এই মুহূর্তে




২৩ নভেম্বর আবারও ৮ ঘন্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, গাড়ি ঘুরবে কোন দিক দিয়ে?

নিজস্ব প্রতিনিধি: আবারও বন্ধ বিদ্যাসাগর তথা দ্বিতীয় হুগলি সেতু। রক্ষণাবেক্ষণের কাজের জন্যে আগামী ২৩ নভেম্বর রবিবার ৮ ঘন্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু। সূত্রের খবর, ওইদিন সকাল ৬টা থেকে ২টো পর্যন্ত প্রায় ৮ ঘণ্টা কোনও যান চলাচল করবে না। লালবাজারে তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে যে, এজেসি রোড থেকে যে সকল গাড়িগুলি সেতু অভিমুখে আসবে সেগুলোকে টার্ফ ভিউ থেকে গ্রেড রোড–হেস্টিংস ক্রসিং হয়ে ঘুরিয়ে দেওয়া হবে। ওই গাড়িগুলি হাওড়া ব্রিজ বা খিদিরপুরের দিকে কেপি রোড ধরতে পারবে। এছাড়া খিদিরপুর–সিজিআর রোড থেকে সেতুর দিকে যাওয়া সসস্ত গাড়িকে হেস্টিংস ক্রসিং থেকে বাঁদিকে ঘুরিয়ে সেন্ট জর্জেস গেট রোড–স্ট্র্যান্ড রোড–হাওড়া ব্রিজ রুটে পাঠানো হবে। হেস্টিংস, সিজিআর রোড, স্ট্র্যান্ড রোড-সহ গুরুত্বপূর্ণ মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে। Y-পয়েন্টে র‍্যাম্প দিয়ে বিদ্যাসাগর সেতুতে যাওয়া সকল ধরণের যানবাহন y থেকে ডাইভার্ট করা হবে। হাওড়া ব্রিজের জন্য কে.পি. রোডের পয়েন্ট L1 ফার্লং গেটের দিকে যাবে। যাত্রিবাহী গাড়িও এই পথেই ঘুরবে।

তবে কোলাঘাট থেকে যে সব পণ্যবাহী গাড়ি কলকাতার দিকে আসবে, সেগুলিকে ধূলাগড় টোলপ্লাজা হয়ে নিবেদিতা সেতু বা বিবেকানন্দ সেতু ধরতে হবে। আর ডানকুনি থেকে যে সব পণ্যবাহী গাড়ি কলকাতায় আসবে, সেগুলিকে মাইতিপাড়া হয়ে নিবেদিতা সেতু ধরতে হবে। অন্যদিকে হাওড়া থেকে কলকাতায় যেতে হলে হাওড়া (রবীন্দ্র) সেতু ধরে কলকাতার দিকে যেতে হবে। সেক্ষেত্রে মন্দিরতলা, বেতাইতলা ক্রসিং, সরসীবালা স্কুল ক্রসিং থেকে ঘুরিয়ে (ডাইভারশন) দেওয়া হতে পারে। উল্লেখ্য, গত ১৬ নভেম্বরও প্রায় ১৬ ঘন্টা বন্ধ ছিল বিদ্যাসাগর সেতু তথা দ্বিতীয় হুগলি সেতু। সেই সময়টায় কোনও যানবাহন চলাফেরা করতে পারেনি বিদ্যাসাগর সেতু দিয়ে। যেহেতু এই সেতুটি, অন্যতম ব্যস্ততম একটি যাতায়াতের রাস্তা, তাই সপ্তাহের ছুটির দিনেই সেতুর কাজের সময় নির্ধারণ করা হয়। তাই আবারও আগামী রবিবার ৮ ঘন্টা বন্ধ থাকছে এই সেতু। গত কয়েক মাসে ব্রিজের রক্ষণাবেক্ষণের কাজের জন্যে একাধিকবার বন্ধ রাখা হয়েছে বিদ্যাসাগর সেতু।

বর্তমানে দ্বিতীয় হুগলি সেতু মুলত হুগলি রিভার ব্রিজেস কমিশনার্স (HRBC)-এর অধীনে রক্ষণাবেক্ষণ হয়। ১৯৬৯ সালে এই ব্রিজটি প্রতিষ্ঠিত হয়েছিল। গত ৯ নভেম্বর প্রায় ৯ ঘন্টা ব্রিজ বন্ধ ছিল। গত ৩১ অক্টোবরেও ৮ ঘণ্টা বন্ধ রাখা হয়েছিল বিদ্যাসাগর সেতু। জানা গিয়েছে, সেদিন ব্রিজের স্টে ও হোল্ডিং ডাউন পাল্টানো হয়েছে। এছাড়া গত ১১ অক্টোবরও বন্ধ ছিল দ্বিতীয় হুগলি সেতু। সেদিন ভোর ৫টা থেকে সকাল ৯টা পর্যন্ত মোট চার ঘন্টা এবং রবিবার বিকেল ৩টে থেকে রাত্রি ৮টা পর্যন্ত মোট পাঁচ ঘন্টা এই সেতু বন্ধ রাখা হয়েছিল। সাধারণত সপ্তাহের অন্যান্য দিনগুলিতে দ্বিতীয় হুগলি সেতুর ওপর যান চলাচলের চাপ অনেক বেশি থাকে। সেই তুলনায় রবিবার সেই চাপ অনেক কম থাকে। সেই জন্যই সেতু রক্ষনাবেক্ষণ সংক্রান্ত কাজের জন্য ছুটির দিনকেই বেছে নেওয়া হয়। এবারও অন্যথা হল না।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

কালির আঁচড়টুকু নেই কারও পেটে, ৮৭১ জন গ্রামবাসীর SIR ফর্ম একাই পূরণ করলেন পঞ্চায়েত সদস্য

SIR আবহে সোমবার অভিষেকের মেগাবৈঠক! কী নিয়ে আলোচনা?

SIR-এর প্রতিবাদে ফের পথে মমতা

২০০২ সালের ভোটার তালিকায় নাম নেই, SIR আতঙ্কে কোলাঘাটে মৃত্যু ৮৩ বছরের বৃদ্ধার

সোমবার নবম দশমের শিক্ষক নিয়োগের ফল প্রকাশ করবে এসএসসি

বরানগরে পরিবহণকর্মীকে লক্ষ্য করে গুলি, লক্ষ্যভ্রষ্ট হওয়ায় প্রাণরক্ষা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ