এই মুহূর্তে




দুর্গা হলেন ২ মহিলা আরপিএফ, প্রাণ ফিরে পেলেন যাত্রী

নিজস্ব প্রতিনিধি: ২ মহিলা আরপিএফ (RPF)। তাঁরাই যেন সাক্ষাৎ দুর্গা (DURGA)। তাঁদের চেষ্টাতেই প্রাণ ফিরে পেলেন যাত্রী। ঘটনা পূর্ব মালদা ডিভিশনের। এই ২ দুর্গাকে সংবর্ধিত করবে রেল দফতর।

জামালপুর স্টেশনে কর্মরত ছিলেন ২ মহিলা কনস্টেবল। পঞ্চমীর দিন সকাল সাড়ে ৯টা নাগাদ দিল্লিগামী ব্রহ্মপুত্র মেল ওই স্টেশনে আসে। সেই সময় ট্রেন থেকে নেমে জল কিনেছিলেন বিনোদ শর্মা ট্রেন ছেড়ে দিলে মালদার মহেশমতির বাসিন্দা বিনোদ দৌড়ে ট্রেনে উঠতে যান, আর তাঁর পা স্লিপ করে। চলন্ত ট্রেন ও প্ল্যাটফর্মের ফাঁকে ঝুলে যান তিনি। সঙ্গে সঙ্গে ছুটে আসেন ২ মহিলা কনস্টেবল মীনা এবং অঙ্কিতা। ওই যাত্রীকে টেনে তোলেন। কিছু হয়েছে বুঝতে পেরে ট্রেন দাঁড় করান গার্ড। তারপর ওই যাত্রীর প্রাথমিক চিকিৎসা করানো হয়। তিনি সুস্থ বোধ করলে তাঁকে আবার ওই ট্রেনে তুলে দেওয়া হয়।

রেল সূত্রে খবর মীনা’র বাড়ি রাজস্থানে। আর অঙ্কিতার বাড়ি হরিয়ানায়। তাঁদের এই সাহস ও দক্ষতার জন্য রেলের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হবে। নতুন করে প্রাণ ফিরে পাওয়া যাত্রী বারবার কুর্নিশ জানিয়েছেন এই দু’ই দুর্গা’কে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

জাতীয় সড়কে ভেঙে পড়ল ব্রিজ, অবরুদ্ধ জাতীয় সড়ক

দামোদর নদী থেকে উদ্ধার যুবকের মৃতদেহ, এলাকায় চাঞ্চল্য

মালদায় সিভিক ভলান্টিয়ারের দাদাগিরি, টোটো চালকের অভিযোগ থানায়

অনন্তনাগে ২ বাঙালি জওয়ানের মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

মেট্রোয় গোলযোগ, দক্ষিণেশ্বর থেকে গিরিশপার্ক পর্যন্ত ব্যহত পরিষেবা

বিদ্যাসাগর সেতু একটানা ৯ ঘন্টা বন্ধ শনি ও রবিবার, মেরামতির জন্য

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ