এই মুহূর্তে




বিবাদের জেরে অসুস্থ স্বামীকে খুন স্ত্রী’র, এলাকায় প্রবল চাঞ্চল্য




নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: খুনের ঘটনা ঘটল বাঁকুড়া জেলার ছাতনা ব্লকে। বুধবার দুপুরের দিকে ছাতনার কাঁটাপাহাড়ি গ্রামে ঘটনাটি ঘটে। স্বামী স্ত্রীর মধ্যে বিবাদজনিত কারণের জেরেই এই খুন বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কাঁটাপাহাড়ি গ্রামের এক দম্পতির মধ্যে পারিবারিক বিষয়কে কেন্দ্র করে বাদানুবাদ শুরু হয়। প্রতিবেশীরা জানিয়েছেন দু’জনের মধ্যে প্রায়ই অশান্তি হত। কিন্তু বুধবার কিছু বাড়াবাড়িই হয়। চিৎকার চেঁচামেচি শোনা যাচ্ছিল বাইরে থেকেও। আচমকা স্ত্রী মায়া মাল (৫৭)-এর হাতে খুন হন স্বামী জিতেন মাল (৬০)।

জানা গিয়েছে, বৃদ্ধ জিতেন মাল দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। বুধবার হঠাৎই তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একসময় আর ধৈর্য্য রাখতে না পেরে স্বামীর গলায় কাটারির কোপ বসিয়ে দেন মায়া। গলায় কাটারির কোপ পড়তেই মাটিতে লুটিয়ে পড়েন জিতেন। এই ঘটনায় মায়ের বিরুদ্ধে ছাতনা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন দম্পতির ছেলে উজ্জল মাল।

দায়ের করা অভিযোগের পরিপ্রেক্ষিতে ছাতনা থানার পুলিশ এসে অভিযুক্ত মহিলাকে গ্রেফতার করে নিয়ে যায়। ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার সকালে অভিযুক্ত মায়া মালকে বাঁকুড়া জেলা আদালতে পাঠিয়েছে ছাতনা থানার পুলিশ।

প্রতিবেশীরা ভাবতেই পারছেন না ক্রোধে অন্ধ হয়ে প্রৌঢ়া মায়া মাল এমন ঘটনা ঘটাবেন। তাঁদের বক্তব্য, ঝগড়া অশান্তি কোন স্বামী স্ত্রীর মধ্যে না হয়। অশান্তি হয়, আবার মিলমিশও হয়ে যায়। তাই বলে রাগের বশে এইভাবে গলায় কাটারির কোপ মেরে খুন, ভাবতেই শিউড়ে উঠছেন প্রতিবেশীরা। সেই সঙ্গে সকলেই মনে করছেন অপরাধ যেমন করে ফেলেছেন, তেমন শাস্তিও পাওয়া উচিত।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

হরিহরপাড়ায় পুলিশের হানা, আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার দুষ্কৃতি

পাথরপ্রতিমার নদী বাঁধে ধস, ঘর ছাড়ার আতঙ্কে প্রহর গুনছেন বাসিন্দারা

সৌদি আরবে আটকে রয়েছেন বাংলার ৬০ শ্রমিক, দেশে ফেরানোর কাতর আর্জি

৩১ মে দু’দিনের বঙ্গ সফরে আসছেন অমিত শাহ, যাবেন বাংলাদেশ সীমান্তে

ক্যানিংয়ে জলে ডুবে দুই শিশুর মৃত্যু, মৃতদেহ দুটি নিয়ে ৩ ঘন্টা ধরে চলল ঝাড়ফুঁক

‘ভারত আগে ছিল, আগেই থাকবে’, বাড়ি ফেরার পথে জানিয়ে গেলেন পূর্ণম

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ