এই মুহূর্তে




আনলিমিটেড কলিং, ডেটা এবং OTT-এর মজা, Jio-এর এই দুটি প্ল্যানে Sony LIV ও ZEE5 ফ্রি

নিজস্ব প্রতিনিধি: Reliance Jio নিঃসন্দেহে ভারতের সবথেকে বড় টেলিকম সংস্থা। প্রায় ৫০ কোটির বেশি গ্রাহক জিও ব্যবহার করে। তাই এই টেলিকম সংস্থা গ্রাহকদের বিভিন্ন ধরণের রিচার্জ প্ল্যান অফার করে। পাশাপাশি রিলায়্যান্স জিও-র বিভিন্ন প্ল্যানে এন্টারটেইনমেন্ট সাবক্রিপশনের সুবিধা রয়েছে। তাই আপনিও যদি রিলায়্যান্স জিও-র গ্রাহক হন, তাহলে আপনার জন্যে রয়েছে দুটি চমৎকার অফারের খোঁজ। যেটি সস্তা, তবুও এই রিচার্জে আপনি একাধিক ওটিটি প্ল্যাটফর্ম সাবক্রাইব করতে পারবেন। সুতরাং কম খরচে ওটিটি সাবক্রিপশনের সুবিধা একসঙ্গে পেয়ে যাবেন। আসুন জিও এর এই দুটি সস্তা এন্টারটেনমেন্ট প্ল্যানের বিষয় আপনাকে জানিয়ে দেওয়া যাক।

আপনি এই সুবিধা পেতে জিওর 445 টাকার প্ল্যান কিনতে পারেন। যাতে Sony LIV, ZEE5, Lionsgate Play, Discovery+, Sun NXT, Chaupal, Hoichoi, FanCode এবং Jio TV সাবস্ক্রিপশন একেবারে ফ্রিতে পেয়ে যাবেন। এই রিচার্জ প্ল্যানটি গ্রাহকদের 28 দিনের ভ্যালিডিটি দিচ্ছে। যার ফলে গ্রাহকরা 28 দিন সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কলিং করতে পারবেন। পাশাপাশি 56GB ডেটা পেয়ে যাবেন। অর্থাৎ প্রতিদিন 2জিবি ডেটা পাবেন। সঙ্গে থাকছে প্রতিদিন 100 SMS ফ্রি।

এছাড়া জিওর 175 টাকার রিচার্জ প্ল্যানটিও আপনার কাছে আকর্ষণীয় হতে পারে। এতেও 28 দিনের ভ্যালিডিটি রয়েছে। 28 দিনের জন্য সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কলিং করতে পারবেন। সঙ্গে সমস্ত নেটওয়ার্কে 100 SMS ফ্রিতে করতে পারবেন। তবে মাত্র 10 জিবি ডেটা দেওয়া হয়। কিন্তু বাড়তি বেনিফিটির কথা বলতে হলে, এতে গ্রাহকরা 10টির বেশি ওটিটি অ্যাপ সাবক্রিপশন করতে পারবেন। এই প্ল্যানের অধীনে আপনি 28 দিনের জন্য Sony LIV, ZEE5, Liongate Play, Discovery+, Sun NXT, Kanchha Lannka, Planet Marathi, Chaupal এবং Hoichoi-এর ফ্রি সাবস্ক্রিপশন পেয়ে যাবেন। তাছাড়া 28 দিনের জিও টিভির এক্সেসও পাওয়া যাবে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ধনতেরাসে কমল কাঞ্চনমূল্য, কলকাতায় আজ সোনার দাম কত?

চিনের পর শক্তিশালী প্রসেসর ও 7000mAh ব্যাটারি সহ ভারতে আসছে iQOO 15, কবে?

মন খারাপের খবর, চার দশকের পথচলায় ইতি টানছে MTV

ধনতেরাসে সোনা কিনবেন? গয়নায় হাত লাগলেই কিন্তু ছ্যাঁকা লাগবে! কত হল সোনার দাম?

দেশ জুড়ে ডাউন IRCTC অ্যাপ ও ওয়েবসাইট, দীপাবলির আগে সমস্যার সম্মুখীন লক্ষ লক্ষ মানুষ

 ধনতেরাসের আগে সোনা আরও দামী, কয়েক হাজার কমল রুপোর দাম

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ