এই মুহূর্তে




হাড়হিম ঘটনা সাঁইথিয়ায়, চলন্ত ট্রেন থেকে পড়ে তরুণ-তরুণীর মৃত্যু




নিজস্ব প্রতিনিধি, সাঁইথিয়া: ট্রেন যাওয়ার পথে দুর্ঘটনা। চলন্ত ট্রেন থেকে পড়ে মৃত্যু হলে ২ তরুণ-তরুণীর। বুধবার সকালে বীরভূমের সাঁইথিয়ার মাঠপলশা এলাকার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। মৃতদের পরিচয় এখনও জানা যায়নি। তাঁদের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রথমে ওই ত রুণ ট্রেন থেকে পড়ে যান। তার পরে ট্রেন থেকে পড়েন ওই তরুণী। ৫০ মিটার দূরত্বের মধ্যে ওই দু’জন পড়ে যান বলে জানান প্রত্যক্ষদর্শীরা। রেলপুলিশ মৃতদের পরিচয় জানার চেষ্টা করছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বুধবার ওই তরুণ-তরুণী অসম শিলঘাট টাউন-চেন্নাই তম্বরমগামী নগাঁও এক্সপ্রেসে ছিলেন। সাঁইথিয়া-অন্ডাল রেলপথের সাঁইথিয়ার মাঠপলশা ১৩ নম্বর রেলগেটের কাছে প্রথমে ট্রেন থেকে পড়ে যান এক তরুণ। পরক্ষণেই পড়ে যান এক তরুণী। মাত্র ৫০ মিটারের দূরত্বে দুজনে ট্রেন থেকে পড়ে গিয়েছে বলে জানা যায়। রেল পুলিশের অনুমান,তরুণের বয়স ৩০ বছরের কাছাকাছি। তরুণীর বয়স ২০-২১ বছর। একই ট্রেন থেকে দুজনে একইভাবে কী করে পড়ে গেল তা জানার চেষ্টা করছে পুলিশ।

এক প্রত্যক্ষদর্শী জানান, ট্রেন সিউড়ি থেকে সাঁইথিয়ার দিকে যাচ্ছিল। আচমকাই ট্রেন থেকে একজনকে পড়ে যান। রেলগেট পার করতে না করতেই আরও একজন মহিলা যাত্রী পড়ে যান। ২জনেই ঘটনাস্থলে মারা গিয়েছেন। রেল পুলিশের অনুমান দুজনে আত্মঘাতী হয়েছেন। মৃতরা সম্পর্কে স্বামী-স্ত্রী হতে পারেন। আত্মহত্যার সম্ভাবনাই সব থেকে বেশি বলে মনে করা হচ্ছে। মৃতদের পরিচয় জানতে পারা গেলে বিষয়টি আরও পরিষ্কার হবে বলে জানা গিয়েছে।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

গৃহবধুকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগে গ্রেফতার যুবক

উচ্চশিক্ষার জন্য তেহরানে গিয়ে আটকে বসিরহাটের যুবক, চিন্তায় ঘুম উড়েছে পরিবারের

বালিতে ড্রেন আটকে বিশালাকার নির্মাণ, মুখমন্ত্রীর দফতরে জানাতেই ২৪ ঘন্টার মধ্যে অ্যাকশন

‘১০০ দিনের কাজের বকেয়া টাকা চাই’, হাইকোর্টের রায়ের পর সুর চড়ালেন মমতা

দক্ষিণবঙ্গের ১০ জেলায় শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস

ভর্তির পোর্টালে আবেদনে কতটা সাড়া? ক্লাস কবে থেকে?

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ