এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

ICDS কেন্দ্রে বাসি খিচুড়ি নিয়ে ধুন্ধুমার কাণ্ড রায়গঞ্জে

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: অঙ্গনওয়াড়ি কেন্দ্র বা ICDS Center-এ খেতে দেওয়া হচ্ছে বাসি খিচুড়ি। আর সেই অভিযোগকে ঘিরে ধুন্ধুমার কাণ্ড উত্তরবঙ্গের(North Bengal) উত্তর দিনাজপুর(Uttar Dinajpur) জেলার রায়গঞ্জের একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। স্থানিয় বাসিন্দা তথা অভিভাবকদের অভিযোগ, রান্নার সঙ্গে বাসি খিচুড়ি(Stale Khichuri) মিশিয়ে খাওয়ানো হচ্ছে বাচ্চাদের। বিষয়টি হাতেনাতে ধরে ফেলেছেন তাঁরা। তার পরই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিক্ষিকা(Teacher), সহায়িকার গায়ে সেই বাসি খিচুড়ি ছুঁড়ে দেন তাঁরা। ঘটনা ঘিরে তুমুল শোরগোল রায়গঞ্জ ব্লকের বড়ুয়া গ্রাম পঞ্চায়েতের গৈতর কেন্দ্রে। অভিভাবকদের অভিযোগ, শনিবারের বাসি খাবার প্রায়শয়ই সোমবার খাওয়ানো হয় বাচ্চাদের। আর এই সপ্তাহে সোমবার ছুটি থাকায় আজ, মঙ্গলবার সেই শনিবারের বাসি খাবার আজকের রান্নায় মেশানো হয়েছে।

জানা গিয়েছে, ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে প্রায়শই শিশুদের বাসি খিচুড়ি দেওয়া হয়। এমনকি শনিবার থেকে পাত্রে জমে থাকা খিচুড়ি সোমবারও বিতরণ করা হয় বলে অভিযোগ। এরপর মঙ্গলবারও সেই ৩ দিন ধরে পাত্রে জমে থাকা খিচুড়ি বিতরণ করতে গেলে হাতেনাতে ধরে ফেলেন এলাকাবাসীরা। এরপর কর্মীদের সঙ্গে গ্রামবাসীদের বচসা বাধে। বাসি খিচুড়ি ফেলে দিতে গেলে ওই খিচুড়ির বালতি কেড়ে নিয়ে হাতা দিয়ে কর্মীদের মাথায় ও শরীরে ঢেলে দেন বিক্ষোভকারীরা। বহু চেষ্টা করেও তাঁদের আক্রমণ থেকে নিজেদের রক্ষা করতে পারেননি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী তথা শিক্ষিকা বিজলি সিংহ ও আরেক মহিলা কর্মী। তাঁদের মাথায়, গায়ে খিচুড়ি ভর্তি হয়ে যায়। যদিও বাসি খাবার দেওয়ার দায় সহায়িকার ওপর চাপিয়েছেন বিজলি সিংহ। তাঁর মন্তব্য, ‘আমি এভাবে খাবার মিশিয়ে দিতে বারণ করি। তবুও রাঁধুনি এমনটা করে। এতে আমার কোনও দোষ নেই। আমি অভিভাবকদের সেটাই বুঝিয়ে বলার চেষ্টা করেছি।’

স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সদস্যাও জানিয়েছেন, এই কেন্দ্রের কর্মীদের বিরুদ্ধে একাধিকবার এই অভিযোগ এসেছে। তাই এদের অন্যত্র স্থানান্তরিত করার দাবি জানিয়েছেন তিনি। খবর পেয়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এসে ঘটনার তদন্ত শুরু করেছেন সুসংহত শিশু বিকাশ প্রকল্পের আধিকারিকরা। তাঁরা জানিয়েছেন, ‘এই ঘটনার জন্য যে বা যারা জড়িত তাঁদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ করা হবে। বিজলি সিংহ দাবি করেছেন তিনি আগে এই ধরনের ঘটনা ঘটতে দেখেছেন। রাঁধুনিদের এই ধরনের কাজ করতেও নিষেধ করেছেন। কিন্তু এই বিষয়ে উনি আমাদের কিছু জানাননি। কেন উনি এই ধরনের ঘটনা চেপে গেলেন সেটাও খতিয়ে দেখা হবে।’

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

কোন্নগরে বৃদ্ধার মৃতদেহ আগলে বসে স্ত্রী-মেয়ে, এলাকায় ছড়াল দুর্গন্ধ

তিন দিন ধরে আত্মজার মৃতদেহ আগলে, অবশেষে বুধবার মৃত্যুর কোলে ঢলে পড়লেন গর্ভধারিনী

তৃণমূল-কংগ্রেসের মধ্যে সংঘর্ষ, চলল গুলি ! ভোটের আগেই উত্তপ্ত খড়গ্রাম   

রায়গঞ্জে ভোঁতা হল ভিক্টর অস্ত্র, সংখ্যালঘুরা জোড়াফুলেই

‘চোরে চোরে মাসতুতো ভাই’, অধীরকে তোপ অভিষেকের

‘ইন্ডিয়া’র বড় গদ্দার উনি, সকালে বিজেপির পা ধরেন, বিকেলে সিপিএমের পা ধরেন’, আক্রমণ মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর