32ºc, Haze
Sunday, 2nd April, 2023 5:19 pm
নিজস্ব প্রতিনিধি: বীরভূমের (Birbhum) দোর্দন্ডপ্রতাপ নেতা অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) বর্তমানে জেল হেফাজতে রয়েছেন। সেই আবহে মঙ্গলবার বীরভূমের নলহাটিতে (Nalhati) সভা করতে গিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhiakry)। বহু ঢাক ঢোল পিটিয়ে এদিন বীরভূমে (Birbhum) সভা করতে গেলেও লোক হয়নি তাঁর সভায়। কার্যত ফাঁকা মাঠে কিছু গরম কথা বলে উপস্থিত গুটি কতক দর্শকদের মন জোগানোর চেষ্টা করলেন নন্দীগ্রামের (Nandigram) বিধায়ক (MLA)।
মঙ্গলবার অনুব্রত মণ্ডলের গড় বীরভূমে সভা করে শুভেন্দু অধিকারী বারবার আক্রমণ শানিয়েছেন কেষ্টর উদ্দেশে। বক্তৃতার মাঝে কখনও হুঁশিয়ারি দিয়েছেন, কখনও সোজাসুজি আক্রমণ করেছেন। এদিন নলহাটিতে গরম ভাষায় বক্তৃতা করলেও রাজ্যের বিরোধী দলনেতার সভায় দর্শকের সংখ্যা ছিল হাতে গোনা। গুটি কতক মানুষের সামনেই, ফাঁকা মাঠে কার্যত বক্তৃতা করতে হল নন্দীগ্রামের বিধায়ককে। এদিনের সভা থেকে বীরভূমের কেষ্টকে বিঁধে শুভেন্দু অধিকারী বলেন, ‘বড় চোরদের তিহাড়ে পাঠানোর ব্যবস্থা করব, কেষ্ট যাচ্ছে, আরও অনেকে যাবে।’
কিন্তু কেন লোক এল না বিজেপির সভায়? রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, রাজ্যের বিরোধী দলনেতার রাজনৈতিক ভবিষ্যতবাণী কার্যত ফ্লপ হয়েছে সম্প্রতি। তিনি যে ডিসেম্বর মাসে তিন তারিখ তত্ত্বের প্রবর্তন করেছিলেন। তা মেলেনি বাস্তবে। অর্থাৎ ডিসেম্বর মাসের ১২, ১৪ এবং ২১ তারিখে রাজ্যে বড় কোনও ঘটনা ঘটবে বলে দাবি করেছিলেন শুভেন্দু অধিকারী। কিন্তু ডিসেম্বর মাস শেষ হতে চললেও সেই তারিখে রাজ্যে বড় কোনও ঘটনা ঘটেনি। ফলে রাজনৈতিকভাবে তাঁর ভরসা যোগ্যতা ও জনপ্রিয়তায় ভাঁটা পড়েছে বলে মত রাজনৈতিক পর্যবেক্ষকদের।