এই মুহূর্তে

সাগরদিঘিতে তৃণমূলের প্রার্থী হতে পারেন প্রণব-পুত্র অভিজিৎ

নিজস্ব প্রতিনিধি: মুর্শিদাবাদের সাগরদিঘি (Sagardighi) বিধানসভা (Assembly) কেন্দ্রে উপনির্বাচনের (By Election) দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন (Election Commission)। কমিশনের তরফে ভোটের দিন ঘোষণা করা হলেও এখনও কোনও রাজনৈতিক দলের তরফে ওই কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। সূত্রের খবর, জোড়াফুল শিবিরের অন্দরে ওই কেন্দ্রে প্রার্থী হিসাবে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের (Pranab Mukherjee) পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়ের (Abhijit Mukherjee) নাম নিয়ে।

গত বছর ২৯ ডিসেম্বর সাগরদিঘির বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সুব্রত সাহা হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন। বুধবার নির্বাচন কমিশনের তরফে ঘোষণা করা হয়েছে, আগামী ২৭ ফেব্রুয়ায়রি ওই কেন্দ্রে উপনির্বাচনের ভোট গ্রহণ হবে। তবে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস বা বিজেপি কিংবা সিপিআইএমের তরফে এখনও আনুষ্ঠানিকভাবে ওই কেন্দ্রে ভোটে লড়ার জন্য কোনও প্রার্থী ঘোষণা করা হয়নি। সূত্রের খবর, জোড়াফুল শিবিরের অন্দরে সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের প্রার্থী হিসাবে দুজনের নাম বর্তমানে আলোচিত হচ্ছে। প্রথম জন, প্রয়াত মন্ত্রী সুব্রত সাহার স্ত্রী নমিতা সাহা, দ্বিতীয় জন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়। তবে অভিজিৎবাবুর দিকে পাল্লা ভারী বলে খবর সূত্রের। উল্লেখ্য প্রণব-পুত্র অভিজিৎ মুখোপাধ্যায় ২০২১ সালে বিধানসভা নির্বাচনের পর তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।

প্রসঙ্গত বুধবার নির্বাচন কমিশন মেঘালয়-সহ তিন রাজ্যের বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করেছে। মেঘালয় ও নাগাল্যান্ডে আগামী ২৭ ফেব্রুয়ায়রি বিধানসভা নির্বাচন হবে বলে জানিয়েছে কমিশন। আর ত্রিপুরাতে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে ১৬ ফেব্রুয়ারি। তিন রাজ্যের বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট প্রকাশের পাশাপাশি বাংলার সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের তারিখও ঘোষণা করে কমিশন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সাইবার প্রতারণায় উদ্ধার হওয়া সাড়ে ১৩ লক্ষ টাকা ফেরাল নাগেরবাজার থানা

ভূপতিনগরে বিস্ফোরণের ঘটনায় ৮ তৃণমূল নেতাদের তলব করল এনআইএ

রামকৃষ্ণ মঠ ও মিশনের অন্তর্বর্তীকালীন অধ্যক্ষ স্বামী গৌতমানন্দ

‘দিদিকে’ ভালোবেসে বিনা পারিশ্রমিকে দেওয়াল লিখনে ব্যস্ত অশীতিপর বোস দা

প্রচারে নেমেই স্থানীয় ‘ঠাম্মা’-কে জড়িয়ে ধরলেন রচনা

সোমবার পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা ৪০ ডিগ্রির ঘরে পৌঁছে যাবে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর