এই মুহূর্তে




লোকসভা ভোটে অন্তর্ঘাত, বাঁকুড়ায় বরখাস্ত ৩ তৃণমূলে নেতা

Courtesy - Google




নিজস্ব প্রতিনিধি: লোকসভা ভোট(Loksabha Election 2024) মিটে গিয়েছে। কিন্তু তার রেশ রয়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। এবারের নির্বাচনে বাংলায়(Bengal) ৪২টি আসনের মধ্যে ২৯টিতে জয়ের মুখ দেখেছেন শাসক দল তৃণমূল কংগ্রেস(TMC)। বিজেপির আসন সংখ্যা কমে হয়েছে ১২। আর কংগ্রেসের জুটেছে মাত্র ১টি আসন। সেই ভোটের ফল প্রকাশের পরে দেখা যায় বাঁকুড়া জেলার ২টি লোকসভা কেন্দ্রের মধ্যে ১টিতে তৃণমূল জয়ের মুখ দেখলো অপরটিতে হেরেছে ৬ হাজারেরও কম ভোটে। বাঁকুড়া লোকসভা কেন্দ্রে(Bankura Constituency) জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী। সেই জয়ের ফলাফলের ময়নাতদন্তে উঠে এসেছে তালড্যাঙরা বিধানসভা(Taldangra Assembly) কেন্দ্রের সিমলিপাল ব্লকের(Simlipal Block) ফলাফল। তালড্যাঙরা বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল লিড পেলেও সেখানে কেঞ্জাকুড়া, পার্শ্বলা ও সিমলাপাল অঞ্চলের ফলাফল তৃণমূলের অনুকূলে হয়নি। আর সেই ঘটনার নেপথ্যে কাজ করেছে ৩ তৃণমূল নেতার কারসাজি। এবার সেই ৩ নেতাকেই তাদের দলীয় পদ থেকে বরখাস্ত(3 Leaders Sacked) করল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস।

লোকসভা নির্বাচনে দলের অন্দরে অন্তর্ঘাতে যুক্ত নেতাদের চিহ্নিত করে কড়া পদক্ষেপ করতে শুরু করেছে জোড়াফুল শিবির। সেই সূত্রেই সামনে এসেছে বিরোধীদের সঙ্গে যোগসাজস করে দল বিরোধী কাজ করেছেন দলেরই কিছু পদাধিকারী। এবার তাদের বিরদ্ধে পদক্ষেপ করা শুরু হয়েছে। সেই তালিকায় নাম উঠেছে বাঁকুড়া জেলার সিমলাপাল ব্লকের ৩ তৃণমূল নেতার নাম যারা ওই ব্লকের ৩টি এলাকার অঞ্চল সভাপতি। এই ৩ নেতা হলেন সিমলাপালের অঞ্চল সভাপতি বিবেকানন্দ সিংহ মহাপাত্র, পার্শ্বলার অঞ্চল সভাপতি দেবাশিস গুলি ও কেঞ্জাকুড়ার অঞ্চল সভাপতি রঞ্জিত চট্টোপাধ্যায়। গেল। দলের লেটার হেডে রীতিমতো চিঠি দিয়ে বরখাস্ত করা হয়েছে এই ৩জনকে। তৃণমূল নেতৃত্বের দাবি, আপাতত তিন অঞ্চল সভাপতির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হলেও আগামীদিনেও এই প্রক্রিয়া চলতে থাকবে। যেখানে যেখানে দেখা যাবে দলের সদস্য বা দলের পদাধিকারী হয়ে কেউ দলবিরোধী কাজ করছেন সেখানেই পদক্ষেপ করা হবে।

বাঁকুড়া লোকসভা কেন্দ্রে এবারে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুভাষ সরকারকে হারিয়ে ৩৩ হাজারেরও বেশি ভোটে জয়ী হয়েছেন অরূপ চক্রবর্তী। কিন্তু তৃণমূলের হিসাব, ওই ৩ নেতা এলাকার ভোট বিজেপিকে পাইয়ে না দিলে জয়ের ব্যবধান ৫০ হাজার ছাড়িয়ে যেত। এখন থেকেই তাই এই ধরনের নেতাদের বিরুদ্ধে পদক্ষেপ না করলে দুই বছর বাদে হতে চলা রাজ্য বিধানসভার নির্বাচনে দলকে অনেক ভোগান্তির মুখে পড়তে হবে। সেই লক্ষ্যেই এখন থেকেই কড়া পদক্ষেপ নেওয়া হবে। জোড়াফুল শিবির সূত্রে জানা গিয়েছে, লোকসভা নির্বাচনে এবার তৃণমূলের আসন বাড়লেও খুব একটা স্বস্তি কিন্তু নেই দলের অন্দরে। কেননা বহু জায়গায় ফলাফলের বিশ্লেষণে দেখা যাচ্ছে, তৃণমূলের কাছে গলার কাঁটা হয়ে রয়েছে দলের কর্মীদের একাংশের লাগাতার অন্তর্ঘাতের ঘটনা। তাই ভোট মিটতেই তৃণমূল নেতৃত্ব দলের অস্বস্তির ময়নাতদন্তে নেমে পড়েছে। আর সেখানেই ঘরশত্রু বিভীষণদের চিহ্নিত করে পদক্ষেপ নেওয়াও শুরু হয়ে গিয়েছে।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বাংলার বাড়ি প্রকল্পের টাকা পেয়েও কেন কাজ করাননি? বাড়ি-বাড়ি গিয়ে ধমক বিডিও’র

সৎ ভাইকে গঙ্গায় ফেলে দিয়ে গা ঢাকা, অবশেষে গ্রেফতার দাদা, তোলপাড় নবদ্বীপ

সারা শরীরে আঘাতের চিহ্ন, ডোমজুড়ে ৪ বছরের শিশুর রক্তাক্ত দেহ উদ্ধার

পণের টাকা দিতে না পারায় লাগাতার যৌন নির্যাতন, স্ত্রীকে পুড়িয়ে মারার চেষ্টা স্বামীর বিরুদ্ধে

ঈদে ছুটির কারণে শনিবারও হবে আর্থিক লেনদেন,বিজ্ঞপ্তি জারি অর্থ দফতরের

সঙ্ঘাতের পথ ছাড়লেন রাজ্যপাল,বাজেট অধিবেশনে পাশ হওয়া তিন বিলে ছাড় বোসের

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর