এই মুহূর্তে




না পাংচারের চিন্তা, না চুরির ভয়, এক চার্জে যাবে ৫০ কিলোমিটার, দেশের প্রথম স্মার্ট-সাইকেল আনলেন ধোনি

নিজস্ব প্রতিনিধি: ক্রিকেট মাঠের ‘থালা’ এম এস ধোনি-র নাম যখন কোনও কিছুর সাথে জড়িয়ে যায়, তখন উত্তেজনার পারদ চড়বেই! ধোনির ব্যাকিং পাওয়া ইলেকট্রিক ভেহিকল স্টার্টআপ, EMotorad, এক বড় ধামাকা করল। তারা লঞ্চ করল তাদের একদম নতুন ফ্ল্যাগশিপ মডেল—T-Rex Smart। সংস্থাটি বুক ঠুকে দাবি করছে, এটাই নাকি ভারতের প্রথম ‘কানেকটেড’ (Connected) ই-বাইসাইকেল। অর্থাৎ, এটিকে আপনি শুধু একটি সাধারণ সাইকেল ভাবলে ভুল করবেন। এটি আপনার স্মার্টফোনের মতোই এক বুদ্ধিমান গ্যাজেট, যা রাইডের সময় আপনার সুরক্ষার খেয়াল রাখবে এক স্মার্ট বন্ধুর মতো। ধোনি ভক্তদের পাশাপাশি সাইকেল প্রেমীদের মধ্যেও এই নতুন লঞ্চ নিয়ে দারুণ উত্তেজনা দেখা যাচ্ছে।

নামেই পাওয়ার: T-Rex Smart

নামটা শুনলেই ‘জুরাসিক পার্ক’-এর সেই শক্তিশালী ডায়নোসরের কথা মনে পড়ে যায়, তাই না? কাজেও এটি তেমনই শক্তিশালী এবং স্মার্ট। EMotorad-এর কো-ফাউন্ডার এবং সিইও, কুণাল গুপ্তা লঞ্চ ইভেন্টে বললেন, “T-Rex Smart-কে এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে এটি চালকের সাথে কানেক্ট করতে পারে।” সোজা কথায়, এটি শুধু আপনাকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাবে না, আপনার রোজকার সফরের সঙ্গী হয়ে উঠবে।

কেন বলা হচ্ছে ‘স্মার্ট’ সাইকেল? কী কী ফিচার আছে?

এই ই-সাইকেলের আসল জাদু লুকিয়ে আছে এর কানেক্টিভিটিতে। আসুন দেখে নিই এর দুর্দান্ত ফিচারগুলো:

  • হাতের মুঠোয় কন্ট্রোল (কানেকটিভিটি ম্যাজিক): এই সাইকেলটি AMII ONXT নামের একটি অ্যাপের সাথে যুক্ত থাকে। এই অ্যাপের মাধ্যমে আপনি আপনার পুরনো রুট হিস্ট্রি দেখতে পারবেন, রিয়েল-টাইমে ট্রিপ ট্র্যাক করতে পারবেন এবং আপনার রাইডের পারফরম্যান্স কেমন ছিল তা চেক করতে পারবেন। সব তথ্য থাকবে আপনার ফোনেই!
  • সুরক্ষার ফুল প্যাকেজ: ভারতে সাইকেল চুরির ভয় সবসময়ই থাকে। কিন্তু T-Rex Smart-এ সেই চিন্তা নেই। এতে আছে ‘জিও-ফেন্সিং’—মানে আপনি একটি ভার্চুয়াল সীমানা ঠিক করে দিতে পারেন, সাইকেল তার বাইরে গেলেই আপনার কাছে অ্যালার্ট আসবে। এছাড়া আছে ‘থেফট অ্যালার্ট’ এবং ‘রিমোট ইমোবিলাইজেশন’ (দূর থেকেই সাইকেল লক করে দেওয়ার সুবিধা)। বাড়ির ছোটদের জন্য আছে ‘চাইল্ড লক’ দিয়ে স্পিড লিমিট করার সুবিধা এবং বিপদের সময়ের জন্য ‘ইমার্জেন্সি এসওএস’ (Emergency SOS) ফিচার।
  • হার্ডওয়্যার ও ডিজাইন: এর 29 ইঞ্চির টায়ারগুলো পাংচার-প্রোটেকটেড, তাই রাস্তার কাঁটা-পেরেক নিয়ে ভাবতে হবে না। ফ্রেমটি তৈরি হাই-টেনসাইল স্টিল দিয়ে, যা খুবই মজবুত। সামনে আছে 100 মিমি ফ্রন্ট ফর্ক সাসপেনশন এবং হ্যান্ডেলে লাগানো আছে একটি ঝকঝকে C5 ডিসপ্লে স্ক্রিন। সেফটির জন্য আছে অটো কাট-অফ ডিস্ক ব্রেক। এছাড়াও সংস্থা ফুল-মেটাল মাডগার্ড, মিরর, মোবাইল হোল্ডার, ক্যারিয়ার, ফ্রন্ট লাইট-হর্ন, প্যানিয়ার ব্যাগ এবং Escape Locksafe সিকিউরিটি সিস্টেম সাইকেলের সাথেই দিচ্ছে। লুকের দিক থেকেও এটি বেশ স্টাইলিশ!

পাওয়ার এবং পারফরম্যান্স

T-Rex Smart-এ ব্যবহার করা হয়েছে একটি শক্তিশালী 36V 250W রিয়ার-হাব মোটর। এর শক্তি জোগায় একটি রিমুভেবল 36V 10.2 Ah ব্যাটারি, যা সহজেই খুলে চার্জ দেওয়া যায়।

সবচেয়ে বড় আকর্ষণ হলো এর রেঞ্জ। আপনি যদি প্যাডেল এবং মোটরের সাহায্য নিয়ে চালান (প্যাডেল অ্যাসিস্ট মোড), তবে এক চার্জে এটি 50 কিমি পর্যন্ত যাবে। আর যদি প্যাডেল না করে শুধু স্কুটারের মতো থ্রটল ঘুরিয়ে চালাতে চান, তাহলেও এটি আপনাকে 40 কিমি রেঞ্জ দেবে। শহরের মধ্যে ঘোরার জন্য এটি যথেষ্ট।

দাম সাধ্যের মধ্যেই!

এত সব প্রিমিয়াম ফিচার থাকলেও, EMotorad দামটা মধ্যবিত্তের নাগালের মধ্যেই রেখেছে। T-Rex Smart দুটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে:

  • ব্লুটুথ ভ্যারিয়েন্ট: এর দাম রাখা হয়েছে মাত্র 37,999 টাকা।
  • ব্লুটুথ প্লাস জিপিএস (GPS) মডেল: এর দাম 45,999 টাকা।

সংস্থা শীঘ্রই জানাবে কবে থেকে এটি বাজারে উপলব্ধ হবে। তবে এই পকেট-ফ্রেন্ডলি দামে এমন স্মার্ট ফিচারের ই-সাইকেল যে বাজারে ঝড় তুলতে চলেছে, তা বলাই বাহুল্য।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

অবিশ্বাস্য, মাত্র ৭২৯৯ টাকায় ঘরে আনুন 4K টিভি! কোথায় জানেন?

বাজারে হাজির Ray-Ban Meta Gen 2! থাকছে 12MP ক্যামেরা ও ৫৬ ঘণ্টার ব্যাটারি ব্যাকআপ

বিরোধীদের বিরাট জয়, সঞ্চার সাথী অ্যাপ নিয়ে নির্দেশ প্রত্যাহার কেন্দ্রের

বাজার কাঁপাতে একেবারে নতুন অবতারে আসছে এই জনপ্রিয় গাড়ি

বড় ব্যাটারির চমক! লঞ্চ হল Oppo A6x 5G, বাজিমাত করতে প্রস্তুত নতুন বাজেট স্মার্টফোন

সস্তায় গেমিং ফোন আনছে Lava! এই মাসেই বাজারে আসছে Play Max 5G!

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ