এই মুহূর্তে




50MP সেলফি ক্যামেরা সহ নতুন ফোন আনছে Motorola

নিজস্ব প্রতিনিধি : স্মার্টফোন ছাড়া এখন জীবন অচল। সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত স্মার্টফোনই হয়েছে সঙ্গী। নিত্যদিনের কাজেও অতি প্রয়োজনীয় হয়ে উঠেছে এটি। প্রতি মুহূর্তে ফোনের নিত্য নতুন ফিচার সামনে আসছে। আবার একাধিক সংস্থা ফোনের ওপর বিশেষ ছাড়ও দিচ্ছে। রেডমি, রিয়েলমি, ভিভো সহ নামিদামি সংস্থাকে পিছনে ফেলে বাজারে নিজের জায়গা করে নিচ্ছে Motorola।

Motorola ভারতে তার পরবর্তী বড় স্মার্টফোন নিয়ে আসার প্রস্তুতি শুরু করে দিয়েছে। Motorola নিয়ে আসছে তাঁদের নতুন ফোন। মনে করা হচ্ছে ফোনটি হতে পারে Moto X70 Air। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে Moto X70 Air ফোনের একটি নতুন টিজার প্রকাশ করেছে। সেখানে দেখা গিয়েছে, ফোনটি স্লিক, আল্ট্রা-স্লিম হ্যান্ডসেট হিসেবে। এই পোস্ট করা টিজার থেকে বোঝা যাচ্ছে খুব তাড়াতাড়ি মোটোরলা তাঁদের ফোন ভারতে নিয়ে আসতে চলেছে। তবে মোটোরোলা এখন পর্যন্ত আপকামিং স্মার্টফোনের নাম নিশ্চিত করেনি। তবে টিজারে ডিজাইনটি মোটো এক্স70 এয়ার ফোনের দিকেই জোর দিচ্ছে।

চিনে এই ফোনটি আগেই এসেছে। এই স্মার্টফোনটি Snapdragon 7 Gen 4 প্রসেসর সহ আনা হয়েছে। এটি ৬৮ওয়াট টার্বোপাওয়ার ফাস্ট চার্জিং এবং ৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সাপোর্ট করবে। জানা গিয়েছে, নভেম্বর মাসের শুরুর দিকে এটি আসতে পারে। এই ফোনটি 12GB + 256GB স্টোরেজ মডেলের দাম হতে পারে প্রায় ৩২,২০৫  টাকা হতে পারে। 12GB + 512GB স্টোরেজ মডেলের দাম হতে পারে প্রায় ৩৫,৯২৫ টাকা রাখা হয়েছে। এই স্মার্টফোনের অর্ডার ইতিমধ্যেই শুরু হয় গেছে। এই ফোনটি গ্রে, লিলি প্যাড এবং ব্রোঞ্জ রঙে পাওয়া যাবে।

এই ফোনে রয়েছে ৬.৭ ইঞ্চি 1.5K 10-bit pOLED, যা রেজোলিউশন 2712×1220 পিক্সেল, 120Hz রিফ্রেশ রেট এবং 4500 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। প্রসেসর হিসেবে রয়েছে Qualcomm Snapdragon 7 Gen 4 (4nm) সহ Adreno 722 GPU চিপসেট।  Android 16 অপারেটিং সিস্টামে কাজ করে। এতে থাকছে ৪৮০০মেগাহার্জ ব্যাটারি। ১৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। এই ফোনে রয়েছে OIS সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং ৫০ মেগাপিক্সেলের ১২০ ডিগ্রি আল্ট্রা-ওয়াইড ক্যামেরা দেওয়া। সেলফি এবং ভিডিও কলের জন্য একটি ৫০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। এটি মিলিটারি-গ্রেড স্থায়িত্বের জন্য MIL-STD-810H সার্টিফাইড। কানেক্টিভিটির বিকল্পগুলির মধ্যে রয়েছে 5G SA/NSA, ডুয়াল 4G VoLTE, Wi-Fi 6E, ব্লুটুথ 5.4, GPS এবং একটি USB টাইপ-C পোর্ট।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

 লালকেল্লার বিস্ফোরণ থেকে শিক্ষা নিন, গাড়ি বেচা-কেনার আগে কি কি নিয়ম মানবেন?

সস্তায় বিক্রি হচ্ছে 100W চার্জিংয়ের OnePlus ফোন, কোথায় জেনে নিন

১৪ হাজার টাকা সস্তায় OPPO Reno 13, কোথায় পাবেন জানুন

১১ হাজারেরও কমে 5G স্মার্টফোন, Vivo-এর নতুন মডেল বাজার মাতাতে প্রস্তুত, দেখে নিন ফিচার্স

সস্তা আনলিমিটেড 189 টাকার রিচার্জ প্ল্যান বন্ধ করল Airtel, এবার সর্বনিম্ন কত রিচার্জ করতে হবে?

২০০ MP ক্যামেরা-সহ বাজারে আসছে Samsung Galaxy S26 Ultra, কবে, কত দাম?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ