এই মুহূর্তে




মধ্যবিত্তদের হাতে ছ্যাঁকা! একদিনে ৮,০০০ টাকা বেড়ে আড়াই লাখে পৌঁছল রূপোর দাম

নিজস্ব প্রতিনিধিঃ সোনার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে রূপোর দাম। আড়াই লাখে পৌঁছল রূপোর দাম। গত সপ্তাহেই সব রেকর্ড ভেঙে ২ লক্ষ টাকায় পৌঁছেছিল রূপোর দাম। যা কিনা ইতিহাসে প্রথম। সবাই জানত, সোনার থেকে রূপোর দাম কম, তাই রূপো গহনা কিনেই সোনার সাধ মেটাতেন গহনাপ্রেমীরা। কিন্তু বর্তমানে রূপো কিনতে গেলেই হাতে ছ্যাঁকা খাচ্ছেন সকলে। সোনার দাম তো আছেই, রীতিমতো আকাশ ছুঁয়েছে রূপোর দামও। সপ্তাহের শুরুতেই এক লাফে ৩,০০০ টাকা বেড়েছিল রূপোর দাম। বুধবার (১৭ ডিসেম্বর) আরও ৮, ০০০ টাকা বৃদ্ধি পেয়ে আড়াই লাখে পৌঁছল সাদা ধাতুর দাম।

শুধুমাত্র বুধবারেই, এই মূল্যবান ধাতুটির দাম প্রতি কেজিতে ৮,০০০ বেড়েছে। যেখানে সোনার দাম তেমন বৃদ্ধি পায়নি। মাল্টি-কমোডিটি মার্কেটে (MCX) বুধবার সোনা ও রূপোর দাম তীব্রভাবে বৃদ্ধি পেয়েছে। রূপোর দাম ৭,৭৫০ টাকা বা ৩.৯২% বেড়ে ২,০৫,৫০৫ টাকায় পৌঁছেছে। সোনার দাম ২৭৭ টাকা বেড়ে ১,৩৪,৬৮৬ টাকায় পৌঁছেছে। কিন্তু আচমকা রূপোর এই উল্লেখযোগ্য দাম বৃদ্ধির কারণ কী? জানা যাচ্ছে, রূপোর দাম বৃদ্ধির অন্যতম কারণ অভ্যন্তরীণ চাহিদা, বিশ্বব্যাপী উত্তেজনা। শিল্প চাহিদাই রূপোর দাম বৃদ্ধির প্রধান কারণ হতে পারে। কেননা সৌর প্যানেল, বৈদ্যুতিক যানবাহন, সেমিকন্ডাক্টর এবং পরিবেশবান্ধব শক্তির মতো খাতে রূপোর জোরালো চাহিদা বাড়ছে।

তবে ইঙ্গিত রয়েছে যে, মার্কিন ফেডারেল রিজার্ভ ২০২৬ সালের প্রথম দিকে সুদের হার কমাতে পারে, যা সোনা ও রূপোর দাম কমার লক্ষণ। এদিকে মার্কিন ডলার সূচকের পতন ঘটছে, যার কারণে রূপোর কেনাকাটা বাড়ছে, এর চাহিদাও বাড়ছে। আন্তর্জাতিক বাজারেও সোনা ও রূপোর দামবৃদ্ধি পাচ্ছে। সোনার দাম প্রতি আউন্স প্রায় ৪,৩২৩.৮৫ ডলারে লেনদেন হচ্ছে, যেখানে রূপোর দাম প্রতি আউন্স ৬৩ ডলারের কাছাকাছি লেনদেন হচ্ছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

BHIM App ব্যাবহার করলে মিলছে নিশ্চিত ক্যাশব্যাক! আপনি পেয়েছেন কি?

মধ্যবিত্তের স্বপ্নপূরণ! বাজেট দামেই ফোল্ডেবল ফোন আনছে ভারতীয় সংস্থা Ai+

১২ হাজারের কমেই সেরা 5G স্মার্টফোন লাগবে? POCO C85 5G-এর ধামাকা সেল শুরু!

পোস্ট অফিসের এই স্কিমে মাসে জমা দিন মাত্র ৭ হাজার, পাবেন বিরাট অঙ্কের রিটার্ন

রেল যাত্রীদের জন্য সুখবর, এবার ১০ ঘন্টা আগেই ওয়েটিং–আরএসি টিকিটের স্ট্যাটাস জানা যাবে

এক চার্জেই ১৫৮ কিলোমিটার, দাম শুনলে বিশ্বাসই করবেন না

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ