এই মুহূর্তে




সোনিয়া-রাহুলের সংস্থায় কংগ্রেস নেতাদের অনুদান দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল, দাবি ইডির




নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি এবং সোনিয়া গান্ধির সঙ্গে সম্পর্কিত ইয়ং ইন্ডিয়ান লিমিটেডকে মোটা অঙ্কের অনুদান দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল বলে দাবি করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, ওই নির্দেশ মেনে বিভিন্ন রাজ্যের একাধিক কংগ্রেস নেতা সংস্থাটিতে লক্ষ লক্ষ টাকা অনুদান দিয়েছেন। শুধুমাত্র তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্থ রেড্ডির নির্দেশে ওই রাজ্যের কংগ্রেস নেতারা ৮০ লক্ষ টাকা অনুদান দিয়েছিলেন। ন্যাশনাল হেরাল্ড মামলায় আর্থিক কেলেঙ্কারি ধামাচাপা দিতেই সুপরিকল্পিতভাবে এমন ঘটনা ঘটানো হয়েছিল। যদিও ইডির অভিযোগ খারিজ করে কংগ্রেস মুখপাত্র পবন খেড়া পাল্টা বলেছেন, ‘গঞ্জিকা সেবন করে নিত্যনতুন গল্প সাজাচ্ছেন ইডির তদন্তকারীরা।’

ইয়ং ইন্ডিয়ান লিমিটেড ন্যাশনাল হেরাল্ড সংবাদপত্রের প্রকাশক অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেডের কাছ থেকে মাত্র ৫০ লক্ষ টাকার বিনিময়ে ২০০০ কোটি টাকার সম্পদ হাতিয়ে নিয়েছে বলে প্রথমে অভিযোগ তুলেছিলেন বিজেপি নেতা তথা গান্ধি পরিবারের কট্টর সমালোচক সুব্রহ্মণ্যম স্বামী। তাঁর অভিউযোগের প্রেক্ষিতেই অর্থ পাচার মামলা রুজু করে তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় আর্থিক তদন্তকারী সংস্থা ইডি। আদালতে দাখিল করা চার্জশিট বা অভিযোগপত্রে ইডি দাবি করেছে, ‘ইয়ং ইন্ডিয়ান লিমিটেডে যে লক্ষ-লক্ষ টাকা অনুদান বাবদ জমা হয়েছে তার সরাসরি সুবিধাভোগী ছিলেন সোনিয়া ও রাহুল গান্ধি। জমা পড়া অনুদানের বড় অংশ তেলঙ্গানা থেকে এসেছে। তৎকালীন বিধায়ক এবং বর্তমান মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির নির্দেশে রাজ্যের চার জন কংগ্রেস নেতা ২০২২ সালে ইয়ং ইন্ডিয়ানকে ৮০ লক্ষ টাকারও বেশি অনুদান দিয়েছিলেন। তাদের মধ্যে  ২০১৯ সালের লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী গালি অনিল কুমার ২০২২ সালের জুন মাসে ২০ লক্ষ টাকা অনুদান দিয়েছিলেন। প্রাক্তন বিধায়ক আলী শাব্বিরও ২০ লক্ষ টাকা অনুদান দিয়েছিলেন। এছাড়া তৎকালীন তেলেঙ্গানা কংগ্রেসের কোষাধ্যক্ষ পি সুদর্শন ১৫ লক্ষ টাকা এবং তেলঙ্গানা কংগ্রেসের তৎকালীন কার্যকরী সভাপতি ২৫ লক্ষ টাকা দিয়েছিলেন। সমস্ত অনুদান এক মাসের মধ্যে দেওয়া হয়েছিল।ইডির তরফে দাবি করা হয়েছে, শুধু তেলঙ্গানায় নয় একই ঘটনা ঘটেছে কর্নাটক ও পঞ্জাবেও। প্রাক্তন কেন্দ্রীয় রেলমন্ত্রী তথা প্রবীণ কংগ্রেস নেতা পবন বনশল ২০২২ সালের এপ্রিল মাসে কর্নাটক প্রদেশ কংগ্রেস সভাপতি ডি কে শিবকুমার এবং তার ভাই সাংসদ ডি কে সুরেশকে ২৫ লক্ষ টাকা করে অনুদান দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। একই মাসে শিবকুমারের সঙ্গে যুক্ত ন্যাশনাল এডুকেশন ট্রাস্টও ইয়ং ইন্ডিয়ানকে ২ কোটি টাকা চাঁদা দিয়েছিল। পঞ্জাবে গত বিধানসভা ভোটে কংগ্রেসের টিকিটে লড়া অমিত ভিজ ২০১৫ সালে তিনটি পৃথক কিস্তিতে ৩.৩০ কোটি টাকা অনুদান দিয়েছিলেন।

ইডির এক আধিকারিক জানিয়েছেন, সামনের সপ্তাহগুলোতে ইয়ং ইন্ডিয়ান লিমিটেডকে অনুদান দেওয়া ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হবে। তাদের জেরা করে যে তথ্য পাওয়া যাবে তা অতিরিক্ত চার্জশিটে সংযুক্ত করা হবে। উল্লেখ্য ন্যাশনাল হেরাল্ড মামলায় দায়ের করা চার্জশিটে সোনিয়া গান্ধিকে এক নম্বর ও রাহুল গান্ধিকে দুই নম্বর অভিযুক্ত হিসাবে দেখানো হয়েছে।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

একদিনেই ৫ ড্রিমলাইনার বিমান উড়ান বাতিল এয়ার ইন্ডিয়ার, আতঙ্কিত যাত্রীরা

বেটিং অ্যাপের বিরুদ্ধে কড়া ব্যবস্থা ইডির, নজরে হরভজন, যুবরাজ, রায়নারা

আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় মৃত্যু ভারতীয় ক্রিকেটারের! খেলতেন লিডস মডার্নিয়ান্স ক্লাবে

ফের বিমানে বোমাতঙ্ক, নাগপুরে জরুরি অবতরণ

ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭০ ভরি সোনা, আশি হাজার টাকা, আহমেদাবাদ বিস্ফোরণকাণ্ডের স্বেচ্ছাসেবক কর্মী এয়ার ক্র্যাশেও হিরো

ঠিক যেন আদালত ও একটি মেয়ে, গোপালপুরে বেড়াতে গিয়ে গণধর্ষিতা তরুণী

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ