এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

ডালখোলা পুরসভায় অচলাবস্থা তৈরির সম্ভাবনা, নেপথ্যে কংগ্রেস

নিজস্ব প্রতিনিধি: উত্তরবঙ্গের(North Bengal) উত্তর দিনাজপুর(Uttar Dinajpur) জেলার ইসলামপুর মহকুমার(Islampur Sub Division) ডালখোলা পুরসভায়(Dalkhola Municipality) তৈরি হতে পারে অচলাবস্থা। অন্তত এমন সম্ভাবনাই দেখা দিচ্ছে সেখানে। কেননা কংগ্রেসের(INC) মদতে সেখানে ক্ষমতাসীন তৃণমূল(TMC) পরিচালিত পুরবোর্ডের চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা আনার তোড়জোড় করছেন ৪ নির্দল কাউন্সিলর এবং দলেরই ৫জন কাউন্সিলর। সূত্রে তেমনটাই জানা গিয়েছে। ২০২২ সালের রাজ্যের যে শতাধিক পুরসভায় নির্বাচন হয়েছিল তার মধ্যে ছিল ডালখোলা পুরসভাও। সেই নির্বাচনে শহরের ১৬টি ওয়ার্ডের মধ্যে ১২টিতেই জয়ী হয় তৃণমূলের প্রার্থীরা। বাকি ৪টি ওয়ার্ডে নির্দল প্রার্থী হিসাবে জেতেন বিক্ষুব্ধ তৃণমূলের নেতানেত্রীরা। পুরসভার চেয়ারম্যান হন ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্বদেশ চন্দ্র সরকার ও ভাইস চেয়ারম্যান হন ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাজি ফিরোজ আহমেদ। এখন তাঁদের বিরুদ্ধেই অনাস্থা আনার তোড়জোড় চলছে।

আরও পড়ুন খাদিকুলে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী, দিলেন কড়া বার্তাও

অচলাবস্থা তৈরির হওয়ার সম্ভাবনা কেন? অনেকেই ভেবেছিলেন যে ৪জন বিক্ষুব্ধ তৃণমূলী ভোটে দাঁড়িয়ে জিতেছিলেন তাঁদের দলে ফিরিয়ে নেওয়া হবে। এই ৪জন সম্প্রতি দলের সর্বভারতীয় সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন তাঁর জনসংযোগ কর্মসূচীর সময়ে। কিন্তু অভিষেক আলাদা করে তাঁদের সময় দেননি এবং তাঁদের দলে ফিরিয়ে নেওয়া হবে না, সেটাও জানিয়ে দেন। এরপরেই নড়েচড়ে বসে জেলার কংগ্রেস নেতৃত্ব। তাঁরা ৪ নির্দল কাউন্সিলরের সঙ্গে কথা বলে তাঁদের কংগ্রেসে যোগদানের প্রস্তাব দেন। সূত্রে জানা গিয়েছে সেই প্রস্তাবে তাঁরা রাজিও আছে। কার্যত সেই রকম ঘটনা যে ঘটতে চলেছে তার ইঙ্গিত দিয়েছেন কংগ্রেসের উত্তর দিনাজপুর জেলা সভাপতি মোহিত সেনগুপ্তও। তিনি দাবি করেছেন, ডালখোলায় বিক্ষুব্ধদের সঙ্গে তাঁদের আলোচনা চলছে। শীঘ্রই তাঁরা কংগ্রেস যোগদান করবেন। কার্যত গল্প সেখানেই থেমে নেই। কংগ্রেস এখন চাইছে ডালখোলায় তৃণমূলের বোর্ড উল্টে দিতে। সেই জন্য তৃণমূলেরই ৫জন কাউন্সিলরের সঙ্গে তাঁরা যোগাযোগ রেখে চলেছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন এগরায় বিস্ফোরণের নিহতদের পরিবারের সদস্যকে হোমগার্ডের চাকরি, ঘোষণা মুখ্যমন্ত্রীর

মূল লক্ষ্য, নির্দলদের কংগ্রেসে যোগদান করিয়ে তাঁদের দলীয় কাউন্সিলর হিসাবে তুলে ধরার পাশাপাশি তৃণমূলের বিক্ষুব্ধ ৫ কাউন্সিলরদের নিজেদের দিকে টেনে আনা। তারপর ৯জন কাউন্সিলরের তরফে অনাস্থা প্রস্তাব উত্থাপন। যদিও জেলা তৃণমূল নেতৃত্ব বিষয়টি সম্পর্কে ওয়াকিবহাল বলেই জানা গিয়েছে। তাই বোর্ড যাতে উল্টে না যায় তার জন্য বিক্ষুব্ধ ৫ দলীয় কাউন্সিলরের সঙ্গে আলোচনাও শুরু করেছে বলে সূত্রে জানা গিয়েছে। তবে সমস্যার কতখানি সমাধান হবে কিনা তা নিয়ে প্রশ্ন থাকছেই।  

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ভগবানগোলাতে অনুষ্ঠান বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে জখম একাধিক শিশুসহ ১৩ জন

বসিরহাট আদালতে সন্দেশখালির ‘বেতাজ বাদশার’ চোখে জল

নির্বাচনের আগে ভাটপাড়ায় বিপুল পরিমাণ বোমা উদ্ধার

ফরাক্কার এক স্কুলেই চাকরি গিয়েছে ৩৬ শিক্ষকের, উদ্বিগ্ন অভিভাবকরা

গৌরাঙ্গনগরে ১০ বছর ধরে তালা বন্ধ অবস্থায় বৃদ্ধ দম্পতির দুই ছেলে, উদ্ধার করল পুলিশ

বিজেপিকে সমর্থনের শাস্তি, বিনয় তামাংকে দল থেকে তাড়াল কংগ্রেস

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর