এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

টর্নেডোতে লণ্ডভণ্ড দাঁতন, বৃষ্টির অপেক্ষায় দক্ষিণবঙ্গ

নিজস্ব প্রতিনিধি: উত্তরবঙ্গে(North Bengal) দুই সপ্তাহ ধরে লাগাতার বৃষ্টি ঝরেছে ডুয়ার্স লাগোয়া জেলাগুলিতে। কিন্তু তার ছিঁটেফোঁটাও পায়নি দক্ষিণবঙ্গের(South Bengal) জেলাগুলি। কার্যত নিত্যদিন চাতকপাখির মতো বৃষ্টির অপেক্ষায় প্রহর গুণছে দক্ষিণবঙ্গের জেলাগুলি। মাঝে মধ্যে আবহাওয়া দফতর আশার খবর শোনাচ্ছে যে বৃষ্টি(Rain) হবে, কিন্তু সেই আশা আর বাস্তব হয়ে মাটিতে নেমে আসছে না। এর মধ্যেই দক্ষিণবঙ্গের জেলাগুলি তাপপ্রবাহের মুখে পড়েছে। সেই সঙ্গে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর মহকুমার দাঁতনে(Dantan) বেশ কয়েকটি গ্রাম রীতিমত ক্ষতিগ্রস্থ হয়েছে টর্নেডোতে(Tornedo)। এই অবস্থায় রবি সকালে আবারও আলিপুর আবহাওয়া শুনিয়েছে বৃষ্টির সম্ভাবনার কথা। এদিন দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা আছে বলেই জানিয়েছেন তাঁরা।

বাংলা বছরের প্রথম দিন থেকেই অস্বাভাবিক ভাবে পারা চড়তে শুরু করে দিয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পূর্ব বর্ধমান জেলায় পারা ইতিমধ্যেই হয় ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে ফেলেছে নাহয় পার করে গিয়েছে। শনিবার বাঁকুড়ায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৪২.৯ ডিগ্রি সেলসিয়াস। আসানসোলে রেকর্ড হয়েছে ৪১.৯ ডিগ্রি সেলসিয়াস ও বর্ধমান টাউনে রেকর্ড হয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গের অনান্য জেলাগুলির মধ্যে ক্যানিংয়ে ৩৬ ডিগ্রি, কাঁথিতে ৩২.৬ ডিগ্রি, কৃষ্ণনগরে ৩৭.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে সর্বোচ্চ তাপমাত্রা। উত্তরবঙ্গের জেলাগুলিতেও পারা চড়তে শুরু করে দিয়েছে। দক্ষিণবঙ্গ লাগোয়া মালদা জেলার ইংরেজবাজারে পারা রেকর্ড হয়েছে ৩৮.৪ ডিগ্রি সেলসিয়াস ও বালুরঘাটে রেকর্ড হয়েছে ৩৫.৮ ডিগ্রি সেলসিয়াস। তুলনায় কিছুটা হলেও পারা কম চড়েছে ডুয়ার্স লাগোয়া এলাকায়। কেননা শনিবার সন্ধ্যায় কোচবিহার ৩২.৪ ডিগ্রি সেলসিয়াস ও জলপাইগুড়ি ৩৩.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে।

দক্ষিণবঙ্গের পরিস্থিতি যে ক্রমাগত খারাপ হচ্ছে সেটা আবারও সামনে এল তাপপ্রবাহ শুরু হয়ে যাওয়ায়। পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে সেই তাপপ্রবাহ গতকাল থেকেই শুরু হয়ে গিয়েছে। এবার তার আওতায় দক্ষিণবঙ্গের অনান্য জেলাগুলিরও পড়ার সম্ভাবনা রয়েছে। তবে এদিন আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝেঁপে বৃষ্টি নামবে। আলিপুর আবহাওয়া দফতরের দাবি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় কালবৈশাখী ঝড়ের সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার জেরে ওই এলাকাগুলিতে কিছুটা হলেও স্বস্তি মিলতে পারে। যদিও কলকাতার বৃষ্টিপাতের কোনও পূর্বভাস নেই। সেখানে তাপমাত্রা বাড়ার পাশাপাশি অস্বস্তিও বাড়বে বলেইও মনে করা হচ্ছে। শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৩৬.৩ ডিগ্রি সেলসিয়াস। এদিন তা ৩৭ ডিগ্রি ছুঁয়ে ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।

তবে শনিবার রাতে বজ্র-বিদ্যুৎ-সহ বৃষ্টি হয় পশ্চিম মেদিনীপুরের বেশ কিছু জায়গায়। কিন্তু বিপর্যয় ঘটেছে দাঁতনে। মাত্র কয়েক মিনিটের ঝড়ে শনি সন্ধ্যায় লন্ডভন্ড হয়েছে পশ্চিম মেদিনীপুরের দাঁতনের বেশ কয়েকটি গ্রাম। সবথেকে ক্ষতিগ্রস্ত তররুই ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা। স্থানীয় সূত্রে খবর, গতকাল বিকেল ৫টা নাগাদ বাঁকুড়পাদা ও পালানিয়া গ্রামের ওপর দিয়ে বয়ে যায় মিনি টর্নেডো। উড়ে যায় বাড়ির চাল, ঘরের উপর উপড়ে পড়ে গাছ। ক্ষতিগ্রস্ত ৩০টির বেশি বাড়ি। প্রায় ১০০ একর ধানজমিরও ক্ষতি হয়েছে বলে দাবি গ্রামবাসীদের। ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন দাঁতনের বিডিও।  

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

চন্দ্রকোনা এলাকায় কেন্দ্রীয় বাহিনীর বেধড়ক লাঠিচার্জ, রেহাই পেলেন না নাবালক, শিশু সহ গ্রামের মানুষ

ব্যারাকপুরে দিনভর অর্জুন সিংকে ঘিরে কোথাও বিক্ষোভ, কোথাও গো -ব্যাক স্লোগান

জামুরিয়াতে আম গাছ থেকে যুগলের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

শ্রীরামপুরে দিল্লি রোডের ধারে বস্ত্রের গুদামে ভয়ঙ্কর আগুন, ঘটনাস্থলে একাধিক দমকল ইঞ্জিন

বিকেল ৫টা পর্যন্ত বাংলার ৭ লোকসভা কেন্দ্রে সামগ্রিক ভোটদানের হার ৭৩ শতাংশ

শুক্রবার কলকাতায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস, দক্ষিণবঙ্গের ৬ জেলায় কমলা সর্তকতা জারি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর