এই মুহূর্তে




স্কুল হোস্টেলের ঘর থেকে ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার, বিক্ষোভ ও অবরোধ পুরুলিয়ায়

নিজস্ব প্রতিনিধি,কেন্দা: পুরুলিয়া জেলার কেন্দা থানায় এলাকায় একটি স্কুলের হোস্টেলের ঘর থেকে রবিবার রাতে নবম শ্রেণীর এক পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ওই স্কুল হোস্টেলের ১২ নম্বর ঘর থেকে শম্ভু কুম্ভকার(Sambhu Khumvakar)  নামে এক পড়ুয়ার দেহ উদ্ধার করে পুলিশ। জানা গেছে শনিবার স্কুলের এক শিক্ষক তাকে মারধর করেছিলেন। মৃত ছাত্রের পরিবার এই অভিযোগ করে পুলিশের কাছে। এই মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি হয়। সোমবার সকালে স্কুলের সামনে বিক্ষোভ দেখান মৃত পড়ুয়ার পরিবারের সদস্যরা। ওই বিক্ষোভে যোগ দেন ওই স্কুলের অন্যান্য পড়ুয়াদের অভিভাবকরাও। স্থানীয় মানুষ যেন এই ঘটনায় ক্ষোভ উগড়ে দেন স্কুল মাস্টারের বিরুদ্ধে। পড়ুয়া মৃত্যুর ঘটনায় পুলিশ ও স্কুলের সম্পাদক সহ দুজনকে আটক করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কেন্দা থানায় এলাকার রামকৃষ্ণ সারদা মন্দির(Ramkrisna Sarada Mandir School) নামে ওই স্কুলের হোস্টেলের ১২ নম্বর ঘর থেকে রবিবার রাতে শম্ভু কুম্ভকার নামে এক পড়ুয়ার দেহ উদ্ধার হয়।

গত শনিবার ও স্কুলের এক শিক্ষক মারধর করেন শম্ভুকে পরিবারের অনুমান সেই কারণেই অভিমানে পড়ুয়া শম্ভু আত্মহত্যা করে। তবে কি করে এই মৃত্যু হল তা জানতে ময়না তদন্তের জন্য দেহ পাঠানো হয়েছে। ওই রিপোর্ট এলে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হবে পুলিশ। পরিবারের অভিযোগ রবিবার রাত ন’টায় শম্ভুর দেহ উদ্ধার হয়। কিন্তু রাতে স্কুল কর্তৃপক্ষ এবং পুলিশ কেউই ওই পড়ুয়ার পরিবারকে বিষয়টি জানায়নি। সোমবার সকালে বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্যরা স্কুলে যায়। সেখানে তারা বিক্ষোভ দেখায়। স্কুল কর্তৃপক্ষ থানায় বিষয়টি জানালে ঘটনাস্থলে কেন্দা থানার পুলিশ অফিসার ছুটে যায় স্কুলের গেটে। কথা বলে বিক্ষোভকারীদের সঙ্গে। বি কবের মুখে স্কুলের মধ্যেই আটকে পড়েন শিক্ষক-শিক্ষিকারা।

পরে কোনক্রমে পরিস্থিতি শান্ত হলে তারা স্কুল থেকে বের হন। এই ঘটনায় পুরুলিয়া- মানবাজার রাজ্য সড়ক(State High Way) অবরোধ করেন বিক্ষোভকারীরা। সোমবার বিকেল পর্যন্ত সেই অবরোধ চলে। মৃত ছাত্রের মা নমিতা কুম্ভকার(Namita Khumvakar) বলেন, ছেলে সুস্থ স্বাভাবিক ছিল। হোস্টেলে রেখে পড়াশোনা করাচ্ছিলাম। জবাব দিতে হবে স্কুল কর্তৃপক্ষকে। আপনি এখন কোথায় আমরা অন্য কিছু শুনতে চাই না। মৃতের কাকিমা জানান, বন্ধুরা জানিয়েছে শনিবার স্কুলের এক শিক্ষক শম্ভুকে মারধর করে। তারপর কি হয়েছে জানা নেই। স্কুল কর্তৃপক্ষ বিষয়টি কেন গোপন করল সেই প্রশ্নের উত্তর তারা খুঁজছেন। ওই স্কুলটিতে ৬০০ জন মোট পড়ুয়া রয়েছে। এর মধ্যে ৪০০ জন পটুয়া হোস্টেলে থেকে পড়াশোনা করে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ডেঙ্গুর বলি ভাঙড়ের লাঙলপোতার মাজেদা বিবি, আইডি হাসপাতালে চিকি‍ৎসাধীন অবস্থায় মৃত্যু

নবগ্রামে জঙ্গি সংগঠনের কাছ থেকে পাওয়া ফোন নাম্বারের সূত্র ধরে হানা NIA’ র

SIR ফর্ম হাতে পাওয়ার পর নথি নিয়ে টেনশন, আত্মহত্যা টোটো চালকের!

পার্থের মুক্তি নিয়ে মুখ খুললেন ‘বান্ধবী’ অর্পিতা, কী বললেন?

সামশেরগঞ্জের পরিযায়ী শ্রমিকের রহস্যজনক মৃত্যু গাজিয়াবাদে

জাপানের ওকায়ামা বিশ্ববিদ্যালয় থেকে সাম্মানিক ডি লিট পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ