর, প্রার্থীকে হেনস্থা সবই ঘটে গেল এক লহমায়। আর সেই ঘটনার জেরেই শনিবার সকাল থেকে পারা চড়ে চলেছে পূর্ব মেদিনীপুর জেলার অন্যতম মহকুমা শহর কাঁথিতে। অধিকারীদের গড় হিসাবে পরিচিত এই শহরেই শুক্রবার রাতে ঘটে যায় ধুন্ধুমার কাণ্ড। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে রাজ্যের মৎস্যমন্ত্রী অখিল গিরির ছেলে ও শহরের ১৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী তথা জেলা যুব তৃণমূলের সভাপতি সুপ্রকাশ গিরিকে মারধর করা ও তৃণমূলের কার্যালয়ে ভাঙচুর করার। আর গোটা ঘটনাটাই নাকি ঘটেছে শুভেন্দু অধিকারীর নির্দেশে। সেই ঘটনার জেরে শনিবার সকাল থেকেই শুভেন্দু অধিকারীকে গ্রেফতারির দাবি নিয়ে রাস্তায় আন্দোলনে নামছে তৃণমূল। তার জেরে কাঁথি সহ পূর্ব মেদিনীপুর জেলা জুড়েই এদিন মিছিল, রাস্তা অবরোধ, থানা ঘেরাও করে বিক্ষোভের ঘটনা ঘটতে পারে।

ঘটনার সূত্রপাত ঘটে কাঁথি শহরে ১৩ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী নির্মাল্য দাসের সমর্থনে প্রচারে বেড়িয়ে সুপার মার্কেট লাগোয়া একটি মন্দিরে শুভেন্দুর পুজো দিতে যাওয়াকে কেন্দ্র করে। তৃণমূলের অভিযোগ, ওই মন্দিরে জুতো পরে প্রবেশ করেছিলেন শুভেন্দু ও তাঁর সঙ্গে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। সেই সময়ে মন্দিরে উপস্থিত থাকা মহিলারা সেই ঘটনার প্রতিবাদ করলে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ওই মহিলাদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন। মন্দিরের পাশে থাকা তৃণমূলকর্মীরা সেই ঘটনার প্রতিবাদ করলে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তাঁদের মারধর শুরু করেন। খবর পেয়ে দ্রুত সেখানে আসেন ওই ওয়ার্ডেরই তৃণমূল প্রার্থী সুপ্রকাশ গিরি। তখনই তাঁকে শুভেন্দুর নিরাপত্তারক্ষীরা আক্রমণ করে বলে অভিযোগ। শুভেন্দুর সঙ্গে সেই সময় সুপ্রকাশের হাতাহাতিও হয়। সেই ফুটেজ নানা সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়লে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। রাতেই শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করার দাবি নিয়ে কাঁথি থানায় বিক্ষোভ দেখান সুপ্রকাশ গিরি সহ তৃণমূলের কর্মীরা।

কাঁথি বরাবরই অধিকারীদের দুর্গ হিসাবেই পরিচিত ছিল। কিন্তু শুভেন্দুর তৃণমূল ত্যাগের পর থেকেই পরিস্থিত বদল ঘটতে থাকে। দ্রুত কাঁথি শহর সহ জেলার নিয়ন্ত্রণ অধিকারীদের হাত থেকে বার হতে শুরু করে। একুশের বিধানসভা নির্বাচনে কাঁথির ২টি বিধানসভা আসনে জিতলেও রাজ্যে বিজেপি হারার জেরে গেরুয়া ব্রিগেডের প্রভাব ক্রমশ পড়তে শুরু করে। তার জেরে কাঁথিও শহরেও অধিকারীদের পায়ের নীচ থেকে মাটি সরতে শুরু করে দিয়েছে। বিজেপি এবার অধিকারী পরিবারের কাউকে প্রার্থী না করলেও এই শহরের পুরসভা দখল করা এখন অধিকারী ও বিজেপি, উভয়ের কাছেই প্রেস্টিজ ফাইট হয়ে দাঁড়িয়েছে। শুভেন্দু কার্যত মাটি কামড়ে পড়ে থেকে সেখানে বিজেপির হয়ে প্রচার শুরু করেছেন। কিন্তু বিগত দুই দিনে তিনি সেই প্রচারে বেড়িয়েই বার বার তৃণমূলকর্মীদের বিক্ষোভের মুখে পড়েছেন, যা কার্যত বলে দিচ্ছে কাঁথি শহরের নিয়ন্ত্রণও তাঁর হাত থেকে বেরিয়ে গিয়েছে। শুক্রবার রাতেই ঘটনায় আহত সুপ্রকাশ গিরি বর্তমানে কাঁথি মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। সেখানে আক্রান্ত তৃণমূল কর্মীদেরও চিকিৎসা করানো হচ্ছে। ভোটপ্রার্থী ও দলীয় সমর্থকদের ওপর কেন্দ্রীয় বাহিনীর এমন হামলার ঘটনা অস্বাভাবিক বলে মন্তব্য করেছেন মৎস্যমন্ত্রী অখিল গিরি। ছেলের ওপর হামলার ঘটনায় তদন্তের আবেদন জানিয়ে কাঁথি থানায় লিখিত অভিযোগ দায়েরও করেছেন তিনি।    

ঘটনা প্রসঙ্গে অখিল গিরি জানিয়েছেন, ‘প্রার্থী সুপ্রকাশ গিরি যখন প্রচার করছিল, সেই সময় কেন্দ্রীয় বাহিনী নিয়ে শুভেন্দু অধিকারী ওই দিক দিয়ে যাচ্ছিলেন। তৃণমূলের কর্মীরা তখন স্লোগান দিচ্ছিল। শুভেন্দু নিজেই সুপ্রকাশকে দেখিয়ে দেন। তারপর তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনী গিয়ে মারধর করে সুপ্রকাশকে। তাঁকে বন্দুক দিয়ে আঘাত করা হয়েছে। সে রাস্তার ওপর পড়ে গেলে তাঁর গলা চেপে ধরা হয়। তাঁকে বাঁচাতে গিয়ে আরও কয়েকজন তৃণমূল কর্মীও আক্রান্ত হয়েছেন। তাঁদেরও হাসপাতালে ভর্তি করা হয়েছে।’ ঘটনায় আহত সুপ্রকাশ গিরি জানিয়েছেন, ‘অশান্তি সৃষ্টি করতে গুন্ডাবাহিনী নিয়ে এসেছে৷ কাঁথি পুরসভার যেখানেই যাচ্ছেন সেখানেই অশান্তি করছেন৷ সিআরপিএফ গন্ডগোল করছে৷ শুভেন্দু অধিকারী কাঁথি শহরে পুলিস নিয়ে ঢুকছেন৷ মায়ের মন্দিরেও যাচ্ছেন পুলিস নিয়ে৷’ এদিন পুলিশের ভূমিকা নিয়েও ক্ষোভ উগরে দিয়েছেন সুপ্রকাশ। তাঁর প্রশ্ন যখন এই ঝামেলা হচ্ছিল তখন কেন গলিতে গলিতে পুলিস দাঁড়িয়ে ছিল। কেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের আটকানোর চেষ্টা করা হয়নি! 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মাধ্যমিকের ফলপ্রকাশ ২ মে, উচ্চমাধ্যমিকের ৮ তারিখ

বেনজির কাণ্ড, বীরভূমে বিজেপির হয়ে মনোনয়ন জমা দুই প্রার্থীর

ম্যাচ ফিক্সিংয়ের মতো বিজেপি ‘অর্ডার ফিক্সিং’ করছে, তোপ অভিষেকের

অভিজিৎকে নিশানা বানিয়ে দেবাংশুকে বড় দায়িত্ব দিলেন মমতা

তমলুকে মমতার নিশানায় অভিজিৎ, বাদ পড়লেন না বিকাশও

ফের দুয়ারে ভোট, শান্তিপুর-ফুলিয়ার তাঁত শিল্পীরা হতাশার অন্ধকারেই দিন কাটাচ্ছেন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর