এই মুহূর্তে




হাড়হিম পরিণতি! মায়ের চোখ এড়িয়ে পুকুরে নেমে মৃত শিশু, আশঙ্কাজনক ১

নিজস্ব প্রতিনিধি, শান্তিপুর : অত্যন্ত চঞ্চল হওয়ায় সবসময় দুই ছেলেকে নজরে রাখতেন মা। চোখের নজরের বাইরে যেতে দিতেন না। কিন্তু মায়ের অজান্তেই চোখ এড়িয়ে দুষ্টুমির দাম দিতে হল প্রাণ দিয়ে। মায়ের চোখ এড়িয়ে পুকুরে নেমে তলিয়ে গেল ২ ভাই। এক ভাইয়ের প্রাণরক্ষা হলেও, অন্য়জন প্রাণ হারিয়েছে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে নদিয়ার শান্তিপুরে।

জানা গিয়েছে, শুক্রবার  সাতসকালে নদিয়ার শান্তিপুরে ৩ বছরের ভাইকে নিয়ে পুকুরের জলে নেমেছিল বছর পাঁচের শুভম। হাতে পায়ে দস্যি বলেই পরিচিতি শুভমের। তাই বাড়ির লোক সবসময় চোখে চোখে রাখত। শুক্রবার ফাঁক বুঝে ৩ বছরের ভাই শুভজিৎকে নিয়ে চুপিচুপি বাড়ি থেকে বের হয়ে যায় শুভম। শান্তিপুর থানার ৫ নম্বর ওয়ার্ডের বাঘাযতীন পাড়া লেনে বাড়ির কাছেই একটি পুকুরে নামে তারা। স্নান করতে নেমে তলিয়ে যায় শুভম রায় (৫) ও শুভজিৎ রায় (৩)। বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজ শুরু করে। এরপরেই প্রতিবেশীরা তাদের পুকুরের জলে ভাসতে দেখেন। ২জনকেই উদ্ধার করে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসকরা বড় ভাই শুভমকে মৃত ঘোষণা করেন। ছোট ভাই শুভজিৎ আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন ওই হাসপাতালে।

শিশু মৃত্যুর জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে শান্তিপুর থানার পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। শিশুদের পুকুরে নামার পিছনে অন্য কোনও কারণ রয়েছে কিনা সেটাও খোঁজ করা হচ্ছে। পরিবারের সদস্য ও প্রতিবেশীদের সঙ্গে কথা বলছেন পুলিশ আধিকারিকরা।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বাংলার মনীষীদের কলুষিত করতে চাইছে বিজেপি, কটাক্ষ শশী পাঁজার

SIR আবহে তপ্ত ঠাকুর বাড়ি, একদিকে আমরণ অনশন অপরদিকে CAA তে আবেদনের পাল্টা প্রচার ক্যাম্প

২২ জন দরিদ্র যুবক-যুবতীকে বিবাহ বন্ধনে আবদ্ধ করল গণবিবাহের ছাদনাতলা

সামনেই বার্ষিক পরীক্ষা, স্কুলের সব শিক্ষকই ব্যস্ত SIR-র কাজে, চিন্তায় অভিভাবকরা

SIR আতঙ্কে ফের মুর্শিদাবাদে আত্মঘাতী ১ মহিলা, ঝাঁপ দিলেন মালগাড়ির সামনে

কলকাতার ৩৪ নম্বর ওয়ার্ডে অসুস্থ বিএলও, ভর্তি হাসপাতালে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ