-273ºc,
Friday, 2nd June, 2023 5:09 am
নিজস্ব প্রতিনিধি: ক্রমশই আম আদমির ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে রুপো। শনিবার একদিনেই কলকাতায় রুপোর দাম বেড়েছে প্রতি কেজিতে সাড়ে চার হাজার টাকা। ফলে প্রতি কেজি রুপোর দাম দাঁড়িয়েছে ৭৪ হাজার ৭০০ টাকা। ইদানিংকালে একদিনে রুপোর দাম এতটা বাড়েনি। রুপোর পাশাপাশি সোনার দামও ঊর্ধ্বমুখী। ২২ ক্যারেট অর্থাৎ গয়না সোনার দাম প্রতি ১০ গ্রামে বেড়েছে ২০০ টাকা আর ২৪ ক্যারেট সোনার দাম বেড়েছে প্রতি ১০ গ্রামে ২২০ টাকা।
ইউক্রেন-রাশিয়া যুদ্ধের পর থেকেই সোনা ও রুপোর বাজারদর ঊর্ধ্বমুখী। আর দুই ধাতুর দর চড়চড় করে বাড়তে থাকায় চরম বিপাকে পড়েছে সাধারণ মানুষ। আগামী মাসেই বিয়ের মরসুম রয়েছে। ফলে অনেকেই আগেভাগে সোনার গয়না তৈরি করে রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু তাদের কপালে দুঃশ্চিন্তার ভাঁজ ক্রমশই গভীর হচ্ছে। বাজার বিশেষজ্ঞরা মনে করছেন, যতদিন না রুশ-ইউক্রেন যুদ্ধ থামছে ততদিন পর্যন্ত সোনা ও রুপোর দাম থিতু হবে না।
এদিন কলকাতায় ২২ ক্যারেটের প্রতি ১০ গ্রাম সোনার দাম ছিল ৪৮ হাজার ৪০০ টাকা। আর ২৪ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম ছিল ৫২ হাজার ৮০০ টাকা। অন্যদিকে চলতি সপ্তাহ শুরুর দিন অর্থাৎ সোমবার প্রতি কেজি রুপোর দাম ছিল ৭১ হাজার টাকা। সেই রুপো এদিন বিক্রি হয়েছে ৭৪ হাজার ৭০০ টাকায়। অর্থাৎ মাত্র ছয়দিনে প্রতি কেজি রুপোর দাম বেড়েছে তিন হাজার ৭০০ টাকা।