এই মুহূর্তে




৩ মাস পর জামিন কসবা ল কলেজে গণধর্ষণের ঘটনায় ধৃত নিরাপত্তারক্ষীর

নিজস্ব প্রতিনিধি : কসবা ল কলেজের গণধর্ষণ ঘটনায় মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র সহ ৪ জনকে গ্রেফতার করেছিল পুলিশ। ধৃতদের মধ্যে ছিলেন কলেজের নিরাপত্তারক্ষী পিনাকী বন্দোপাধ্যায়ও। এবার তার জামিন মঞ্জুর। ২০ হাজার টাকার বন্ডে জামিন পেয়েছেন তিনি। ঘটনার সময় ঘরের বাইরে উপস্থিত থাকার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। ৩ অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণের সঙ্গে সরাসরি যুক্ত থাকার অভিযোগ ছিল।

এই ঘটনা সম্পর্কে জেনেও কেন কাউকে কিছু জানান নি ? কেউ ভয় দেখিয়েছিল, নাকি নিজেই জানান নি? ঘটনার সময় তিনি কোথায় ছিলেন? সেই বিষয়ে জানতেই পুলিশ তাকে গ্রেফতার করেছিল। ধৃত নিরাপত্তারক্ষী খড়দহের বাসিন্দা হলেও  কাজের জন্য কসবায় ভাড়া থাকতেন। ঘটনার ৫৮ দিনের মাথায় আলিপুর কোর্টে চাটশিট দিয়েছিল পুলিশ। ৬৫০ পাতার চার্জশিট দেওয়া হয়েছিল। ৮০ জনেরও বেশি সাক্ষীর বয়ান রেকর্ড করা হয়েছে। মূল অভিযুক্ত মনোজিৎ সহ চারজনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। কসবা ল কলেজে নিরাপত্তারক্ষীর মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছিল পুলিশ। বিকেল চারটের পর থেকে রাত ৮:২৫ পর্যন্ত তিনি কলেজে ছিলেন। সেই সময় কাদের সঙ্গে তিনি কথা বলেছেন সেই বিষয়ে তদন্ত করেছে পুলিশ।

গণধর্ষণ করার পাশাপাশি আটকে রাখা, অপহরণের জন্য মামলা দায়ের করা হয়েছিল। মোবাইলে অপরাধের ভিডিও তুলে তা মুছে ফেলার চেষ্টা করা হয়েছে। সেই কারণে তথ্যপ্রযুক্তি আইনের ধারায় মামলা দায়ের হয়েছে। কসবা কলেজের অস্থায়ী কর্মী মনোজিৎ মিশ্র, প্রমিত মুখোপাধ্যায়, জেব আহমেদ, পিনাকী বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে চার্জশিট জমা হয়েছে।

উল্লেখ্য,  গত ২৫ জুন কলেজের মধ্যেই ওই ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে কলেজের প্রাক্তন ছাত্রের বিরুদ্ধে। তার সঙ্গে আরও ২ জন ছিল। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছিল পুলিশ। অভিযোগ, কলেজের ভিতরেই ওই ছাত্রীকে ধর্ষণ করে ৩ জন। তারপরেই কসবা থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। অভিযোগ দায়ের করার পরেই চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যালে তাঁর মেডিক্যাল টেস্ট করা হয়েছে। সেই রিপোর্ট প্রকাশ্যে আসার পরেই তদন্তে নেমে ৩জনকে গ্রেফতার করা হয়েছে। পরেকলেজের নিরাপত্তারক্ষীকেও গ্রেফতার করা হয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

শিবপুরে শুট আউট, আবাসনে ঢুকে মহিলাকে গুলি

বাড়ির উঠোন থেকে উদ্ধার BLO’র দেহ, চাঞ্চল্য এলাকায়

সপ্তাহের মাঝেই শিয়ালদহ ডিভিশনে একগুচ্ছ ট্রেন বাতিল, রইল তালিকা

প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির জন্মবার্ষিকীতে শ্রদ্ধাজ্ঞাপন মমতার

সাতসকালে জলপাইগুড়ি থেকে উঁকি ঘুমন্ত বুদ্ধের, উচ্ছ্বসিত পর্যটকেরা

SSC-র নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে হাইকোর্টে ৩ মামলার শুনানি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ