এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

৩৫’র লক্ষ্যমাত্রা বেঁধে দিলেন শাহ, মাথায় হাত গেরুয়ার

নিজস্ব প্রতিনিধি: এখনও একবছর বাকি লোকসভা ভোট হতে। কিন্তু সেই ভোটের মাস ১২ আগেই বঙ্গ বিজেপিকে(Bengal BJP) সেই ভোটের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়ে গেলেন বিজেপির ‘চাণক্য’ অমিত শাহ(Amit Shah)। শুক্রবারই ২ দিনের বঙ্গ সফরে এসেছেন শাহ। এসেই সভা করেছেন কেষ্টগড় বীরভূমের(Birbhum) বুকে। সেই সভা থেকেই তিনি বঙ্গ বিজেপির সামনে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের(General Election 2024) লক্ষ্যমাত্রা বেঁধে দিলেন। সিউড়ির(Suri) সভা থেকে এদিন শাহ বঙ্গ বিজেপির সামনে ৩৫টি আসনের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন। আর সেই লক্ষ্যমাত্রা শুনেই কার্যত মাথায় হাত পড়ে গিয়েছে বঙ্গ বিজেপির পাশাপাশি বাংলার গেরুয়া শিবিরের। কেননা এই আকাশকুসুম দাবিকে বাস্তবে রূপ দেওয়া তো দূরের কথা রাজ্যের পঞ্চায়েত নির্বাচনে সব আসনে প্রার্থীই দিতে পারছে না। সেই অবস্থায় ৩৫টা আসন আসবে কোথা থেকে। রাজ্যের প্রায় ৩০ হাজার বুথে দলের একজন কর্মীও নেই।

আরও পড়ুন ৫০ হাজার বহু দূর, শাহি সভায় ফাঁকা একের পর এক চেয়ার

২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপি বাংলা থেকে ১৮টি আসন জিতেছিল। সেই হিসাবে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বাংলার মাটিতে দাঁড়িয়ে বিজেপির সর্বোচ্চ ১২৬টি আসন পাওয়ার কথা। আর সর্বনিম্ন পাওয়ার কথা ৭২টি আসন। কেননা বাংলার প্রতিটি লোকসভা কেন্দ্র তৈরি হয়েছে ৭টি করে বিধানসভা কেন্দ্র নিয়ে। সেই হিসাবেই ১৮’র ৭ গুণ হল ১২৬ আর ৪গুণ হল ৭২। ৪ গুণ বলা হচ্ছে এই কারণে যেহেতু প্রতিটি লোকসভা কেন্দ্রের ৭টি করে বিধানসভা আছে এবং সেই হিসাবে এক একটি লোকসভা কেন্দ্রের গরিষ্ঠ সংখ্যক আসন হল ৪। কিন্তু সেই একুশের ভোটে দেখা গেল শাহ হাঁক পাড়লেন ‘আব কে বার ২০০ পার’। বাস্তবে দেখা গেল বিজেপি পেল মাত্র ৭৭টি আসন। অর্থাৎ তাঁরা সর্বনিম্ন আসনের লক্ষ্যমাত্রা পূরণ করতে পারলেও সর্বোচ্চ আসন সীমার ধারে কাছেও ঘেঁষতে পারেনি। এরপর তো নিত্যদিন রয়েছে দলের নেতাকর্মীদের দলত্যাগের প্রশ্ন। দল ছাড়ছেন সাংসদ থেকে বিধায়কেরাও। ১৮টি জেতা আসনের মধ্যে আসানসোল ইতিমধ্যেই হাতছাড়া হয়েছে। ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং ফের তৃণমূলে ফিরে এসেছেন। সেই হিসাবে বাকি রইল মাত্র ১৬।

আরও পড়ুন বঙ্গে অমিত, বেপাত্তা দিলীপ, শাহি সফরকে গুরুত্বই দিচ্ছেন না

এদিকে নানা বেসরকারি সংবাদমাধ্যমের সমীক্ষা, সঙ্ঘের সমীক্ষা এবং বিজেপির নিজস্ব সমীক্ষা বলে দিচ্ছে বাংলায় এখন বিজেপি মাত্র ১০-১২টি লোকসভা কেন্দ্রে লড়াই করার মতো অবস্থায় আছে। যদি ধরে নেওয়া যায় ২০২৪’র লড়াইয়ে বিজেপি বাংলা থেকে ১২টি আসন হেলায় জিতে যাবে তাহলেও প্রশ্ন থাকছে বাকি ২৩টি আসন কোথা থেকে আসবে? শাহ তো লক্ষ্যমাত্রা বেঁধে দিয়ে চলে গেলেন, কিন্তু তা পূরণ হবে কীভাবে? পূরণ করবে কে? শেষে লক্ষ্যমাত্রা পূরণ করতে গিয়ে বঙ্গ বিজেপির নেতাদের প্যান্টুলুন হলুদ হয়ে যাবে নাতো? জবাব অবশ্য এখনই মিলবে না। সেটা মিলবে ২০২৪’র লড়াইয়েই। তবে এদিন অবশ্যই কিছু ছবি ধরা পড়েছে। শাহের সভায় অসংখ্য চেয়ার ফাঁকা। বিহার থেকে লোক আনা হয়েছে সভা ভরাতে। এরা সবাই ভোটের সময় আসবে তো বিজেপির হয়ে ভোট দিতে এই বাংলার বুকে!

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

আন্তর্জাতিক অস্ত্র পাচার চক্রের সঙ্গে যুক্ত ছিলেন শাহজাহান?

সন্দেশখালিতে এনএসজিকে ডেকে রোবট এনে হাত বোমা উদ্ধার করল সিবিআই

রাজ্যে দ্বিতীয় দফার নির্বাচন শান্তিপূর্ণ, দাবি মুখ্য নির্বাচনী আধিকারিকের

প্রচন্ড গরমের মধ্যে লাগাতার ১৫ দিন ধরে লোডশেডিং,প্রতিবাদে অবরোধ

চন্দননগরে প্রচারে গিয়েও প্রসিদ্ধ ‘জলভরা সন্দেশ’ চাখা হল না রচনার, কেন?

ইভিএম বিভ্রাট নিয়ে কমিশনকে চিঠি দিল তৃণমূল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর