27ºc, Haze
Tuesday, 28th March, 2023 11:05 pm
নিজস্ব প্রতিনিধি: মুর্শিদাবাদের সাগরদিঘি (Sagardighi) বিধানসভা (Assembly) কেন্দ্রে উপনির্বাচনের (By Election) দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন (Election Commission)। কমিশনের তরফে ভোটের দিন ঘোষণা করা হলেও এখনও কোনও রাজনৈতিক দলের তরফে ওই কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। সূত্রের খবর, জোড়াফুল শিবিরের অন্দরে ওই কেন্দ্রে প্রার্থী হিসাবে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের (Pranab Mukherjee) পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়ের (Abhijit Mukherjee) নাম নিয়ে।
গত বছর ২৯ ডিসেম্বর সাগরদিঘির বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সুব্রত সাহা হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন। বুধবার নির্বাচন কমিশনের তরফে ঘোষণা করা হয়েছে, আগামী ২৭ ফেব্রুয়ায়রি ওই কেন্দ্রে উপনির্বাচনের ভোট গ্রহণ হবে। তবে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস বা বিজেপি কিংবা সিপিআইএমের তরফে এখনও আনুষ্ঠানিকভাবে ওই কেন্দ্রে ভোটে লড়ার জন্য কোনও প্রার্থী ঘোষণা করা হয়নি। সূত্রের খবর, জোড়াফুল শিবিরের অন্দরে সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের প্রার্থী হিসাবে দুজনের নাম বর্তমানে আলোচিত হচ্ছে। প্রথম জন, প্রয়াত মন্ত্রী সুব্রত সাহার স্ত্রী নমিতা সাহা, দ্বিতীয় জন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়। তবে অভিজিৎবাবুর দিকে পাল্লা ভারী বলে খবর সূত্রের। উল্লেখ্য প্রণব-পুত্র অভিজিৎ মুখোপাধ্যায় ২০২১ সালে বিধানসভা নির্বাচনের পর তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।
প্রসঙ্গত বুধবার নির্বাচন কমিশন মেঘালয়-সহ তিন রাজ্যের বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করেছে। মেঘালয় ও নাগাল্যান্ডে আগামী ২৭ ফেব্রুয়ায়রি বিধানসভা নির্বাচন হবে বলে জানিয়েছে কমিশন। আর ত্রিপুরাতে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে ১৬ ফেব্রুয়ারি। তিন রাজ্যের বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট প্রকাশের পাশাপাশি বাংলার সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের তারিখও ঘোষণা করে কমিশন।