এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

পুরুলিয়ার D.ED কলেজে অবৈধভাবে ভর্তি ৪৪ পড়ুয়া

নিজস্ব প্রতিনিধি: বাংলার রাজনীতিতে যখন নিয়োগ দুর্নীতি বেশ বিটর্কের জন্ম দিয়েছে ঠিক সেই আবহে সামনে এল বেশ বড়সড় এক কেলেঙ্কারি তথা দুর্নীতির ঘটনা। অভিযোগ উঠেছে পুরুলিয়া(Purulia) জেলার হুড়ায় Deben Mahato Teachers Training Institution-এ ২০২১-২০২৩ D.ED’র শিক্ষা সেশনে ৪৪ জন ছাত্রছাত্রীকে অবৈধ ভাবে ভর্তি করা হয়েছে। আর এই অভিযোগ যিনি তুলেছেন তিনি আবার ওই কলেজেরই পরিচালন কমিটির সভাপতি। তিনি এই অভিযোগ তুলেই কলেজের অধ্যক্ষ সহ ৫ জনের নামে লিখিত অভিযোগ দায়ের করেছেন হুড়া(Hura) থানায়। শুধু তাই নয়, গোটা ঘটনায় কোনও প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তির জড়িত থাকার সম্ভাবনা রয়েছে বলেও অভিযোগে জানিয়েছেন। গোটা বিষয়টি নিয়ে হইচই শুরু হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে হুড়া সহ গোটা জেলার শিক্ষা মহলে।

আরও পড়ুন SUCI’র  ব্রিগেড মঞ্চ থেকে নিশানা CPIM-ISF জোটকে

হুড়া থানার আমলাতোড়া এলাকায় রয়েছে Deben Mahato Teachers Training Institution নামে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান। ওই প্রতিষ্ঠানের পরিচালন কমিটির সভাপতি ধরণীধর পতি। তিনি হুড়া থানায় লিখিত অভিযোগে জানান, ২০২১-২০২৩ এই সময়ের জন্য D.ED’র কোর্সে(D ED Course) ১৫ মাস অতিক্রান্ত হওয়ার পর ২০২২ সালের শেষ দিকে মোট ৪৪ জন ছাত্রছাত্রীকে অবৈধ ভাবে পরিচালন সমিতিকে না জানিয়ে ভর্তি করা হয়েছে। ওই ছাত্রছাত্রীদের বিভিন্ন ক্লাস না হওয়া সত্ত্বেও জাল হাজিরা খাতা তৈরি করা হয়েছে। গোটা ঘটনায় কলেজের অধ্যক্ষ সহ মোট ৬ জনের নামে অভিযোগ করেছেন প্রতিষ্ঠানের সভাপতি। শিক্ষা সেশনের প্রায় ১৫ মাস অতিক্রান্ত হওয়ার পর এই অভিযোগ সামনে এল। কয়েক লক্ষ টাকার বিনিময়েই আইনকে বুড়ো আঙুল দেখিয়ে এই কাজ করা হয়েছে বলে অভিযোগ খোদ কলেজের পরিচালন কমিটির সভাপতির।

আরও পড়ুন Artificial Intelligence শেখাতে গাঁটছড়া TCS ও Kharagpur IIT’র

এবিষয়ে ধরণীধরের দাবি, ‘গোটা কলেজে ওই সেশনে মোট ৫০ জন ছাত্রছাত্রী রয়েছে। তারমধ্যে ৪৪ জনকে সেশন শুরুর দেড় বছর পর ভর্তি করিয়েছেন কলেজের অধ্যক্ষ। গত মে মাস নাগাদ এনসিটিই, প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং আদালতের নির্দেশ অনুযায়ী যারা ২০০ দিন ক্লাস করেছেন বা ১০৫৪ ঘণ্টা থিওরি এবং ১৪৪ ঘণ্টা প্র্যাকটিক্যাল ক্লাস করেছেন তাদেরই শুধুমাত্র অফলাইন ভর্তি থাকলেও অনলাইনে ভর্তি প্রক্রিয়া গত মে মাস নাগাদ করা যাবে। কিন্তু ওই ৪৪ জন ছাত্রছাত্রীর এর কোনওটি না থাকা সত্ত্বেও তাঁদের অনলাইনের প্রসেস করা হয়। যা সম্পূর্ণ অবৈধ। গোটা কলেজে একমাত্র অধ্যক্ষ ছাড়া গত দু’ বছর ধরে আর কোনও শিক্ষক শিক্ষিকা নেই। তার পরেও কী করে ক্লাস হওয়ার কথা কাগজে কলমে দেখানো হচ্ছে এটাই অবাক লাগছে। টাকা আত্মসাৎ করার জন্য একটা চক্র এই কাজ করেছে। চলতি বছর জুন মাস নাগাদ বিষয়টি প্রকাশ্যে আসে। ওই অধ্যক্ষকে জুন মাসের ৮ তারিখ বরখাস্ত করার পরও অবৈধ ভাবে এসব কাজ করে চলেছেন।’

আরও পড়ুন Cyber Crime’র দ্রুত তদন্তের স্বার্থে ৮০০ পুলিশকর্মীকে প্রশিক্ষণ

এবিষয়ে ওই কলেজের অধ্যক্ষ প্রশান্ত কর আবার জানিয়েছেন, ‘যে ব্যক্তি নিজেকে কলেজের পরিচালন সমিতির সভাপতি দাবি করে থানায় অভিযোগ করেছেন তিনি কলেজের কোনও পদে নেই। কোনওদিন কলেজের পদে ছিলেনও না। তিনি একজন বহিরাগত হয়ে কেন কলেজকে বদনাম করছেন জানি না। ২০১২ সাল থেকে আমি কলেজে আছি। কোনওদিন ওই ব্যক্তিকে কলেজে দেখিনি। অথচ এখন দেখছি উনি নিজেকে সভাপতি দাবি করে আমাকে বরখাস্ত করার চিঠি পাঠাচ্ছেন। ওই ব্যক্তির বিরুদ্ধেও আইনত ব্যবস্থা নেওয়া হবে। দেড় বছর পর ৪৪ জনকে ভর্তি করার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। টাকা তছরূপের কোনও প্রশ্নই নেই। অধ্যক্ষ একা শিক্ষক থাকার অভিযোগও ঠিক নয়। ওই প্রতিষ্ঠানে ৭জন কর্মী রয়েছেন। হুড়া থানার ওসির সঙ্গে দেখা করে সব কাগজ জমা করেছি।’ কোনও পদে না থেকেই সভাপতি হিসাবে পরিচয় দেওয়ার অভিযোগের বিষয়ে ধরণীধর জানিয়েছেন, ‘২০২১ সালে সোসাইটির সদস্য হয়েছিলাম। ২০২২ সালে সভাপতি হই। সবটাই বৈধ ভাবে।’

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

রতুয়ার ৭০ টি পরিবারের ত্রিপলের ঘরে নেই বিদ্যুৎ, খাবার অপ্রতুল্য

‘সন্দেশখালি ব্যর্থ হওয়ার পরে ওদের প্ল্যান মন্দিরে মন্দিরে গিয়ে অশান্তি’, সতর্ক বার্তা মমতার

প্রচারের শেষ দিনে বেরিয়ে মানুষের মুখে হাসি দেখলেন রচনা

শান্তনুর বিরুদ্ধে প্রার্থী তাঁরই প্রাক্তন আপ্ত সহায়ক, অস্বস্তিতে বিজেপি

কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার পথে উল্টে গেল যাত্রীবাহী বাস, নিহত ২

ভরতপুরে বস্তাবন্দি দেহ উদ্ধার, তদন্তে পুলিশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর