এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

বিধায়কদের বেতনের পরিমাণে বাংলা এখনও অনেক পিছিয়ে

Courtesy - Facebook and Google

নিজস্ব প্রতিনিধি: পুজোর মুখেই রাজ্যের বিধায়কদের(State MLA’s) বেতন বৃদ্ধির(Salary Hike) কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। বৃহস্পতিবার রাজ্য বিধানসভায়(West Bengal State Legislative Assembly) দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, রাজ্যের বিধায়ক, প্রতিমন্ত্রী এবং পূর্ণমন্ত্রী এদের সকলের বেতন বাড়ানো হচ্ছে। মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো সকলেরই প্রায় ৪০ হাজার টাকা করে বেতন বাড়ানো হয়েছে। সেই হিসাবে এবার থেকে বিধায়কদের বেতন ১০ হাজার থেকে বেড়ে হল ৫০ হাজার টাকা। প্রতিমন্ত্রীদের বেতন ১০ হাজার ৯০০টাকা থেকে বেড়ে হল ৫০ হাজার টাকা এবং পূর্ণ মন্ত্রীদের বেতন ১১ হাজার টাকা থেকে বেড়ে হল ৫১ হাজার টাকা। এই বেতন বৃদ্ধির পরে পরেই বিরোধী দলগুলি সরব হয়েছে বেতন বৃদ্ধির প্রতিবাদে। কিন্তু এই বেতন বৃদ্ধির পরেও দেখা যাচ্ছে দেশের ১৮টি রাজ্য ও কেন্দ্র শাসিত রাজ্যের বিধায়কদের বেতন বাংলার(Bengal) থেকে বহুগুণ বেশি।

দেশের মধ্যে এখন তেলেঙ্গানার বিধায়কেরা সব থেকে বেশি বেতন পান। তাঁদের বেতনের পরিমাণ ২ লক্ষ ৫০ হাজার টাকা। এর পরেই রয়েছে দিল্লি ও মধ্যপ্রদেশ। এই দুই রাজ্যের বিধায়কদের বেতনের পরিমাণ ২ লক্ষ ১০ হাজার টাকা। তৃতীয় স্থানেই আছে যোগীরাজ্য উত্তরপ্রদেশ। সেখানকার বিধায়কদের বেতন ১ লক্ষ ৮৭ হাজার টাকা। চতুর্থ স্থানে আছে বাংলারই পড়শি রাজ্য বিহার। সেখানকার বিধায়কদের পরিমাণ ১ লক্ষ ৬৫ হাজার টাকা। পঞ্চম স্থানে আছে মহারাষ্ট্র এবং জম্মু ও কাশ্মীর। এই দুই রাজ্যের বিধায়কেরা ১ লক্ষ ৬০ হাজার টাকা করে বেতন পান। জম্মু ও কাশ্মীরে বিধানসভা ভেঙে দেওয়া, রাষ্ট্রপতি শাসন জারি করা, রাজ্য ভেঙে ৩ টুকরো করার আগে পর্যন্ত সেখানকার বিধায়কেরা এই বেতনই পেতেন। ষষ্ঠ স্থানে আছে বাংলারই এক প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ড। সেখানকার বিধায়কেরা ১ লক্ষ ৫১ হাজার টাকা করে বেতন পান। সপ্তম স্থানে আছেন ছত্তিশগড়ের বিধায়কেরা। তাঁদের বেতনের পরিমাণ ১ লক্ষ ৩৫ হাজার টাকা। অষ্টম স্থানে আছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য গুজরাতের বিধায়কেরা। তাঁদের বেতনের পরিমাণ ১ লক্ষ ২৭ হাজার টাকা। নবম স্থানে আছে অন্ধ্রপ্রদেশ ও হিমাচল প্রদেশ। এই দুই রাজ্যের বিধায়কেরাই বেতন হিসাবে পান ১ লক্ষ ২৫ হাজার টাকা করে। দশম স্থানে আছে হরিয়ানা যেখানকার বিধায়কেরা ১ লক্ষ ১৫ হাজার টাকা করে বেতন পান।

তবে শুধু এই রাজ্যগুলিই নয়। তামিলনাড়ু, মণিপুর, পঞ্জাব ও গোয়ার বিধানসভার বিধায়কেরাও লক্ষাধিক টাকা বেতন হিসাবে পান। পাশাপাশি অসম, কর্ণাটক, মিজোরাম, রাজস্থান ও সিকিম বিধানসভার বিধায়কেরা এখনও বাংলার থেকে বেশি বেতন পাবেন। মানে বাংলার বিধায়কদের বেতন বৃদ্ধির পরেও ওই সব রাজ্যের বিধায়কেরা বাংলার বিধায়কদের থেকে বেশি বেতন পাবেন। তাহলে বিরোধীদের এত গেল গেল রব তোলার কারণ কী? কারণ একটাই, অন্ধ মমতা বিরোধিতা। যেনতেন প্রকারণে হোক বাংলাকে খাটো করা।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

চন্দ্রকোনা এলাকায় কেন্দ্রীয় বাহিনীর বেধড়ক লাঠিচার্জ, রেহাই পেলেন না নাবালক, শিশু সহ গ্রামের মানুষ

ব্যারাকপুরে দিনভর অর্জুন সিংকে ঘিরে কোথাও বিক্ষোভ, কোথাও গো -ব্যাক স্লোগান

জামুরিয়াতে আম গাছ থেকে যুগলের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

শ্রীরামপুরে দিল্লি রোডের ধারে বস্ত্রের গুদামে ভয়ঙ্কর আগুন, ঘটনাস্থলে একাধিক দমকল ইঞ্জিন

বিকেল ৫টা পর্যন্ত বাংলার ৭ লোকসভা কেন্দ্রে সামগ্রিক ভোটদানের হার ৭৩ শতাংশ

শুক্রবার কলকাতায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস, দক্ষিণবঙ্গের ৬ জেলায় কমলা সর্তকতা জারি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর