এই মুহূর্তে




50MP ক্যামেরা ও দুর্দান্ত ফিচার সহ ভারতের বাজারে Samsung-র নতুন ফোন, কবে আসছে?

নিজস্ব প্রতিনিধি: মোবাইল ফোন মানুষের এখন নিত্য সঙ্গী। দৈনন্দিন কাজ করতে গেলেও এখন মোবাইলেই করতে হয়। অনেকে দিনের বেশিরভাগ সময়টাই মোবাইলের মাধ্যমেই কাটান। এরজেরে আসক্তিও এসে যায়। প্রতি মুহূর্তে মোবাইল সংস্থাগুলো নিজের মোবাইলের আপগ্রেডেশন করে চলেছে। রিয়েলমি, রেডমি, ওয়ানপ্লাস, অ্যাপেলের iphone এমনকি স্যামসাংও প্রতিমুহূর্তে নিজেকে আপগ্রেটেড করে চলেছে। এ বলে আমায় দেখ, তো অন্যজন বলে আমায়। কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ।

এবার ভারতে লঞ্চ হতে চলেছে Samsung Galaxy m17 5G। এই সংস্থার লেটেস্ট স্মার্টফোনটি এম সিরিজের আওতায় আসবে। ইতিমধ্যে সংস্থার পক্ষ থেকে অফিশিয়াল পোস্টার শেয়ার করা হয়েছে। সেখানে রয়েছে ফোনের ডিজাইন কালার অপশন। এই ফোনটি amazon এ বিক্রি করা হবে। ফিচারের কথা বললেই এই স্মার্টফোনে AMOLED ডিসপ্লে থাকবে। সংস্থা এই ফোনটি samsung galaxy m16 5 জি এর সাকসেসর হিসেবে লঞ্চ করবে। জানা গিয়েছে, এই ফোনটি ১০ অক্টোবর ভারতের বাজারে আসবে। amazon এ ফোনটি বিক্রি করা হবে। ইতিমধ্যে অ্যামাজনে তার টিজার প্রকাশ করা হয়েছে। ফোনটি মুনলাইট সিলভার এবং সফায়র ব্ল্যাকে চিনতে পারা যাবে।

সুখের খবর এই ফোনে ৬.১৭ ইঞ্চির সুপার AMOLED ডিসপ্লে থাকবে। যারা গরিলা গ্লাস উইকটাস প্রটেকশন সহ থাকবে। ফোনটি আইপি-ফি ৫৪ রেটিং সহ আসবে। ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ সহ প্রাইমারি সেন্সর ৫০ মেগাপিক্সেল থাকবে। পাইপ মেগাপিক্সেলের আলট্রা হোয়াইট অ্যাঙ্গেল লেন্থ এবং টু মেগাপিক্সেলের ম্যাক্রো সেনসর রয়েছে এতে। ক্যামেরাটি ওআইএস সাপোর্টে থাকবে। কোনটির ফ্রন্ট ক্যামেরা থাকবে ১৩ মেগাপিক্সেলের। মনে করা হচ্ছে এই ফোনটি ১৫ হাজারের কম দামে আসতে পারে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

Jio-র স্পেশাল রিচার্জ: ১৯৫ টাকার প্ল্যানে পাওয়া যাচ্ছে ৩৪৯ টাকার সুবিধা

তেল ছাড়াই চলবে রয়্যাল এনফিল্ড, প্রথম বৈদ্যুতিক মোটর বাইক কবে আসছে?

২০০ মেগাপিক্সেলের জাদু নিয়ে ২ ডিসেম্বর আসছে স্মার্টফোনের নতুন রাজা Vivo X300 Pro

বাজার মাতাতে এল Samsung Galaxy Tab A11+, চমকপ্রদ ফিচার আর 7 বছরের সফটওয়্যার আপডেট

SBI-তে অ্যাকাউন্ট রয়েছে? সাবধান হোন, বন্ধ হয়ে যাচ্ছে এই পরিষেবা

Grand Vitara-য় বড় ধরণের ত্রুটি, ৩৯,০০০-এরও বেশি গাড়ি ফিরিয়ে নিল মারুতি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ