এই মুহূর্তে

বাড়িতে কার অধিকার? স্বামীর মৃত্যুর পরে হাতাহাতি- ভাঙচুর ২ স্ত্রীর

নিজস্ব প্রতিনিধি: মৃত্যু হয়েছে স্বামীর (HUSBAND)। এরপরেই কার বাড়ি তা নিয়ে ‘যুদ্ধ’ বাধল ২ স্ত্রীর (WIFE) মধ্যে! দু’জনেরই দবি এই বাড়ি ‘শুধু তাঁর স্বামীর’। জানা গিয়েছে, স্বামীর বাড়িতে (HOUSE) লাগানো ছিল তালা। হঠাৎ তালা ভাঙতে শুরু করেন দ্বিতীয় স্ত্রী। খবর পেয়ে প্রথম স্ত্রী ছুটে আসেন এলাকায়। সঙ্গে নিয়ে আসেন স্ত্রী হওয়ার ‘প্রমাণ’। নদিয়া জেলার ঘটনা। এই ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য।

স্বামীর নাম মনোজ কুমার বিশ্বাস। বাড়ি চাকদা থানার কামালপুরে। কর্মসূত্রে বাড়ি ভাড়া নিয়ে তিনি থাকতেন মদনপুরের একটি ভাড়াবাড়িতে। গত ৩ মে ক্যান্সার আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর। পূর্ত দফতরে কাজ করতেন তিনি। অবসরও হয়েছিল তাঁর। জানা গিয়েছে, চাকদা পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের ওপর ৫ কাঠা জমিতে থাকা একটি বাড়ি নিয়েই বচসা। ওই বাড়িতে এসে তালা ভেঙে থাকতে শুরু করেছিলেন অঞ্জু বিশ্বাস। তাঁর দাবি, তিনি দ্বিতীয় স্ত্রী। প্রথম স্ত্রী চায়না বিশ্বাস তা মানতে নারাজ। প্রতিবেশীরা ওই ঘরে অপরিচিত মহিলা দেখে খবর দেন স্থানীয় কাউন্সিলর মৌমিতা ভট্টাচার্যকে। কাউন্সিলর দ্বিতীয় স্ত্রী দাবি করা মহিলাকে বাড়ি থেকে বের করে আবার তালা ঝুলিয়ে দিয়েছেন ওই বাড়িতে। ঘটনাস্থলে পুলিশও এসেছিল।

প্রথম স্ত্রী বলেন, তাঁর স্বামীর মৃত্যুর পর তিনি ছেলেকে নিয়ে থাকেন মদনপুরের বাড়িতে। জে ঘর নিয়ে ঝামেলা সেই ঘর পুর প্রকল্পের। তিনি বিয়ের প্রমাণ ও স্বামীর পেনশনের নথিও জমা দিয়েছেন কাউন্সিলরের কাছে। জানিয়েছেন, ঘর দখল মুক্ত করার আবেদন। দ্বিতীয় স্ত্রী দাবি করা মহিলা বলেন, তাঁর স্বামীর ঘর। তাই তিনিই থাকবেন।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ওই ঘরে তালা লাগানো থাকবে। বিয়ের নথি দেখিয়ে আদালতের নির্দেশ দেখালেই ওই ঘরে থাকা যাবে।

এই প্রসঙ্গে কাউন্সিলর জানান, চায়না বিশ্বাস বিয়ের নথি ও উপযুক্ত কাগজ জমা দিয়েছেন। অঞ্জু বিশ্বাস নামে এক মহিলা নিজেকে দ্বিতীয় স্ত্রী দাবি করে ওই ঘরের দখল নিয়েছিলেন। তাঁদের ঘর থেকে বের করে তালা লাগিয়ে দেওয়া হয়েছিল। তারপরেও বুধবার অঞ্জু বিশ্বাস বাড়ির তালা ভাঙতে শুরু করেন। অসংলগ্ন কথাও বলেন। এরপরে পুলিশ ডাকা হয়।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ঘাটাল লোকসভা জিততে গেলে মানুষের ভালোবাসা আদায় করতে হবে: দেব

কৃষ্ণনগরে আবার ইডি এলে সরপুরিয়া খেয়ে যাবে, খোঁচা মহুয়ার

শেখ শাহজাহানের জামিনের আর্জি খারিজ, জেল হেফাজতের নির্দেশ

রাজ্যে বিশেষ পর্যবেক্ষকের দায়িত্বে অলোক সিনহা

চাই পুরসভা, চাই পূর্ণাঙ্গ থানা, গলা তুলছে আমোদপুর

নির্বাচন কমিশনকে ‘মেসো’ বলে কটাক্ষ দিলীপের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর