এই মুহূর্তে




120W চার্জিং সহ শক্তিশালী Realme 5G ফোনে অবিশ্বাস্য ছাড়! কোথায় পাবেন, জানুন

নিজস্ব প্রতিনিধি: স্মার্টফোনের জগতে প্রতিনিয়ত উন্নত হয়ে চলেছে ফোনের পরিষেবা। সব কোম্পানি নিজের নিজের ফোনকে প্রতি মুহুর্তে আপডেট করছে। সেগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য মাঝেমধ্যে বিপুল ছাড়ের ব্যবস্থা করেছে। Realme GT7 pro 5G ফোনটি এখন সস্তায় পাওয়া যাচ্ছে। অ্যামাজনে সস্তায় বিক্রি হচ্ছে সেই ফোন। Amazon Great Indian Festival Sale 2025 সেল চলছে। সেখানেই সস্তায় পাওয়া যাচ্ছে Realme GT7 pro 5G ।

২০২৪ সালে এই ফোন বাজারে এসেছিল ৬০ হাজার টাকায়। সেই ফোনের এখন অ্যামাজন সেলে দুর্দান্ত ছাড় দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, কোম্পানি এতে ব্যাঙ্ক ক্রেডিট কার্ডের সঙ্গে কুপন ডিসকাউন্টও অফার করছে। এই ফোনের ১২ জিবি ও ২৫৬ জিবি স্টোরেজের দাম ৫৯,৯৯৯ টাকা। তবে ১৬ জিবি ও ৫১২ জিবি মডেলের দাম ৬৫,৯৯৯টাকা। Amazon Great Indian Festival Sale 2025 সেলে দুই মডেলেই ১০ হাজার টাকা ছাড়ের কথা ঘোষণা করা হয়েছে। ছাড় দেওয়ার পর এই ফোন বিক্রি হচ্ছে ৪৯,৯৯৯ টাকায়। ১২ জিবির মডেলে ৫ হাজার টাকার কুপন। ১৬জিবির মডেলে ৬ হাজার টাকার ডিসকাউন্টও অফার করছে। অর্থাৎ ফোনের উপর ১৫ হাজার টাকার ছাড় পাওয়া যাবে। ছাড় দেওয়ার পরে এই ফোনের ১২ জিবির মডেলটি ৪৪,৯৯৯ টাকা এবং ১৬জিবি মডেলটি ৪৯,৯৯৯ টাকায় বিক্রি করা হচ্ছে।

ছাড়ের পরে যদি SBI ক্রেডিট কার্ডে পেমেন্টে করেন কেউ, তবে অতিরিক্ত ২ হাজার টাকার ছাড় পাওয়া যাবে। যার ফলে দাম কমে যাবে আরও। তখন ১২ জিবির মডেলটি কেনা যাবে ৪২,৯৯৯ টাকায় এবং ৪৭,৯৯৯ টাকায় পাওয়া যাবে ১৬ জিবির ফোনটি।

এই ফোনে 6.78-ইঞ্চি 8T LTPO Eco² OLED Plus ডিসপ্লে যার 2600Hz ইনস্ট্যান্ট টাচ স্যাম্পলিং রেট। প্রসেসর হিসেবে রয়েছে Snapdragon 8 Elite চিপসেট। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি আল্ট্রাসনিক রয়েছে। ১২০ ওয়াট দ্রুত চার্জিং সাপোর্ট সহ ৫৮০০ মেগা হার্জ ব্যাটারি রয়েছে। রিয়ারে OIS সাপোর্ট সহ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা  এবং 8 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা রয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

প্রতিমাসে ৫ হাজার টাকা বিনিয়োগে ঘুরবে ভাগ্যের চাকা! কোথায়, কী ভাবে লগ্নি করলে লাভবান হবেন?

কাঞ্চনমূল্য আকাশছোঁয়া, পুজোর মুখে দুর্মূল্য সোনা

জেনে নিন ৫০০ টাকার কমে Jio-র সবচেয়ে সস্তা ফ্যামিলি প্ল্যান

‘ভারতে ব্যবসা করতে হলে এখানকার আইন মানতে হবে’, ‘এক্স’কে জোর ধাক্কা দিল হাইকোর্ট

Flipkart Big Billion Days সেলে ১০ হাজারের কমে পাওয়া যাচ্ছে স্মার্টফোন

১২৫ টাকার কমে Airtel এর দুর্দান্ত ৫টি প্ল্যান, বিনামূল্যে মিলবে OTT সাবস্ক্রিপশন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ