এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

২১শে জুলাইতেই কেন সভা করতে হবে, হাইকোর্টে প্রশ্নের মুখে বিজেপি

নিজস্ব প্রতিনিধি: যুব কংগ্রেস নেত্রী থাকাকালীনই মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)১৯৯৩ সালের ২১শে জুলাই(21 July) মহাকরণ অভিযান করেছিলেন। সেই দিনই পুলিশের গুলিতে ১৩জন কংগ্রেস কর্মী শহীদ হয়ে ছিলেন। পরে মমতা কংগ্রেস ছেড়ে তৃণমূল(TMC) তৈরি করেন। সেই সঙ্গে ২১শে জুলাইকেই তিনি বেছে নেন দলের বার্ষিক সভার দিন হিসাবে। সোজা কথায় তিনি ২১শে জুলাইকে কার্যত হাইজ্যাক করে নেন কংগ্রেসের কাছ থেকে। যেহেতু মমতা নিজেও ২১শে জুলাই আক্রান্ত হয়েছিলেন তাই ওই দিনে তৃণমূলের সভা করার পিছনে তবুও যুক্তিযুক্ত কারণ রয়েছে। কিন্তু বিজেপি(BJP)কে কেন ওইদিনই সভা করতে হবে? কার্যত তৃণমূলের সঙ্গে সেয়ানে সেয়ানে লড়াই করতে গিয়ে এবার বঙ্গ বিজেপিকে কঠিন পরিস্থিতির মুখে ফেলে দিয়েছেন বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari)। মঙ্গলবার কলকাতা হাইকোর্টে(Calcutta High Court) বিজেপিকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে ২১শে জুলাইয়ে উলুবেড়িয়ার সভা ঘিরে।

২১শে জুলাই প্রতিবছর তৃণমূল কংগ্রেস শহীদস্মরণে সমাবেশের আয়োজন করে ধর্মতলায়। বিগত ২ বছর কোভিডের কারণে সেই সমাবেশ অবশ্য অনুষ্ঠিত হয়নি। কিন্তু এই দুই বছর বাদে ১৯৯৪ সাল থেকেই ২১শে শহীদ স্মরণে সভা করেন মমতা। তৃণমূলের জন্মের পরে সেই সমাবেশ কার্যত প্রতি বছর ব্রিগেডের চেহারা নেয় ধর্মতলা সহ গোটা কলকাতার বুকে। তাই সেখানে অস্বাভাবিকতা কিছু নেই। কিন্তু এইবছর শুভেন্দু অধিকারী ওই একই দিনে হাওড়া জেলার অন্যতম মহকুমা শহর উলুবেড়িয়ায় বিজেপির তরফে প্রকাশ্য সমাবেশের ডাক দিয়েছেন। কিন্তু সেই সভার অনুমতি দেয়নি হাওড়া গ্রামীণ পুলিশ প্রশাসন। আর তার জেরেই কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করে বিজেপি। সেই মামলাই মঙ্গলবার সকালে ওঠে শুনানির জন্য। সেখানেই বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের প্রশ্নবাণের মুখে পড়েন বিজেপির আইনজীবীরা।

বিচারপতি বিজেপির আইনজীবীকে স্পষ্টই জিজ্ঞাসা করেন ‘ওই দিনেই কেন সভা করতে হবে? ওই দিনের কোনও বিশেষ গুরুত্ব আছে কি? এটা তো রবীন্দ্রজয়ন্তী নয় যে, ওই দিনই করতে হবে! কতদিন আগে এই সভার ঘোষণা করা হয়?’ বিজেপির আইনজীবী তাঁকে জানান, অনেক আগেই সভার কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। এর প্রজেরে বিচারপতি তাঁকে আরও চেপে ধরে জিজ্ঞাসা করেন যে, ‘ঠিক কত দিন আগে ঘোষণা করা হয়েছিল তার প্রমাণ দিন। আমাকে বলুন কবে এই ঘোষণা হয়েছিল? যদি রবীন্দ্রনাথ জন্মদিন পালন করেন, আমি বলতে পারি না যে, তা করবেন না। কিন্তু এ ক্ষেত্রে তা নয়।’ বিচারপতির প্রশ্নের জবাবে বিজেপির আইনজীবী বলেন, প্রধানমন্ত্রীর উন্নয়নমূলক কাজের প্রচার করা হবে ওই সভায়। এর প্রতিক্রিয়ায় বিচারপতি বলেন, ‘ওই দিনেই সভা করার কী গুরুত্ব? ২২ বা ২৩ জুলাই করলে অসুবিধা কী হবে? প্রধানমন্ত্রীর উন্নয়ন নিয়ে যে দিন ইচ্ছা প্রচার করা যেতে পারে। ওই দিনই কেন?’ এর পরই আইনজীবী আদালতের কাছে কারণ জানানোর সময় চান। তিনি বলেন, ‘আমাকে কিছুটা সময় দেওয়া হোক জেনে এসে বলছি।’ জবাব বিচারপতি দুপুর ৩টে ২০ মিনিটে আসতে বলেন তাঁকে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

আগ্নেয়াস্ত্র দেখিয়ে চাষের জমি লুটের অভিযোগ শেখ শাহজাহান বাহিনীর বিরুদ্ধে

রবিবার থেকে জেলায় জেলায় শুরু হবে বৃষ্টি, সোমবার ভিজতে পারে কলকাতা

‘উনি কেন এখনও ফর্ম ফিলাপ করেননি?’, নাম না করে শান্তনুকে CAA খোঁচা মমতার

শেখ শাহজাহানের ঘনিষ্ঠ মিজানুর রহমানের বিরুদ্ধে জমি হাতানোর অভিযোগ

‘এখন থেকে আমি আর মোদিবাবুর নাম নেব না, বড্ড মিথ্যে কথা বলেন’

বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করেই মৃত্যু মাধ্যমিক উত্তীর্ণ  ছাত্রীর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর