এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

কেন্দ্রের চাপে বাংলায় বাতিল হচ্ছে ৫ লক্ষ ভুয়ো জবকার্ড

নিজস্ব প্রতিনিধি: সৌজন্যের আবহের মধ্যেই এবার কড়া ডোজ। ১০০ দিনের কাজের প্রকল্পকে(100 Days Work Project) ঘিরে কেন্দ্র সরকারের পাঠানো প্রতিনিধি দলের চোখে পড়েছিল বেশ কিছু অনিয়মের ছবি। সেই সব অনিয়মের ঘটনা তাঁরা তাঁদের রিপোর্টে তুলেও ধরেন কেন্দ্রের সামনে। সেই রিপোর্টে উঠে আসা অনিয়মগুলি শুধরে নিতে কেন্দ্র চিঠি পাঠায় রাজ্যকে। সেই সব সুপারিশের অন্যতম ছিল ১০০ দিনের কাজের প্রকল্পে ভুয়ো জবকার্ড(Fake Job Card) বাতিল করা। কেননা কেন্দ্রের পাঠানো প্রতিনিধিদলের পরিদর্শনকালে সামনে উঠে এসেছিল বেশ কিছু জায়গায় কোনও কাজ না করিয়ে শুধুমাত্র ভুয়ো জবকার্ড দেখিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করে নেওয়া হয়েছিল। কেন্দ্রের কড়া বার্তার পরে এবার ওই বিষয়েও কড়া পদক্ষেপ করতে চলেছে নবান্নও(Nabanna)। চলতি অর্থবর্ষে প্রায় ৫ লক্ষ ভুয়ো জবকার্ড বাতিলের পথে হাঁটা দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সরকার। নবান্ন সূত্রে জানা গিয়েছে ইতিমধ্যেই ৪০ হাজার এই রকমের ভুয়ো জবকার্ড চিহ্নিত করে তা বাতিল করেছে রাজ্য সরকার।

আরও পড়ুন বাংলায় ৮ হাজার কোটি টাকার জিএসটি প্রতারণা, গলদ আইনেই

নবান্ন সূত্রে জানা গিয়েছে, কেন্দ্র থেকে স্পষ্ট নির্দেশ এসেছে, ১০০ দিনের কাজের প্রকল্পে যাদের কাজ পাওয়া উচিত তাঁদের কাজ পাওয়া সুনিশ্চিত করতে হবে রাজ্য সরকারকে। তাই সেই নির্দেশ মেনেই প্রকৃত উপভোক্তাদের বেশি করে কাজ দিতে রাজ্য সরকারের তরফেও জেলা প্রশাসনগুলিকে নির্দেশ পাঠিয়ে দেওয়া হয়েছে। সেই সঙ্গে নির্দেশ গিয়েছে জবকার্ড নিয়ে সমীক্ষা করার। ভুয়ো উপভোক্তার নামে থাকা ভুয়ো জবকার্ড যাতে অবিলম্বে বাতিল হয় তার জন্য পদক্ষেপ করতে। একই সঙ্গে প্রকৃত উপভোক্তাদের কাজ দেওয়ার ক্ষেত্রে যেন স্বচ্ছতা থাকে, সেই বিষয়েও গ্রাম পঞ্চায়েতগুলিকে নজর রাখতে বলে দেওয়া হয়েছে। এই বিষয়ে বাড়ি দায়িত্ব দেওয়া হয়েছে প্রতিটি ব্লকের যুগ্ম-বিডিওদের। বাংলায় এখন প্রায় দেড় কোটি সক্রিয় জবকার্ড রয়েছে।

আরও পড়ুন রেশন দোকান আর ডিলারদের সম্পত্তি নয়, আইন আনছে কেন্দ্র

মূলত পরিবারের প্রধান বা কর্তাস্থানীয় ব্যক্তির নামে ১০০ দিনের প্রকল্পের সঙ্গে জড়িত এই জবকার্ড ইস্যু করা হয়। তবে পরিবারের প্রতিটি সদস্যই এর আওতায় থাকে। কাজের মজুরি অবশ্য সরাসরি জমা পড়ে যার যার ব্যাঙ্ক অ্যাকাউন্টে। নবান্নের আধিকারিকদের দাবি, প্রতি বছরই বেশ কিছু জবকার্ড বাতিল হয়। গ্রাম থেকে কেউ শহরে পাকাপাকি ভাবে চলে এলে বা অন্য কোনও এলাকায় চলে গেলে। যারা মারা যান তাঁদের কার্ডও বাতিল হয়। কেউ হয়তো অন্য কোনও কাজে ঢুকে যায়, তাঁদের কার্ডও বাতিল হয়। তবে এবার বিশেষ অগ্রাধিকার সহকারে এই কাজ করা হবে। প্রতিটি ক্ষেত্রে উপভোক্তাদের ডেকে শুনানির পর নাম বাতিল করার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে। উল্লেখ্য, কেন্দ্রের প্রতিনিধিদল যখন বিভিন্ন এলাকা পরিদর্শন করেছিলেন সেই সময় তাঁদের চোখে পড়েছিল যাদের এলাকায় কোনও অস্তিত্বই নেই তাঁদের নামেও ১০০ দিনের জবকার্ড ইস্যু করা হয়েছে এবং সেই সব কার্ডের নামে নিয়মিত মজুরিও জমা পড়ে।  

আরও পড়ুন ‘কলকাতার নরেন, গুজরাটের মোদি’, বেফাঁস মন্তব্য রাহুল সিনহার

যদিও রাজ্য পঞ্চায়েত দফতরের আধিকারিকদের একাংশের দাবি, যে ৫ লক্ষ ভুয়ো জবকার্ডের কথা বলা হচ্ছে তার সবটাই ভুয়ো নয়। অনেকেই গ্রাম ছেড়ে শহরে গিয়েও কার্ড বাতিল করেননি। কেউ আবার অন্য গ্রামে বা অন্য কাজে যোগ দিয়েও কার্ড বাতিল করেননি। কোথাও আবার মৃত ব্যক্তির নামে থাকা কার্ড বাতিল হয়নি। এইরকম কিছু ঘটনা অবশ্যই ঘটেছে। এটা দুর্নীতি নয়। আর বেশিরভাগ কার্ড যা ভুয়ো বলে দাবি করা হচ্ছে তা আদতে আধার কার্ডের সঙ্গে সংযুক্ত করা হয়নি। জবকার্ডের সঙ্গে আধার সংযুক্তির কারণে অকার্যকর কার্ড বাতিল করা যাচ্ছে না। এই সমস্যা দূর করতে আধার সংযুক্তি সংক্রান্ত নিয়ম শিথিল করার আবেদন জানিয়ে কেন্দ্রকে চিঠি দেওয়া হবে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘উত্তরবঙ্গের ভোটে দুষ্টুমি হচ্ছে! আমি খবর পাচ্ছি’, অভিযোগ মমতার

ভোট মিটলেই দুয়ারে সরকার, ঘোষণা মমতার, নজরে রেশন কার্ড

নির্বাচন কমিশনের নির্দেশে নাকা চেকিং ইংলিশ বাজারে, ধরা পড়লো প্রচুর পরিমাণ মদ

বোলপুরে যুবকের সঙ্গে প্রণয়ের জের, গৃহবধূর মাথার চুল কেটে ঘরছাড়া করলেন গ্রামবাসীরা

‘২০০টা আসনও পাবে না বিজেপি, সব সমীক্ষা ভুয়ো’, দাবি মমতার

‘বুথের বাইরে কেন অশান্তি?’, মুখ্য নির্বাচনী আধিকারিককে ফোন ডেপুটি নির্বাচন কমিশনারের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর