এই মুহূর্তে




নতুন গাড়ি কিনতে চাইছেন ? চোখ ফেরাতে পারবেন না মাহিন্দ্রার এই গাড়ি থেকে

নিজস্ব প্রতিনিধি: আপনি কি কোনও দুর্ধর্ষ মজবুত গাড়ি কিনতে চাইছেন ? তাহলে আগামী ১৫ অগস্ট আপনার জন্যই বাজারে আসতে চলেছে মাহিন্দ্রার নতুন ৫ দরজার থর।  তাও আবার নানান রঙের সাথে আর আছে একাধিক আকর্ষণীয় ফিচার্স। এই গাড়ি নিয়ে অনায়াসেই টক্কর দিতে পারবেন জিপ র‍্যাংলারের সাথে।

কি কি আছে এই গাড়িটিতে ?

বাইরে

১. এই গাড়িতে আছে একটি ডুয়াল-পেন সানরুফ।

২. থাকছে নতুন আকর্ষণীয় বৃত্তাকার LED – DRL হেডল্যাম্প।

৩. নতুন মাল্টি স্ট্যাট গ্রিল আর সাইড স্টেপ গাড়িটিতে আলাদা মাত্রা এনে দিয়েছে।

৪. থাকছে নতুন LED টেল-লাইট।

৫. এছাড়াও টেলগেট-মাউন্ট করা থাকছে, আর, অতিরিক্ত টায়ারের জন্য থাকছে একটি কভার।

 

ভিতরে

১. গাড়ির সামনেই পেয়ে যাচ্ছেন একটি বড়ো টাচ-স্ক্রিন ইউনিট।

২. সামনে আর পেছনে থাকছে আর্মরেস্ট।

৩. এই গাড়িতে থাকছে ইউএসবি টাইপ-সি চার্জিং পোর্ট।

৪. সুবিধার্থে গাড়ির পেছনের দরজায় থাকতে পারে হাতল।

ইঞ্জিন

এই গাড়িটি পেট্রল ও ডিজেল দুই ভ্যারিয়েন্টেই পাওয়া যাবে। ২.০-লিটার টার্বো-পেট্রোল এবং ২.২-লিটার ডিজেল ইঞ্জিন দ্বারা চালিত এই গাড়িতে রয়েছে ছয়-স্পিড ম্যানুয়াল এবং স্বয়ংক্রিয় ট্রান্সমিশন। নতুন ৫ দরজার থর নিঃসন্দেহেই হুন্ডাই ক্রেটা, মারুতি গ্র্যান্ড ভিটারা , কিয়া সেলটোস, স্কোডা কুশাক, ভক্সওয়াগেন টাইগান এবং এমজি অ্যাস্টরের মতো গাড়ির সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে। এই গাড়ির মূল্য হবে আনুমানিক ১৫ থেকে ২০ লক্ষ টাকা।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ধনতেরাসে কমল কাঞ্চনমূল্য, কলকাতায় আজ সোনার দাম কত?

চিনের পর শক্তিশালী প্রসেসর ও 7000mAh ব্যাটারি সহ ভারতে আসছে iQOO 15, কবে?

মন খারাপের খবর, চার দশকের পথচলায় ইতি টানছে MTV

ধনতেরাসে সোনা কিনবেন? গয়নায় হাত লাগলেই কিন্তু ছ্যাঁকা লাগবে! কত হল সোনার দাম?

দেশ জুড়ে ডাউন IRCTC অ্যাপ ও ওয়েবসাইট, দীপাবলির আগে সমস্যার সম্মুখীন লক্ষ লক্ষ মানুষ

 ধনতেরাসের আগে সোনা আরও দামী, কয়েক হাজার কমল রুপোর দাম

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ