এই মুহূর্তে




এই পন্থা মেনে সহজেই অ্যান্ড্রয়েডে ছবি থেকে কপি করুন লেখা

নিজস্ব প্রতিনিধি: বর্তমান সময়ে সকলের হাতে হাতে স্মার্ট ফোন। নিজের একটি স্মার্টফোন থাকা মানেই গোটা বিশ্ব যেন হাতের মুঠোয়। খবর থেকে শুরু করে সারা বিশ্বে ঘটে যাওয়া নানারকম ঘটনা সবই ঘরে বসে জানা যায় স্মার্ট ফোনের দৌলতে। এখন তো ফোনেই সেরে নেওয়া যায় কম্পিউটার, ল্যাপটপের কাজও। সব জায়গায় ল্যাপটক ক্যারি করা সম্ভব হয় না। কিন্তু স্মার্টফোন তো সব জায়গায় নিয়ে যাওয়া যায়।

স্মার্ট ফোন দিয়ে সোশ্যাল মিডিয়ায় যাতায়াত। ফেসবুক, হোয়াটস অ্যাপ, ইনস্টাগ্রামে ছবি পোস্ট করা হয় ফোন থেকেআর সোশ্যাল মিডিয়া মানেই নানারকম ছবি, সে ভাল হোক বা মন্দ। ভাল-খারাপ অসংখ্য ছবির মধ্যে অনেক ছবিতেই থাকে সুন্দর সুন্দর টেক্সট। সেগুলো কপি করতে ইচ্ছা করলেও করা যায় না। জানেন কি খুব সহজেই সেই দুষ্কর কাজটা মানে টেক্সট কপি করাটা হতে পারে।

অ্যান্ড্রয়েড ফোনে কপি টেক্সট ফ্রম ফটোজ নামে একটি বিশেষ ফিচার থাকে। এই ফিচারের সাহায্যে অনায়াসে কোনও বই বা কাগজের ছবি তুলে তাতে লিখে রাখা টেক্সট একটা ডকুমেন্টে পেস্ট করা যায়।

ক্যামেরা বলে একটা অ্যাপ আছে। সেটির ক্যামেরা রোল থেকে এই কাজ সম্ভব। এছাড়াও গুগল লেন্সের সাহায্যে কোনও ছবির টেক্সট অ্যান্ড্রয়েড ফোনে কপি করা যায়। তাছাড়াও রয়েছে বেশ কিছু পদ্ধতি। সেগুলি কী কী জেনে নিন।

প্রথমে ফোনের গ্যালারি খুলুন। তারপর একটি ছবি সিলেক্ট করুন। সেই ছবির মধ্যেই যেন টেক্সটটা থাকে। এবার সেটি কপি করুন। এবারে লেন্স আইকনে ট্যাপ করুন। লেন্স আইকন গুগল লেন্সে নিয়ে যাবে। এখানেই টেক্সট অপশনে ট্যাপ করে সিলেক্ট করে কপি করে নিন। এর ফলে ক্লিপবোর্ডে টেক্সট কপি হয়ে যাবে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বিশ্বজুড়ে ফের মুখ থুবড়ে পড়ল ‘এক্স’, চরম সমস্যায় ব্যবহারকারীরা

শুরু Tata Sierra-এর আন অফিসিয়াল বুকিং, নতুন প্রজন্মের SUV-কে ঘিরে উন্মাদনা তুঙ্গে

অফার! ৯ হাজার টাকার কমে POCO M7 5G, কোথায় পাবেন?

নতুন বছরেই আসছে Samsung-র নতুন ফোন, কবে কত দামে আসছে জানুন

Jio-র স্পেশাল রিচার্জ: ১৯৫ টাকার প্ল্যানে পাওয়া যাচ্ছে ৩৪৯ টাকার সুবিধা

তেল ছাড়াই চলবে রয়্যাল এনফিল্ড, প্রথম বৈদ্যুতিক মোটর বাইক কবে আসছে?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ