এই মুহূর্তে




আজ থেকে শুরু SIR, বাড়ি-বাড়ি BLO-রা, নিরাপত্তার দায়িত্ব জেলাশাসকের

নিজস্ব প্রতিনিধি : SIR নিয়ে রাজ্যজুড়ে ক্রমেই চড়ছে পারদ। তারমধ্যেই বিহারের মতো পশ্চিমবঙ্গেও শুরু হচ্ছে ভোটার তালিকার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন তথা SIR। বাড়িতে বাড়িতে গিয়ে কাজ করবেন বিএলওরা (BLO)। প্রত্যেকটি বাড়িতে বিএলও-দের দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। প্রত্যেক ভোটারের বাড়িতে তিনবার করে যাবেন তাঁরা। এনুমারেশন ফর্ম তাঁরা দিয়ে আসবেন বাড়িতে। ইতিমধ্যেই এনুমানেশন ফর্ম নির্দিষ্ট কেন্দ্র থেকে তুলেছেন বিএলওরা। বাংলা সহ দেশের ১২টি রাজ্যে মঙ্গলবার থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলবে ৪ ডিসেম্বর পর্যন্ত।

জানা গিয়েছে, রাজ্যের প্রায় ৮১ হাজার বুথে বাড়ি বাড়ি যাবেন এই বিএলওরা। প্রথমে ফর্ম দিয়ে আসার পরে ফের ভোটারদের বাড়িতে গিয়ে পূরণ করা ফর্ম সংগ্রহ করবেন। ৪ ডিসেম্বরের মধ্যে শেষ হবে এই পর্ব। তারপরে ৯ ডিসেম্বর প্রকাশ করা হবে খসড়া ভোটার তালিকা।

বিএলওদের কিভাবে কাজ করতে হবে সেই নিয়ে প্রশিক্ষণ ইতিমধ্যেই হয়ে গিয়েছে। বিএলওদের কি কি নিয়ম মেনে চলতে হবে তাও কমিশনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। সূত্রের খবর, বিএলওরা তিনবার একটি বাড়িতে যাবেন। সঙ্গে থাকবেন বিএলএরাও। তবে কোথাও বিএলএরা যেতে না পারলে বিএলওদের যেতে হবে। মঙ্গলবার সকাল থেকেই বিএলওদের দেখা গিয়েছে বাড়িতে বাড়িতে যেতে। সকাল থেকেই তৎপরতার সঙ্গে কাজ শুরু করেছেন। জানা গিয়েছে, কোনও বাড়িতে যদি তালা বন্ধ থাকে সেক্ষেত্রে বাড়িটির জিও ট্যাগিং করা ছবি তুলে পাঠিয়ে দিতে হবে। কিন্তু বন্ধ থাকার অজুহাতে কোন বাড়ি বাদ দেওয়া যাবে না। এক্ষেত্রে বিএলওদের কাজের রিয়েল টাইমে নজর রাখবে কমিশন।

বিএলওদের চিন্তা রয়েছে, স্কুলের কাজ করে কিভাবে সম্ভব এই কাজ করা। কলকাতা থেকে জেলা সর্বত্রই একই চিন্তায় তাঁরা। স্কুলের কাজ শেষ করে কীভাবে তাঁরা যাবেন ভোটারদের বাড়িতে বাড়িতে। উঠছে প্রশ্ন, কিন্তু মিলছে না উত্তর।

এনিউমারেশন ফর্মে লিখতে হবে জন্মতারিখ, আধার, ভোটার কার্ডের নম্বর, মোবাইল নম্বর, বাবা, মা, স্বামী, স্ত্রীর এপিক নম্বর। একই সঙ্গে ২০০২ সালের SIR-এ নাম থাকলে সেই তথ্য দিতে হবে। যদি বাবা, মা বা আত্মীয়ের নাম থাকে, সেই বিস্তারিত দিতে হবে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

প্রকাশ্যে SIR এর ভিন্ন ছবি, গ্রামে ফিরে স্কুলপড়ুয়াদের খাওয়ালেন পরিযায়ী শ্রমিক

ফ্রিজের মধ্যে ফুলকপিকে জড়িয়ে রয়েছে সাপ, চাঞ্চল্য মালদহে

খড়িবাড়ির পর শিলিগুড়ি! জাল জন্ম ও মৃত্যু শংসাপত্র চক্রের হদিশ, ধৃত ১

ঐতিহাসিক মুদ্রা থেকে দেশ বিদেশের ডাকটিকিট, মাইক্রোবায়োলজিস্টের সংগ্রহ দেখলে চমকে যাবেন

চেন্নাইয়ে কাজে গিয়ে মৃত্যু, পরিযায়ী শ্রমিক অসীমের দেহ ফিরল বাহারি গ্রামে, শোকের ছায়া বীরভূমে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ