24ºc, Haze
Thursday, 23rd March, 2023 3:47 am
নিজস্ব প্রতিনিধি,সাগর: রাজ্যের সুন্দরবন দপ্তরের মন্ত্রী বঙ্কিম হাজরা শুক্রবার তার বিধানসভার অন্তর্গত বিভিন্ন গ্রামের অন্দরে টোটো করে লোকের বাড়ি বাড়ি যান। কখনো বা পায়ে হেঁটে মেঠো পথ ধরে পৌঁছন ভোটারদের দোরগোড়ায় ।দিদির সুরক্ষা কবজের মাধ্যমে টোটো করে সাগর বিধানসভার অন্তর্গত মুড়িগঙ্গা(Muriganga) ২ গ্রাম পঞ্চায়েতে কোম্পানি ছাড় বাজারে কালীমন্দির, রাধা কৃষ্ণ মন্দিরে পূজা দিয়ে সেখানকার সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগের মাধ্যমে কথা বলেন তিনি।
সুযোগ-সুবিধা পাচ্ছেন কিনা, সমস্ত প্রকল্পের মাধ্যমে সরকারি পরিষেবাগুলো পাচ্ছেন কিনা, তারপরে কোম্পানির মহেশ্বরী হাইস্কুলে(Maheswai High School) মিড ডে মিল পরিদর্শন করেন মন্ত্রী। স্কুলে ছাত্রছাত্রী, শিক্ষকদের সঙ্গে কথা বলেন। পরে মন্দির তোলা পোস্ট অফিসে দলীয় কর্মীর বাড়িতে সবার সাথে মধ্যাহ্নভোজন করেন। তারপরে মুড়িগঙ্গা ২ গ্রাম পঞ্চায়েতে পঞ্চায়েত কর্মী, সচিব, মেম্বার ,প্রধান, উপপ্রধান সঙ্গে কথা বলেন।
পরে বিকেলে দলীয় কর্মীদের বাড়িতে বাড়িতে সরকারি পরিষেবা পাচ্ছে কিনা কথা বলেন এবং বিকেলে একটি সভা অনুষ্ঠিত হয়। তাতেও যোগ দেন মন্ত্রী । এছাড়া ওই সভায় উপস্থিত ছিলেন সুন্দরবন(Sundarban) দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী মাননীয় বঙ্কিমচন্দ্র(Bamkim Hazra) হাজরার পাশপাশি সাগর বিধানসভার দলীয় নেতৃত্ববৃন্দ। অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতি ছিল নজর করার মতো।