এই মুহূর্তে




টিটাগড়ে বিস্ফোরণকাণ্ডে কাউন্সিলর-সহ গ্রেফতার তিন জন




নিজস্ব প্রতিনিধি, টিটাগড়: উত্তর চব্বিশ পরগনা জেলার টিটাগড় বিস্ফোরণ কাণ্ডে টিটাগড় (Titagar P.S.)পৌরসভার চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আরমান মন্ডল সহ মোট তিনজনকে গ্রেফতার করল টিটাগড় থানার পুলিশ।ধৃতদের নাম মোঃ রিয়াজউদ্দিন @ আরমান মন্ডল (৪৮) এস/ও মোঃ মোস্তফা, এসএস পথ, বাঁশবাগান, টিটাগড়।আরশাদ খান (38) পিতা মৃত-কবির খান, বড়ো মসজিদ, খড়দহ এবং মোঃ শারুক (৩২), পিতা-মোঃ আবিদ হোসেন, এসএস পথ বাঁশবাগান, টিটাগড়। সোমবার সাত সকালে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল টিটাগড়। এলাকার পুরসভার চার নম্বর ওয়ার্ডের একটি বহুতলে ঘটে এই ঘটনা। জানা গিয়েছে, যেই আবাসনে বিস্ফোরণটি ঘটে সেটি টিটাগড় পুরসভার(Titagar Municipality) কাউন্সিলরের ফ্ল্যাট। এই ঘটনাটি ঘটনার সঙ্গে সঙ্গে স্থানীয় পুলিশকে খবর দেওয়া হয়। তড়িঘড়ি ঘটনাস্থলে এসে পৌঁছায় টিটাগড় থানার পুলিশ।

প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, আবাসনে মজুত রাখা ছিল বোমা। আর সেখান থেকেই বিস্ফোরণটি ঘটেছিল। তবে এই বিষয় এখনও কোনও সঠিক প্রমাণ পাওয়া যায়নি। ইতিমধ্যেই তদন্তে নেমেছে পুলিশ।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে বেলা সাড়ে ছ’টা নাগাদ হঠাৎ খুব জোরে একটি আওয়াজ হয়। সেই বিস্ফোরণের শব্দেই প্রতিবেশীদের ঘুম ভেঙে যায়। ভয়ঙ্কর আতঙ্কে এলাকার বাসিন্দারা ঘর থেকে বাইরে বেরিয়ে আসেন। বাইরে বেরিয়েই তাঁরা দেখেন চারিদিক ধোঁয়ায় ভরে গিয়েছে। বাসিন্দারা দাবি করেন, বিস্ফোরণের কারণে পুরো আবাসন জুড়ে বারুদের গন্ধ ভরে যায়।

জানা গিয়েছে, ওই আবাসনের বিস্ফোরণ এতটাই শক্তিশালী ছিল যে আশেপাশের তিন-চারটি ঘর একসঙ্গে ভেঙে পড়ে। তার পাশাপাশি চিলেকোঠার একদিকের দেওয়াল উড়ে গিয়ে পড়েছে পাশের বস্তিতে। তবে এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। কিন্তু যেখানে এলাকার কাউন্সিলর বাস করেন সেখানে বোমা কে রেখেছে? এই নিয়ে খতিয়ে দেখছে টিটাগড় থানার পুলিশ। যেই ঘরে বোমা রাখা ছিল তার তালা সব সময় খোলাই থাকত বলে জানা যায়। তাই সেখানে কে যাওয়া আসা করছে তার সঠিক কোনও প্রমাণ নেই পুলিশের কাছে।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

কলকাতায় মেঘলা আকাশ, সকাল থেকেই চলছে বৃষ্টি

কংসাবতী নদী সাঁতরে বাড়ি ফিরতে গিয়ে জলের স্রোতে তলিয়ে গেলেন বলরামপুরের এক ব্যক্তি

কদম্বগাছির পীরগাছাতে শিশুদের ব্যবহৃত প্যাম্পারস কারখানার গোডাউনে বিধ্বংসী অগ্নিকাণ্ড

চন্দ্রকোনাতে বন্যায় ফের প্রাণ কাড়ল এক যুবকের, উদ্ধার মৃতদেহ

শৌচাগার পরিস্কার করতে নেমে বিষাক্ত গ্যাসে প্রাণ গেল ২ ভাইয়ের

মালদায় ‘ম্যাঙ্গো হাব ‘করার দাবি জানিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠি আম ব্যবসায়ী সংগঠনের

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ