এই মুহূর্তে




৩ মাসে সবচেয়ে সস্তা রিচার্জ প্ল্যান জিও-র, ২০০জিবি হাই-স্পিড নেটের সুবিধা রয়েছে

নিজস্ব প্রতিনিধি: এয়ারটেল, ভোডাফোন সকলকে টেক্কা দিতে মাঝে মধ্য়েই নিত্য নতুন প্ল্যান আনে জিও। কখনও কম দামে আনলিমিটেড ডেটা, কখনও আনলিমিটেড ডেটার সঙ্গে ওটিটি। অন্যান্য় সংস্থাগুলোর মতো জিও মাঝে মধ্যে দাম বাড়ালেও খুব কম দামে এখনও পরিষেবা দিচ্ছে জিও। নিজের গ্রাহকদের আকৃষ্ট করতে দেশের সবচেয়ে বড় টেলিকম  সংস্থা জিও দিচ্ছে একাধিক সুযোগ।

রিলায়েন্স জিও চলতি বছরের তাদের নবম বার্ষিকীর পর গ্রাহকদের জন্য বেশ কয়েকটি রিচার্জ প্ল্যান অফার করেছিল। গ্রাহকের জন্য তাদের একটি বিশেষ প্ল্যান রয়েছে। ৮৯৯ টাকার এই দুর্দান্ত প্ল্যানে একাধিক সুবিধা দেওয়া হচ্ছে। তার মধ্যে রয়েছে একগুচ্ছ ডেটা ও আনলিমিটেড কলিং এর সুবিধা। বেশ কয়েকটি বড় ব্র্যান্ডের বিনামূল্যে উপহার এবং প্রিমিয়ার সাসক্রিপশন পাওয়া যাচ্ছে।

জিও ৯০০ টাকার পেমেন্টে ৯০ দিনের মেয়াদে প্রতিদিন ২ জিবি হাই স্পিড ডেটা সহ অতিরিক্ত ২০ জিবি ডাটা দেওয়া হচ্ছিল। যার ফলে মোট ২০০ জিবি ডাটা পাওয়া যাচ্ছে। এই প্ল্যানে আনলিমিটেড কলিং এর সুবিধা রয়েছে। প্রতিদিন ১০০ এসএমএস করে পাঠানো যাবে। তবে গ্রাহক যদি জিওর ৫জি নেটওয়ার্কের সঙ্গে যুক্ত থাকেন তাহলে এই প্ল্যান এর মাধ্যমে আনলিমিটেড ৫জি ডেটাও পেতে পারেন। শুধুমাত্র ডেটা কিংবা কলিং নয়, এই প্ল্যানে একাধিক সুবিধা পাওয়া যাবে। যারমধ্যে রয়েছে জিও টিভি, জিও এআই ক্লাউড, দিও হটস্টার এর মত বিনামূল্যে সাবস্ক্রিপশন। এই প্ল্যানে তিন মাসের জন্য জিও হটস্টার বিনামূল্যে পাওয়া যাবে। মোবাইল ও টিভি সাবস্ক্রিপশনে এটি মিলবে। এই প্ল্যানে ১ মাসের JioSaavn Pro সাবস্ক্রিপশন, ৩ মাসের Zomato Gold সাবস্ক্রিপশন এবং ৬ মাসের NetMeds First মেম্বারশিপ সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যাবে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

শীর্ষ ধনী মুকেশ আম্বানি, প্রথমবার ধনকুবেরের তালিকায় শাহরুখ খান, কত টাকার মালিক?

বন্ধ হয়ে যাচ্ছে UPI-এর বিশেষ পরিষেবা, গ্রাহকরা মহা বিপদের সম্মুখীন

অক্টোবরে বাজারে আসছে একাধিক স্মার্টফোন, জেনে নিন

Post Office-র এই স্কিম ‘লক্ষ্মীর ভাণ্ডার’, মাসিক ১,০০০ টাকা জমিয়ে হোন লাখপতি

হাসিনাকে ‘একঘরে’ করতে এবার টেলিগ্রাম-সহ দুই অ্যাপ নিষিদ্ধ করছে ইউনূস সরকার

7000mAh ব্যাটারি, 50 MP ক্যামেরা সহ অবিশ্বাস্য দামে আসছে Realme ফোন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ