এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

রাস্তাশ্রী প্রকল্পে ৩ জেলা পেল ২০০ কোটির বরাদ্দ

নিজস্ব প্রতিনিধি: ভাল রাস্তা না থাকার জন্য অতি বড় সুন্দরী মেয়েরও বিয়ে ভেঙে যায়। ছেলেদেরও বাড়ি থেকে কাজে যেতে অসুবিধায় পড়তে হয়। বিপদ বাড়ে অসুস্থ মানুষদের হাসপাতালে নিয়ে যেতে গিয়ে। তাই ভাল রাস্তা সকলেই চায়। সেই রাস্তার দিকেই বিশেষ ভাবে নজর দেওয়া হয়েছে ২০২৩-২৪ অর্থবর্ষের রাজ্য বাজেটে। গ্রাম বাংলায়(Rural Bengal) নতুন রাস্তা নির্মাণ ও পুরাতন রাস্তা সংস্কারের জন্য নতুন প্রকল্প আনা হয়েছে। এই নতুন প্রকল্পের নাম ‘রাস্তাশ্রী’(Rastasree)। ২০২৩-২৪ অর্থবর্ষে এই প্রকল্পের জন্য ৩ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ঠিক করা হয়েছে এই প্রকল্পের মাধ্যমে গ্রাম বাংলার প্রায় ১১ হাজার ৫০০ কিমি গ্রামীণ রাস্তা হয় সংস্কার করা হবে নাহয় তা নতুন করে তৈরি করা হবে। রাস্তাশ্রীর পথ ধরেই উন্নত হবে যোগাযোগ ব্যবস্থা। পঞ্চায়েত ভোটের(Panchayat Election) প্রাক্কালে বাংলার গ্রামাঞ্চলে কোথাও ঢালাই রাস্তা, আবার কোথাও পিচ ঢালা মসৃণ রাস্তায় ছুটবে গাড়ি। আর সেই সূত্রেই জানা গিয়েছে হাওড়া(Howrah) জেলার ক্ষেত্রে কার্যত রেকর্ড পরিমাণ অর্থ বরাদ্দ করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সরকার। বরাদ্দের পরিমাণ ১০০ কোটি টাকা। পাশাপাশি হুগলি(Hooghly) জেলা পেয়েছে ৭২ কোটি আর উত্তর ২৪ পরগনা(North 24 Pargana) জেলা পেয়েছে ৩০ কোটি টাকা।  

আরও পড়ুন দক্ষিণ-পূর্ব রেলের Group-D পদের নিয়োগে দুর্নীতির আশঙ্কা

সব ঠিকঠাক থাকলে, আগামী দেড় দুই মাসের মধ্যেই রাজ্যের গ্রামীণ এলাকায় রাস্তার সংস্কার বা নির্মাণের কাজ সেরে ফেলা হবে। কেননা এপ্রিলের মাঝামাঝি থেকে মে মাসের মধ্যে পঞ্চায়েত ভোট হতে চলেছে বাংলার বুকে। সেই নির্বাচন ঘোষণার আগেই রাস্তার কাজ শুরু করে দিতে চাইছে রাজ্য সরকার। কেননা একবার কাজ শুরু হয়ে গেলে নির্বাচন ঘোষণার পরেও তা চালিয়ে যাওয়া যায়। কিন্তু নির্বাচন ঘোষণার পরে কাজ শুরু করা যায় না। তাই রাজ্য সরকার জেলাওয়াড়ি বরাদ্দ ঘোষণা করে দ্রুত এই রাস্তা তৈরি বা সংস্কারের কাজ শুরু করে দিতে চাইছে।  সেই হিসাবেই দেখা যাচ্ছে হাওড়া জেলার জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। হাওড়া জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে ওই টাকায় গ্রামীণ হাওড়ার ১৪টি ব্লকে ৩০৯টি রাস্তার সংস্কার করা হবে। রাস্তাশ্রী প্রকল্পে যেমন নতুন রাস্তা তৈরি হবে, তেমনই বহু রাস্তা যেগুলি মেরামতের অভাবে ভুগছিল, সেগুলিও সারাই হবে। বহু কাঁচা রাস্তায় পড়বে পিচের আস্তরণ। তবে এই রাস্তা নির্মাণের দায়িত্বে থাকবে জেলা পরিষদ ও ব্লক প্রশাসন। তাৎপর্যপূর্ণ হল, কোনও পঞ্চায়েতকে এই কাজের দায়িত্ব দেওয়া হয়নি। গত বুধবার ১৬৫টি রাস্তার অনুমোদন মিলতেই টেন্ডারের কাজ শেষ হয়েছে।

আরও পড়ুন প্রতি সপ্তাহে সেরা কর্মীর পুরষ্কার, নয়া পদক্ষেপ নবান্নের

আবার হাওড়ার পাশেই থাকা হুগলি জেলার জন্যও ভাল টাকা বরাদ্দ করা হয়েছে রাস্তাশ্রী প্রকল্পের জন্য। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে ওই জেলার ১৮টি ব্লকের মোট ২৮২টি রাস্তা হয় সংস্কার নতুবা নতুন করে তৈরি করার জন্য ৭২ কোটি ১৩ লক্ষ ৪৯ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। ২৮২টি রাস্তার মধ্যে জেলা পরিষদের নিজস্ব রাস্তা ২৮টি। বাকি রাস্তাগুলি নির্মাণ করবে সংশ্লিষ্ট ব্লক। এরমধ্যে সবচেয়ে বেশি রাস্তা হবে সিঙ্গুর ব্লকে। সেখানে ৫৭টি রাস্তা তৈরি হবে। হরিপাল ব্লকে ৩৭টি এবং আরামবাগ ব্লকে ৩৪টি রাস্তা নির্মাণ হবে। এছাড়াও বলাগড়, গোঘাট-২, পোলবা-দাদপুর, পাণ্ডুয়া, খানাকুল-১, চুঁচুড়া-মগরা ও ধনেখালি ব্লকে রাস্তার কাজ হবে। আবার উত্তর ২৪ পরগনা জেলায় রাস্তাশ্রী প্রকল্পে ১২২ কিলোমিটার রাস্তা তৈরি করা হবে। তার জন্য বরাদ্দ করা হয়েছে ৩০ কোটি ৮০ লক্ষ টাকা। জেলার ২২টি ব্লকে ৯০টি রাস্তা তৈরি ও সংস্কার করা হবে। তার মধ্যে নতুন রাস্তা তৈরি হবে ৪৮টি ও পুরনো রাস্তা সংস্কার হবে ৪২টি।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মাধ্যমিকের ফলপ্রকাশ ২ মে, উচ্চমাধ্যমিকের ৮ তারিখ

বেনজির কাণ্ড, বীরভূমে বিজেপির হয়ে মনোনয়ন জমা দুই প্রার্থীর

ম্যাচ ফিক্সিংয়ের মতো বিজেপি ‘অর্ডার ফিক্সিং’ করছে, তোপ অভিষেকের

অভিজিৎকে নিশানা বানিয়ে দেবাংশুকে বড় দায়িত্ব দিলেন মমতা

তমলুকে মমতার নিশানায় অভিজিৎ, বাদ পড়লেন না বিকাশও

ফের দুয়ারে ভোট, শান্তিপুর-ফুলিয়ার তাঁত শিল্পীরা হতাশার অন্ধকারেই দিন কাটাচ্ছেন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর