এই মুহূর্তে




২২ দিন পর ফের বাড়ল পেট্রলের দাম!

নিজস্ব প্রতিনিধি: মাঝে বিরতি ছিল মাত্র ২২ দিনের। ফের বাড়ল পেট্রলের দাম। অপরদিকে পরপর চারদিন বাড়ল ডিজেলের দামও। একে লাগাতার বৃষ্টিতে আনাজপাতির দাম আকাশছোঁয়া, তার ওপর পেট্রল-ডিজেলের দাম বাড়ায় কপালে চিন্তার ভাঁজ বাড়ছে আম জনতার। মঙ্গলবার দেশজুড়ে লিটারপিছু ১৯ থেকে ২৫ পয়সা বেড়েছে পেট্রলের দাম। আর ডিজেলের দাম বেড়েছে লিটারপ্রতি ২৫ পয়সা।

এবার দেখে নেওয়া যাক, কলকাতা মহানগরীতে কতটা বাড়ল জ্বালানির দাম। মঙ্গলবার কলকাতায় পেট্রলের দাম লিটার প্রতি ২৫ পয়সা বেড়ে হয়েছে ১০১.৮৭ টাকা। সাধারণ মানুষের আশা ছিল পুজোর মুখে পেট্রলের দাম একশোর নীচে নামবে। কিন্তু ফের দাম বেড়ে গেল। অপরদিকে ডিজেলের দামও ২৫ পয়সা বেড়ে হয়েছে ৯২.৬৭ টাকা। দেশের রাজধানী দিল্লিতে পেট্রলের দাম লিটারপিছু ১০১ টাকা ৩৯ পয়সা, দাম বাড়ল ২০ পয়সা এবং ডিজেলের দাম ২৫ পয়সা বেড়ে হল ৮৯.৫৭ টাকা প্রতি লিটার।

দেশের বাণিজ্যনগরী মুম্বইয়ে পেট্রলের দাম সবচেয়ে বেশি। মায়ানগরীতে মঙ্গলবার পেট্রলের দাম ১০৭.৪৭ টাকা। এই শহরে ডিজেলও একশো পার করার উপক্রম হয়েছে। মুম্বইয়ে ডিজেলের দাম ৯৭.২১ টাকা। অপরদিকে রজনীকান্তের শহর চেন্নাইয়ে সবচেয়ে সস্তা কালো সোনা। এই শহরে পেট্রলের দাম ৯৯.১৫ টাকা। ডিজেলের দাম ৯৪.১৭ টাকা প্রতি লিটার।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

Jio-র স্পেশাল রিচার্জ: ১৯৫ টাকার প্ল্যানে পাওয়া যাচ্ছে ৩৪৯ টাকার সুবিধা

তেল ছাড়াই চলবে রয়্যাল এনফিল্ড, প্রথম বৈদ্যুতিক মোটর বাইক কবে আসছে?

২০০ মেগাপিক্সেলের জাদু নিয়ে ২ ডিসেম্বর আসছে স্মার্টফোনের নতুন রাজা Vivo X300 Pro

বাজার মাতাতে এল Samsung Galaxy Tab A11+, চমকপ্রদ ফিচার আর 7 বছরের সফটওয়্যার আপডেট

SBI-তে অ্যাকাউন্ট রয়েছে? সাবধান হোন, বন্ধ হয়ে যাচ্ছে এই পরিষেবা

Grand Vitara-য় বড় ধরণের ত্রুটি, ৩৯,০০০-এরও বেশি গাড়ি ফিরিয়ে নিল মারুতি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ