-273ºc,
Friday, 9th June, 2023 4:22 am
নিজস্ব প্রতিনিধি: উৎপাদনের খরচ বাড়ায় আগামী এপ্রিল মাস থেকে বাইকের দাম বাড়াতে চলেছে হিরো (Hero MotoCorp)। বিভিন্ন মডেলের বাইকের দাম ২ শতাংশ হারে বাড়বে। বুধবার হিরো মোটোকর্পের (Hero MotoCorp) তরফে এ কথা জানানো হয়েছে।
দেশের প্রথম সারির দু’চাকা প্রস্তুতকারী সংস্থা একটি বিবৃতিতে জানিয়েছে, নির্বাচিত বাইক এবং স্কুটারগুলির এক্স শোরুমের দাম বাড়ানো হবে কোম্পানির তরফে। আগামী ১ এপ্রিল থেকে এই দাম বৃদ্ধি করা হবে। বিবৃতিতে বলা হয়েছে প্রায় ২ শতাংশ হারে দাম বৃদ্ধি করা হবে নির্দিষ্ট মডেলের বাইক ও স্কুটারগুলিতে।
অন-বোর্ড ডায়াগনস্টিকস ট্রানজিশনে (OBD 2) খরচ বৃদ্ধির কারণে দাম বাড়ানোর প্রয়োজন হয়েছে বলে কোম্পানির তরফে জানানো হয়েছে। যদিও এই প্রেক্ষাপটে হিরো মোটোকর্প (Hero MotoCorp) জানিয়েছে, গ্রাহকদের উপর এর প্রভাব কমানোর জন্য ইনোভেটিভ ফিনান্সিং সলিউশান প্রদান অব্যাহত রাখা হবে।
উল্লেখ্য এর আগে গত বছর জুলাই মাসে বাইকের দাম বাড়ায় হিরো। জুন মাসে মোটরসাইকেলের দাম বাড়ানোর (Bike Price Hike) দেয় Hero MotoCorp। কোম্পানির বিভিন্ন মডেলের দাম 3,000 টাকা পর্যন্ত বাড়ে।১ জুলাই থেকে নতুন দাম লাগু হয়। প্রসঙ্গত হিরো ব্যাণ্ডের অধীনে ভারতের জনপ্রিয়তম মোটরসাইকেল Hero Splendor। ভারতের বাজারে Splendor ব্র্যান্ডের অধীনে মোট পাঁচটি পৃথক মোটরসাইকেল বিক্রি করে Hero MotoCorp। এই মোটরসাইকেলগুলি হল Hero Splendor, Hero Splendor Plus Canvas, Hero Splendor iSmart, Hero Super Splendor, Hero New Super Splendor।