এই মুহূর্তে




শারীরিক প্রতিবন্ধকতাকে পরাস্ত করে দীর্ঘ ৯ বছর ধরে শুয়েই দুর্গা প্রতিমা তৈরি করছেন ধনঞ্জয়

নিজস্ব প্রতিনিধি,শ্যামপুর: মাত্র ৮বছর বয়সে  দ্বিতীয় শ্রেণীতে পড়া কালীন পোলিও আক্রান্ত হন তিনি। পোলিও কেড়ে নিয়েছে চলাফেরার ক্ষমতা।দাঁড়ানো তো দূর, উঠে বসতে পর্যন্ত পারেন না। কিন্তু শুধুমাএ মনের জোরে শারীরিক প্রতিবন্ধকতাকে পরাস্ত করে দীর্ঘ ৯ বছর ধরে শুয়ে শুয়েই দুর্গা প্রতিমা তৈরি করে চলছেন তিনি।আট বছর বয়সে পোলিওতে আক্রান্ত হন ধনঞ্জয়(Dhananjay)। তারপর থেকেই চলাফেরার ক্ষমতা হারিয়ে ফেলেন। ধীরে ধীরে বাইরে বেরনো বন্ধ হয়ে যায় তাঁর। ২৫ বছর ঘরে শুয়েই কেটেছে তাঁর।তাই  পুজোর সময় মণ্ডপে ঘুরে ঠাকুর দেখার সাধ অপূর্ণ থেকে গিয়েছে।

ভাইপোর আবদার রাখতে ২০১৭ সালে শুয়েই ছোট দুর্গা প্রতিমা গড়েন ধনঞ্জয়। এরপর বাড়ির লোকজনের কাছে আবদার করেন দুর্গাপুজো করতে হবে। পরিবারে রয়েছেন বৃদ্ধ মা, দুই দাদা-বৌদি ও তিন ভাইপো। অভাবের সংসারে দুর্গাপুজো করা কঠিন। তাও ভাইয়ের মন রাখতে পুজো করেন দাদা মৃত্যুঞ্জয় ও সঞ্জয় পাত্র । ২০১৯ সালে পর্যন্ত ধনঞ্জয়ের গড়া প্রতিমার পুজো হয় তাঁদের বাড়িতে। এরপর ওই পুজোর দায়ভার নিজেদের কাঁধে তুলে নেয় অমরাবতী পূর্ব পাড়া বিন্দাস কমিটি(Amrabati Purba Para Bindas Comittee)। এরপর দীর্ঘ ৬ বছর ধরে মণ্ডপ বানিয়ে ঘটা করে  ধনঞ্জয়ের তৈরি করা মূর্তি পূজিত হয় বিন্দাস কমিটির মণ্ডপে । তবে সময়ের সাথে সাথে বেড়ছে প্রতিমার উচ্চতা। তাই এখন ছোট ভাইপোরাও এগিয়ে আসে কাকাকে সহযোগিতা করতে।

  কাকার নির্দেশ মতোই  নিরলস মনে প্রতিমা গড়েন তারা।তবে শুধু প্রতিমা নয়, এই বছর অমরাবতী পূর্ব পাড়া বিন্দাস কমিটি থিম পুজোর দলে নাম লিখিয়েছে। এবছর তাঁদের থিম ভাবনা কি ছিলাম, কোথা থেকে, কোথা এলাম। ” পুজো উদ্যোক্তারা জানিয়েছে প্রতিমার পাশাপশি এই থিম ভাবনাটিকেও বাস্তবায়ন করবেন শিল্পী ধনঞ্জয় পাত্র। বিশেষ ভাবে সক্ষম প্রতিমা শিল্পীর ভাবনাকে মর্যাদা দিতে বিন্দাস কমিটির উদ্যোগকে সাধুবাদ ও কুর্নিশ জানিয়েছে শ্যামপুরবাসী।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ক্যামাক স্ট্রীটের অফিসে অভিষেকের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠকে শোভন চ্যাটার্জি, বান্ধবী বৈশাখীকে সঙ্গে নিয়ে

পঞ্চমীতে ভারী বর্ষণের সম্ভাবনা দক্ষিণ ২৪ পরগনা ও ঝাড়গ্রামে, কলকাতাতেও হবে বৃষ্টি

‘ভূতের মতো খেটে বেরাই, গালাগালিও সবচেয়ে বেশি খাই’, যন্ত্রণার কথা শোনালেন মমতা

চতুর্থীতে চেতলা অগ্রণীর মণ্ডপে অগ্নিকাণ্ড, বন্ধ করে দেওয়া হল জনসাধারণের প্রবেশ

বাংলায় বিধানসভা ভোট বৈতরণী পার হতে পোড়খাওয়া নেতাকে বাছলেন শাহ-নাড্ডা

বাগুইআটিতে ‘বন্দেমাতরম’ গানের ১৫০ বছর, দমদম পার্কে বসছে বক্সিগঞ্জের পদ্মাপারে’র হাট

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ