এই মুহূর্তে




‘কেন করছিস এমন…’! জমি লিখিয়ে নেওয়ার চাপ দিয়ে মাকে ইঁট দিয়ে থেতলে খুন ছেলের




নিজস্ব প্রতিনিধি, সুতি: রাতের অন্ধকারে ছেলের হাতে খুন মা। সত্তরোর্দ্ধ মাকে ইঁট দিয়ে থেতলে খুন করার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। মৃতার নাম আরমানি বিবি (৭০)। মাকে খুনের পর পলাতক ছেলে। অভিযুক্ত মংলু শেখের তল্লাশিতে পুলিশ।

জানা গিয়েছে, শনিবার রাতে আচমকাই বৃদ্ধা আরমানির চিৎকার শুনতে পান পড়শিরা। ছেলেকে তিনি বলছিলেন, কেন এমন করছিস সেই চিৎকার শুনেই পড়শিরা যান সেই বাড়িতে। বাড়িতে ঢোকার আগেই গোঙানি শুনতে পান। ঘরে ঢুকেই দেখতে পান মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন বৃদ্ধা। মাথার গভীর আঘাত। বিষয়টি দেখেই তাড়াতাড়ি পরিবারের লোকজন ও স্থানীয়রা মহেশাইল হাসপাতালে নিয়ে যায়। সেখানেই বৃদ্ধাকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় ব্যাপক চাঞ্চলের ছড়িয়েছে মুর্শিদাবাদ জেলার সুতির কাসিমনগর গ্রামে।

পুলিশ ও পরিবার সূত্রে খবর,  আরমানি বিবির একটি জমি রয়েছে। সেই জমিটি লিখে দেওয়ার জন্য মায়ের ওপর চাপ দিচ্ছিল মংলু শেখ। বৃদ্ধা আবাস যোজনার টাকা পানম, সেই টাকাও নিজের দখলে রেখেছে অভিযুক্ত। জমিটিও নিজের নামে করে নিতে চাইছিল মংলু। কিন্তু মা শুধু ছেলে নয়, মেয়ের নামেও কিছু জমি লিখে দেন। এতে রাগ চরমে ওঠে অভিযুক্তের। রাতে ইঁট নিয়ে মায়ার ওপরে চড়াও হয় সে। ইতিমধ্যে পলাতক অভিযুক্ত। সুতি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে পরিবার। অভিযুক্ত  মংলুর খোঁজে তল্লাশি চালাচ্ছে সুতি থানার পুলিশ। স্থানীয়দের দাবি, ঘুমন্ত মাকে এই ভাবে খুন করার ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি হোক অভিযুক্তের।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

শেখ শাহজাহানের হোটেল থেকে উদ্ধার ৩২ কোটি টাকা, রয়েছে নকল নোটও

বিয়ের দিনই ভয়াবহ পথদুর্ঘটনায় মৃত্যু বরের, আনন্দের পরিবেশে শোকের ছায়া

৬ মাস ধরে পুণেতে আটক নদিয়ার দুই ভাই, বাঙালি বিদ্বেষের অভিযোগ

২১-র সমাবেশে সামিল হতে জেলা থেকে আসতে শুরু করল তৃণমূল কর্মীরা

৩ বছরের শিশুকে টেনে নিয়ে গেল চিতা, ডুয়ার্সের চা বাগানে চাঞ্চল্য

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ