এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

অর্জুনকে বড় ধাক্কা দিল তৃণমূল! সৌরভ-সুনীল জোড়াফুলে

নিজস্ব প্রতিনিধি: সামনেই রাজ্যের শতাধিক পুরসভায় নির্বাচন। তার আগেই বড় ধাক্কা নেমে এসেছে অর্জুন সিংয়ের খাস তালুক ব্যারাকপুর শিল্পাঞ্চলে। সেখানে পা রেখে কান পাতলেই শোনা যায় অর্জুনের দুই হাত ভাইপো আর ভগ্নিপতি। রবিবার সেই দুই হাত অর্জুনের কাছ থেকে কেড়ে নিল তৃণমূল। অর্জুনের ভাইপো সৌরভ সিং আর ভগ্নিপতি সুনীল সিংকে এদিন দলে টেনে নিল জোড়াফুল। আর তার জেরেই মনে করা হচ্ছে অর্জুন এবার তাঁর নিজের শহর ভাটপাড়ার পুরবোর্ডও আর পুনর্দখল করতে পারবেন না। পারবেন না ব্যারাকপুর শিল্পাঞ্চলের ১০টি পুরসভা এলাকা নিয়ন্ত্রণ করতে। কার্যত গোটা শিল্পাঞ্চল এলাকাই এবার অর্জুনের হাতের বাইরে চলে যেতে বসেছে যা বলে দিচ্ছে ২০২৪ এর লড়াই অনেকটাই কঠিন হতে চলেছে অর্জুন সিংয়ের কাছে।

অর্জুন যখন ২০১৯ সালের লোকসভা নির্বাচনের প্রাক্কালে তৃণমূল ছেড়ে বিজেপিতে যান তখন তাঁর পিছু পিছু বিজেপিতে গিয়েছিলেন ভগ্নিপতি সুনীল সিং ও ভাইপো সৌরভ সিংও। গিয়েছিলেন শিল্পাঞ্চল এলাকার বেশ কিছু পুরসভার কাউন্সিলররাও। তার জেরে বেশ কিছু পুরসভার ক্ষমতা হাতবদল হয় উনিশের লোকসভা ভোট মেটার পরে পরেই। যদিও পরে বিজেপিমুখী কাউন্সিলররা ফিরে আসেন তৃণমূলে। ফের শিল্পাঞ্চল এলাকার সব পুরসভাতেই নিজেদের নিয়ন্ত্রণ কায়েম করে তৃণমূল। একুশের ভোটে ব্যারাকপুর শিল্পাঞ্চলের ৮টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ৭টিতেই জয়ী হয় তৃণমূল। কেবলমাত্র ভাটপাড়াতে জয়ী হয় বিজেপি। সেই ভাটপাড়াতেই সংগঠনের দেখার ভার ছিল অর্জুনের ভাইপো সৌরভের হাতে। এবারের পুরনির্বাচনেও সৌরভকে প্রার্থী করেছে বিজেপি। আবার সুনীল শুধু বিধায়কই ছিলেন না নোয়াপাড়ার, গারুলিয়া পুরসভারও চেয়ারম্যান ছিলেন তিনি। একুশের ভোটে বিজেপি তাঁকে প্রার্থী করলেও তিনি জয়ী হননি। এদিন তিনিই তৃণমূলে যোগ দিলেন ছেলে আদিত্য সিংকে সঙ্গে নিয়ে। আদিত্য বিজেপি যুব মোর্চার স্থানীয় সভাপতি।

অর্থাৎ ব্যারাকপুর শিল্পাঞ্চল অর্জুনের হয়ে যারা নিয়ন্ত্রণ করত তাঁদেরই এবার নিজেদের দিকে টেনে নিল তৃণমূল। রবিবার টিটাগড়ে তৃণমূলের জেলা পার্টি অফিসে পার্থ ভৌমিক ও জ্যোতিপ্রিয় মল্লিকের উপস্থিতিতে শাসকদলে যোগ দিলেন সৌরভ, সুনীল ও আদিত্য। এবারের পুরভোটে অর্জুনের এই তিন ঘনিষ্ঠ আত্মীয়কেই প্রার্থী করেছিল বিজেপি। কিন্তু গতকাল তিনজনই প্রার্থী পদে মনোনয়ন প্রত্যাহার করেন। আর এদিন স্টান তাঁরা চলে এলেন তৃণমূলে। সন্দেহ নেই এই ঘটনা পুরভোটের মুখে বড় ধাক্কা অর্জুন ও বিজেপির কাছে। এদিন জার্সি পরিবর্তন করে সৌরভ জানিয়েছেন, ‘বিজেপিতে সম্মান নেই, দলেই কোন্দল আছে। মানুষের জন্য কাজ করার কোনও সুযোগই নেই। তাই বিজেপি ছেড়ে তৃণমূলে এলাম। বিজেপিতে সবাই নেতা হতে চায়। আমরা মানুষের সঙ্গে থাকি। মানুষের জন্য কাজ করতে চাই। তাই তৃণমূলে যোগদান করেছি।’ অন্যদিকে সুনীল জানিয়েছেন, ‘আমি তৃণমূলের সঙ্গে গদ্দারি করেছিলাম। বিজেপিতে গিয়েছিলাম কিন্তু সেখানে শান্তিতে ছিলাম না। তাই মূল স্রোতে ফিরে এলাম। বিজেপিতে যোগ্য সম্মান মেলেনি। আত্মসম্মান রক্ষার তাগিদেই দলবদল। আমার মতো যারা রাজনীতি পাগল মানুষ, তারা কখনও বিজেপি করতে পারবে না।

এদিনের ঘটনার জেরে অর্জুন জানিয়েছেন, ‘করেছি। আমার ভুল হয়েছিল ওদের বিজেপিতে নেওয়া। আমার পরিবার বিজেপির পরিবার। ওঁরা পিছন থেকে ছুরি মারল। গদ্দারির ধাক্কা কোনও দিন আমার পরিবারে এই ভাবে খায়নি! রাজনীতিতে সবই সম্ভব। রামের ঘরে বিভীষণ জন্মায়, এটা আগে জানা ছিল না। ওরা যে আগে থেকে তৃণমূলের সঙ্গে বোঝাপড়া করে রেখেছিল, সেটা বোঝা গেল। আমি আমার রাজনৈতিক জীবনে সব চেয়ে বড় দুঃখ আজ পেলাম।’ অর্জুনের এই অভিমানী বক্তব্যের জেরে কটাক্ষ হানতে ছাড়েনি তৃণমূল। জ্যোতিপ্রিয় মল্লিক এদিন জানিয়েছেন, ‘সুনীল, সৌরভ, আদিত্যরা মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছে। আজ তৃণমূলে যোগ যোগ দিল। অর্জুন বলেছিল ও নাকি ট্রেলার দেখিয়েছে। আজ আমরা ওকে সিনেমা দেখালাম।’ ঘটনাচক্রে গতকাল রাত থেকেই সৌরভ ও সুনীলকে নিরাপত্তা দিতে শুরু করেছে রাজ্য সরকার। 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সিরিয়াল পোস্ট অফিস চুরির গ্যাংকে পাকড়াও করল হাবড়া পুলিশ

নবদ্বীপে ভাগীরথী নদীতে স্নান করতে নেমে মর্মান্তিক মৃত্যু ছাত্রের

অসুস্থ মেয়েকে চিকিৎসার জন্য গাড়িতে করে হাসপাতালে পাঠালেন তৃণমূল প্রার্থী কালীপদ সরেন

ধুপগুড়িতে খেলার মাঠ বন্ধ করে দেওয়ায় জাতীয় সড়ক অবরোধ খেলোয়াড়দের

বাংলাদেশী সন্দেহে ৩৪৭ দিন জেলবন্দী ২ আদিবাসী মহিলা সহ তাদের শিশুরা

৪ বারের চেষ্টায় ইউপিএসসিতে সফল, তাক লাগিয়ে দিলেন শ্রীরামপুরের মেয়ে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর