24ºc, Haze
Thursday, 23rd March, 2023 4:17 am
নিজস্ব প্রতিনিধি: তৃণমূল (TMC) কর্মীর দেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত আমতা। গত শনিবার রাত থেকে নিখোঁজ ছিলেন সবুজ শিবিরের ওই কর্মী। রবিবার সকালে তাঁর দেহ উদ্ধার হয়। অভিযোগ, এই খুনের পেছনে রয়েছে বিজেপি এবং সিপিএম আশ্রিত দুষ্কৃতী। অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে রাস্তা অবরোধ করে টায়ার পুড়িয়ে বিক্ষোভ দেখালেন তৃণমূল কর্মীরা।
আমতার রানিহাটি রোডের ঘটনা। এলাকা উত্তাল হয়েছে অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে। খবর পেয়ে ঘটনাস্থলে এসেছে বিশাল পুলিশবাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার তদন্ত চলছে। অভিযুক্তদের খোঁজে চলছে তল্লাশি। বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
নিহত তৃণমূল কর্মীর নাম লাল্টু মিদ্যা। বয়স আনুমানিক ৩৮। মৃতের বাড়ি আমতার চন্দ্রপুর ফাঁড়ির চাটরা মোল্লাপাড়ায়। পরিবার সূত্রে খবর, শনিবার রাত্রে বাড়ি ফেরার পরে গাড়ি রেখে আবার বেরিয়েছিলেন লাল্টু। তিনি বন্ধুদের সঙ্গে আগুন পোহাচ্ছিলেন। তবে দীর্ঘক্ষণ বাড়িতে না ফেরায় খোঁজ শুরু করেছিলেন লাল্টুর পরিবারের সদস্যরা। রাতে খোঁজ মেলেনি। জানা গিয়েছে, রবিবার সকালে বাড়ি থেকে প্রায় ২০০ মিটার দূরে একটি পুকুর থেকে তাঁর দেহ উদ্ধার হয়। তারপরেই ছড়ায় উত্তেজনা। তৃণমূলের অভিযোগ, বাম নেতা মহম্মদ সেলিম এলাকায় সম্প্রতি ঘুরে গিয়েছিলেন তারপরেই ঘটেছে এই ঘটনা। অভিযোগ, বাম এবং বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই কাজ করেছে। অন্যদিকে বাম শিবিরের দাবি, এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে।