এই মুহূর্তে




প্রতি কিলোমিটার যেতে খরচ মাত্র ৯৬ পয়সা, ৫৯,৪৯০ টাকায় এসে গেল  দুর্ধর্ষ স্কুটার




নিজস্ব প্রতিনিধি: শীর্ষস্থানীয় ভারতীয় দু’চাকা বিশিষ্ট যান নির্মাণকারী সংস্থা হিরো মোটোকর্পে’র (Hero MotoCorp) ইলেকট্রিক শাখা Vida আরও সাশ্রয়ী দামের পারিবারিক বৈদ্যুতিক স্কুটার VX2 বাজারে এনেছে। এই স্কুটার দুটি ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে-Go এবং Plus। এর মধ্যে Go ভ্যারিয়েন্টের দাম শুরু হচ্ছে মাত্র ৫৯,৪৯০ টাকা (BaaS পরিকল্পনা অনুযায়ী), আর Plus মডেলের দাম ১.১০ লাখ টাকা পর্যন্ত যাচ্ছে ব্যাটারি-সহ কিনলে।

Vida VX2 এর মূল আকর্ষণ হল এর ব্যাটারি-অ্যাস-অ-সাবস্ক্রিপশন (BaaS) মডেল। এতে ক্রেতারা স্কুটারের সবকিছু কিনে নিলেও ব্যাটারি ভাড়া নেন, ফলে প্রাথমিক খরচ অনেকটাই কমে যায়। Go মডেলে ২.২kWh ব্যাটারি আছে, যা ৯২ কিমি পর্যন্ত IDC রেঞ্জ দেয়, আর Plus মডেলের ৩.৪kWh ব্যাটারি ১৪২ কিমি পর্যন্ত রেঞ্জ দিতে সক্ষম। সংস্থা দাবি করেছে, Vida VX2 এর চলার খরচ মাত্র ৯৬ পয়সা প্রতি কিলোমিটার। ব্যাটারির ক্ষমতা ৭০ শতাংশের নিচে নেমে গেলে বিনামূল্যে সেটি পরিবর্তন করবে।

ডিজাইনের দিক থেকে VX2 আগের Vida V2 এর থেকে আলাদা। এতে পারিবারিক ব্যবহারের কথা মাথায় রেখে মসৃণ ডিজাইন করা হয়েছে, রয়েছে একপিস সমতল সিট, পিলিয়ন ব্যাকরেস্ট এবং নতুন হ্যান্ডেলবার শ্রাউড। সামনে প্লাস্টিকের অ্যাক্সেসরি ফ্রাঙ্কও দেওয়া হয়েছে। তবে V2 থেকে নেওয়া হয়েছে হেডলাইট, টেইললাইট ও ইন্ডিকেটর।

Go ভ্যারিয়েন্টে রয়েছে ৩৩.২ লিটার বুটস্পেস, যেখানে Plus ভ্যারিয়েন্টে দুইটি ব্যাটারি রাখার জন্য বুটস্পেস কমে ২৭.২ লিটার হয়েছে। ৫৮০W চার্জারে Go এর ব্যাটারি সম্পূর্ণ চার্জ হতে ৩ ঘণ্টা ৫৩ মিনিট লাগে, আর Plus এর ক্ষেত্রে সময় লাগে ৫ ঘণ্টা ৩৯ মিনিট। তবে ফাস্ট চার্জারে মাত্র ১ ঘণ্টায় ০-৮০% এবং ২ ঘণ্টায় ০-১০০% চার্জ করা সম্ভব।

VX2 এর উভয় মডেলেই ১২ ইঞ্চির চাকা, এবং বেশিরভাগ যান্ত্রিক অংশই একরকম। Go তে রয়েছে ফ্রন্ট ড্রাম ব্রেক এবং সর্বোচ্চ গতিবেগ ৭০ কিমি/ঘণ্টা, অন্যদিকে Plus ৮০ কিমি/ঘণ্টা পর্যন্ত যেতে পারে। ফিচারের দিক থেকে Go তে রয়েছে ৪.৩ ইঞ্চির LCD ডিসপ্লে, আর Plus মডেলে আছে ৪.৩ ইঞ্চির রঙিন TFT ডিসপ্লে। Go তে Eco ও Ride দুইটি মোড, আর Plus মডেলে বাড়তি Sport মোডও আছে।

সংস্থা সূত্রে জানা গিয়েছে, সাতটি রংয়ে পাওয়া যাবে Hero Vida VX2 – নীল, কালো, হলুদ, লাল, সাদা, ধূসর এবং কমলা। শেষ দুটি রং শুধুমাত্র Plus ভ্যারিয়েন্টের জন্য। মূল্য দিক থেকে Go ভ্যারিয়েন্টের দাম BaaS সহ ৫৯,৪৯০ টাকা এবং ব্যাটারি-সহ ৯৯,৪৯০ টাকা; Plus মডেলের দাম BaaS সহ ৬৪,৯৯০ টাকা এবং ব্যাটারি-সহ ১.১০ লাখ টাকা নির্ধারিত হয়েছে। যে সকল ক্রেতারা বাজেটের মধ্যে একটি দুর্দান্ত স্টাইলিশ বৈদ্যুতিক স্কুটার খুঁজছেন, এমন ক্রেতাদের জন্য Hero Vida VX2 নিঃসন্দেহে একটি আদর্শ বিকল্প।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বাজারে হাজির ট্রাম্ফের এই অসাধারণ মোটরসাইকেল, দাম শুনলে চোখে সর্ষেফুল দেখবেন

Infinix আনছে গেমিং-ফোকাসড স্মার্টফোন Hot 60 5G+, থাকছে AI বাটন

বাজেট ফ্রেন্ডলি স্মার্ট টিভি কিনবেন? বাজার কাঁপানো সেরা ৩টি মডেলের খোঁজ রইল

Lava-র নয়া ফোন Blaze AMOLED 5G, রয়েছে প্রিমিয়াম ফিচার ও দারুণ ডিজাইন

অপেক্ষার অবসান, মাত্র ৫,০০০ টাকায় স্মার্টফোন নিয়ে আসছে AI+

৮৫৪ কোটি টাকা বেতনে Meta-য় যোগ আইআইটি কানপুরের প্রাক্তনী ত্রিপত বনশলের

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ