নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: অফিস থেকে বাড়ি ফেরার পথে একটা বিশালাকার অজগর সাপকে প্রাণে বাঁচালেন এক যুবক। ঘটনা জলপাইগুড়ির মরিচবাড়ির এলাকার। পরে বনদফতরের কর্মীদের হাতে সাপটি তুলে দেওয়া হয়। যুবকের প্রশংসায় পঞ্চমুখ বনদফতরের আধিকারিকরা।
ময়নাগুড়ির দোমোহনী এলাকার বাসিন্দা বিক্রম দাস শুক্রবার রাতে অফিস থেকে বাড়ির ফেরার পথে দেখতে পান, মরিচবাড়ি এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কের ওপর একটি অজগর লুটোপুটি খাচ্ছে। রাস্তা পার হওয়ার চেষ্টা করছিল সাপটি। কিন্তু কোনও গাড়ির তলায় চাপা পড়ে খানিক আহত হয়েছে। বিষয়টি বুঝতে পেরেই বনদফতরে স্থানীয় রেঞ্চে ফোন করেন তিনি। তবে বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছতে বেশ কিছুটা সময় লেগে যায়। তাই অপেক্ষা না করে স্থানীয় কয়েকজনকে নিয়ে অজগরটিকে উদ্ধারের চেষ্টা চালান ওই যুবক। শেষমেষ তিনি সফলও হন।
লুপ্তপ্রায় অজগর সাপটির প্রাণ বাঁচাতে পেরে খুশি বিক্রম দাস। তিনি জানান, একসময় সাপ ধরার প্রশিক্ষণ নিয়েছিলেন তিনি। কিন্তু কর্মজীবনে তা কাজে আসেনি। এতদিন পর তা কাজে এল। বনদফতরের কর্মীদের পাশাপাশি ময়নাগুড়ি রোড পরিবেশ প্রেমী সংগঠনের সদস্যরাও ছুটে আসেন ঘটনাস্থলে। তাঁরাও যুবকের প্রশংসা করেন। বনদফতরের আধিকারিকরা জানিয়েছেন, সাপটিকে প্রাথমিক চিকিৎসার পর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।