এই মুহূর্তে




BHIM App ব্যাবহার করলে মিলছে নিশ্চিত ক্যাশব্যাক! আপনি পেয়েছেন কি?

নিজস্ব প্রতিনিধি: ডিজিটাল পেমেন্টের দুনিয়ায় এবার বড় সুখবর নিয়ে এল ভারতের নিজস্ব পেমেন্ট অ্যাপ BHIM App। দেশীয় প্রযুক্তির ব্যবহার বাড়াতে এবং সাধারণ মানুষকে ডিজিটাল লেনদেনে আরও উৎসাহী করতে তারা শুরু করেছে এক বিশেষ ক্যাম্পেইন, যার নাম দেওয়া হয়েছে ‘Garv Se Swadeshi’। যারা এখনও ডিজিটাল পেমেন্টে অভ্যস্ত নন বা নতুন করে শুরু করতে চান, তাঁদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ!

অফারটি আসলে কী?

এই ক্যাম্পেইনের আওতায় নতুন ইউজারদের জন্য থাকছে আকর্ষণীয় ক্যাশব্যাক অফার। আপনি যদি BHIM App-এ নতুন হন এবং অ্যাপটি ব্যবহার করে নূন্যতম 20 টাকা বা তার বেশি টাকার কোনও লেনদেন বা ট্রানজ্যাকশন করেন, তবে সঙ্গে সঙ্গেই পেয়ে যাবেন ফ্ল্যাট 20 টাকা ক্যাশব্যাক!

শুধু একবার নয়, অফারটি এমনভাবে সাজানো হয়েছে যে একজন ইউজার এক মাসে সর্বোচ্চ 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন।

কোথায় কোথায় মিলবে এই সুবিধা?

আপনার প্রাত্যহিক জীবনের প্রায় সব খরচেই এই অফার প্রযোজ্য হবে। যেমন:

  • মুদি দোকানের বাজার (Grocery)।
  • বাস বা মেট্রোর টিকিট কাটা।
  • মোবাইলে প্রিপেইড রিচার্জ।
  • বিদ্যুৎ বা গ্যাসের বিল মেটানো।
  • পেট্রোল পাম্পে তেল নেওয়া।

কেন এই বিশেষ অফার?

জানলে খুশি হবেন, দেশের তৈরি এই BHIM App দশম বছরে পা দিচ্ছে। এই দশম বর্ষপূর্তি উপলক্ষেই সংস্থাটি নতুন ইউজারদের ডিজিটাল দুনিয়ায় স্বাগত জানাতে এই উদ্যোগ নিয়েছে।

NPCI BHIM Services Ltd (NBSL)-এর এমডি ও সিইও ললিতা নটরাজ এই প্রসঙ্গে খুব সুন্দর একটি কথা বলেছেন। তাঁর মতে, “BHIM মানেই হল-আত্মনির্ভর ভারতের ডিজিটাল আত্মবিশ্বাস। আমাদের এই ‘Garv Se Swadeshi’ ক্যাম্পেইনটি ভারতীয় ইউজারদের চাহিদার কথা মাথায় রেখেই তৈরি। আমরা চাই, যারা প্রথমবার ডিজিটাল পেমেন্ট করছেন, তারা যেন এই প্রযুক্তিতে স্বচ্ছন্দ ও অভ্যস্ত হয়ে ওঠেন।”

নতুন রূপে BHIM App

শুধুমাত্র ক্যাশব্যাক নয়, অ্যাপটিকেও সাজানো হয়েছে নতুনভাবে।

  • এটি এখন 15-টিরও বেশি ভারতীয় ভাষায় ব্যবহার করা যায়।
  • সবচেয়ে বড় স্বস্তির বিষয় হল, এতে কোনও বিজ্ঞাপন নেই(No Ads)।
  • যাদের এলাকায় ইন্টারনেট কানেকশন বা নেটওয়ার্ক একটু দুর্বল, তারাও এটি স্বচ্ছন্দে ব্যবহার করতে পারবেন।
  • যুক্ত হয়েছে বেশ কিছু স্মার্ট ফিচার—যেমন বন্ধুদের সঙ্গে খরচ ভাগ করে নেওয়া (Bill Split), Family Mode, নিজের খরচের হিসাব রাখা (Expense Analysis) এবং UPI Circle

একটি গর্ব করার মতো তথ্য জেনে রাখুন। সাম্প্রতিক IMF রিপোর্ট অনুযায়ী, বর্তমানে সারা বিশ্বে যত রিয়েল-টাইম ডিজিটাল পেমেন্ট হয়, তার প্রায় 49% বা অর্ধেকই হয় আমাদের UPI-এর মাধ্যমে! প্রযুক্তির এই দৌড়ে ভারত এখন ব্রাজিল, থাইল্যান্ড, চিন এবং দক্ষিণ কোরিয়া-র মতো দেশকেও পেছনে ফেলে দিয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মধ্যবিত্তের স্বপ্নপূরণ! বাজেট দামেই ফোল্ডেবল ফোন আনছে ভারতীয় সংস্থা Ai+

১২ হাজারের কমেই সেরা 5G স্মার্টফোন লাগবে? POCO C85 5G-এর ধামাকা সেল শুরু!

পোস্ট অফিসের এই স্কিমে মাসে জমা দিন মাত্র ৭ হাজার, পাবেন বিরাট অঙ্কের রিটার্ন

রেল যাত্রীদের জন্য সুখবর, এবার ১০ ঘন্টা আগেই ওয়েটিং–আরএসি টিকিটের স্ট্যাটাস জানা যাবে

মধ্যবিত্তদের হাতে ছ্যাঁকা! একদিনে ৮,০০০ টাকা বেড়ে আড়াই লাখে পৌঁছল রূপোর দাম

এক চার্জেই ১৫৮ কিলোমিটার, দাম শুনলে বিশ্বাসই করবেন না

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ